Site icon বাংলার-ব

কম্পিউটারের কীবোর্ড কত প্রকার ও কি কি?-How Many Types of Computer Keyboard? In 2023

কম্পিউটারের-কীবোর্ড-কত-প্রকার-ও-কি-কি

কীবোর্ডের ভুমিকা :

কিবোর্ড হলো কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস। যাতে কিছু বাটন থাকে য়ার উপরে বর্ণমালা নাম্বার ছাপানো থাকে, যেটি মুলত মেকানিকাল লিভার বা ইলেক্টনিক্স সুইচের মতো কাজ করে। আর এই বর্ণমালা গুলো মূলত কম্পিউটারে সঠিক ভাবে ব্যবহার করা হয় কিবোর্ডের মাধ্যমে। কম্পিউটারের কীবোর্ড কত প্রকার ও কি কি? সে সম্পর্কে সম্পূর্ন আলোচনা করা হবে আজকের এই পোষ্ট এর মাধ্যমে।

 কম্পিউটারের কীবোর্ড সম্পর্কিত যে বিষয়  গুলো নিয়ে আলোচনা করা হবে।

কীবোর্ড পরিচিতি : 

কিবোর্ড হলো টাইপারদের ধারনা থেকে আসা এক ধরনের ইনপুট ডিভাইস। যেখানে বিভিন্ন ধরনের বাটন সংযুক্ত থাকে, যেগুলো মূলত ইলোক্টনিক সুইচের মতো কাজ করে। আপনি যে আপনার আঙ্গুল দিয়ে কিবোর্ডের উপরে থাকা বাটনটি প্রেস করবেন তার ফলগুলো কম্পিউটার স্কিনে দেখতে পারবেন।কিবোর্ডে এ মুলত ৮৪ থেকে  ১০১ টি কী থাকে এবংকিছু কিছু কিবোর্ডে ১০৪ থেকে ১১০ টি পর্যন্ত কী থাকে।

Keyboard Full From : কীবোর্ড এর সম্পর্ন রূপঃ

 K = Keys – কী

E = Electronic – ইলেকট্রনিক

Y = Yet – এখনো

B = Board – বোর্ড

O = Operating – অপারেটিং

A = A to Z – A থেকে Z

R = Response – প্রতিক্রিয়া

D = Directly – সরাসরি

কম্পিউটারের কীবোর্ড কত প্রকার ও কি কি?

কীবোর্ড দুই প্রকারঃ

  1. স্ট্যান্ডর্ড কীবোর্ড
  2. ইনহ্যান্স কীবোর্ড

১. স্ট্যান্ডর্ড কীবোর্ড

আমরা যখন ডেক্সটপ কম্পিউটারে কিবোর্ড ব্যবহার করি এবং জ্যাকেট গুলো আকারে বড় হয় সেটাকে মূলত স্ট্যান্ডর্ড কীবোর্ড বলা হয়। স্ট্যান্ডর্ড কীবোর্ড গুলোতে বাটম কী গুলোর সংখ্যা বেশি থাকে যেমন ১০১ থেকে ১১৪ টি পর্যন্ত থাকে।

২. ইনহ্যান্স কীবোর্ড 

আমরা যখন বিভিন্ন ধরনের ল্যাপটপ ব্যবহার করে থাকি তখন ল্যাপটপ এর সাথে যে কীবোর্ড দেওয়া থাকে সেটাকে ইনহ্যান্স কীবোর্ড বলে।যেমন ইনহ্যান্স কীবোর্ডে সংখ্যার সীমাবদ্ধতা রয়েছে ইনহ্যান্স কীবোর্ডে কী থাকে শুধু ৮৬টি।

 কম্পিউটারের কীবোর্ডকে কী অনুযায়ী পাঁচ ভাগে ভাগ করা যায়।

  1. ফাংশন কী
  2. অ্যারো কী
  3. আলফাবেটিক কী বা আলফা নিউমেরিক কী
  4.  নিউমেরিক বা লজিক্যাল কী
  5. বিশেষ কী বা কমান্ড কী

 1. ফাংশন কী

Credit: javatpoint.com

কীবোর্ডের F যুক্ত বাটম কী গুলোকে ফাংশন কী বলা হয়।ফাংশন কী মূলত কীবোর্ডের উপরের দিকে থাকে সেগুলো হলো যে F-1 থেকে  F-12 পর্যন্ত লেভেলযুক্ত ১২ টি কী।

2. অ্যারো কী বা এডিট কী

Credit: pngtree.com

কীবোর্ডের ডান দিকে নিচে পৃথক ভাবে চারটি কী আছে। কোন কোন কী বোর্ডের উপরের দিকেও থাকে । যা খুব সহজেই কার্সারকে ডানে বামে উপরে এবং নিচে সরানো যায়। এগুলোকে আবার এডিট কী ও বলে কারন টেক্সট এডিট করার ক্ষেত্রে ও এগুলো ব্যবহার করা হয়।

3. আলফাবেটিক কী বা আলফা নিউমেরিক কী

Credit: bekarschool.com

 কীবোর্ডে  A  থেকে Z পর্যন্ত যে মোট ২৬ টি ইংরেজি বর্ণমালা সাজানো রয়েছে সেগুলোকে  আলফাবেটিক কী সেকশন বলে। আর আলফাবেট ছাড়া কিবোর্ড অচল, সব ধরনের লেখা লেখি  আলফাবেটিক কী দ্বারাই করা হয়।

 4. নিউমেরিক বা লজিক্যাল কী

5. বিশেষ কীবা কমান্ড কী

উপরে যে কী গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সে গুলো ছাড়া যে  বাকী  কী গুলো রয়েছে তাকেই মূলত বিশেষ কী বলা হয়।

Credit: Banglarbo.com

অন্তিম

কম্পিউটারের কীবোর্ড পরিচিতি ব্লগ এখানেই শেষ। আরো পড়ুন।

Exit mobile version