Bangla Islamic Quotes About Life – জীবন সম্পর্কে বাংলা ইসলামিক উক্তি – 2025

আসসালামু আলাইকুম, আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেরা কিছু (Islamic Quotes) ইসলামিক উক্ত। আপনারা অনেকেই এই ইসলামিক উক্তি গুলো অনলাইনে অনুসন্ধান করেন তাই আজকের আর্টিকেলটি আপনাদের জন্য। আশা করি আজকের আর্টিকেলটিতে দেওয়া উক্তি গুলো আপনাদের অনেক ভালো লাগবে। আজকের আর্টিকেলটিতে আলোচনা করা হবে ইসলামিক বাংলা উক্তি, জীবন নিয়ে ইসলামিক উক্তি হৃদয় ছুয়ে যাওয়ার ইসলামিক উক্তি ।

আপনারা অনেক সময় এই ধরনের উক্তিগুলো অনেকেই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। যে ক্ষেত্রেই হোক না কেন আজকে আপনাদের জন্য সেরা কিছু ইসলামিক উক্তি নিয়ে উপস্থিত হয়েছি। নিচে উক্তি গুলো দেয়া রয়েছে ।

Islamic Quotes Bangla – ইসলামিক উক্তি বাংলা

 যখন আপনি দেখবেন,আপনার নামাজের মধ্যে অন্তর উপস্থিত থাকছে না,
তখন বুঝে নেবে, এটা আপনার ইমানের দূর্বলতার কারণ।
কঠোর পরিশ্রম করুন আপনার ঈমানকে মজবুত করার জন্য।
-[ইমাম ইবনু কুদামাহ আল মাকদিসি (রহ.)]
মহান আল্লাহ তায়ালার ভয়ে আপনি যা কিছু ছেড়ে দিবেন,
আল্লাহ্ তায়ালা আপনাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।
হযরত মোহাম্মদ (সঃ
কেউ যদি তোমার থেকে দূরে চলে যায় তাহলে অধিক চিন্তিত হবেন না।
কারণ তা মহান আল্লাহরই পরিকল্পনা ছিল।
– [ড. বিলাল ফিলিপ্স]
পাপ লুকানোর চেষ্টা করা কখনো কোনোদিন সফল কাম হতে পারে না।
পাপের কথা স্বীকার করে যদি কেউ সেটা পাপ ত্যাগ করার চেষ্টা করে
তবে তার জন্য সফলতা লাভ করা স্বাভাবিক।
—- হযরত আলী (রাঃ)
হযরত আলী (রাঃ) বলেন যা সত্য নয় তা কখনো মুখে আনবেন না ।
তাহলে আপনার সত্য কথাকেও লোকে একদিন অসত্য বলে মনে করবে ”
 বুদ্ধিমানেরা প্রথমে অন্তর দিয়ে অনুভব করে,
তারপর সে তার সম্বন্ধে মন্তব্য করে।
আর নির্বোধ মানুষ গন প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। ”
—- হযরত আলী (রাঃ)
কার্পণ্য ত্যাগ করুন না হয় আপনার আপনজনরা আপনার জন্য লজ্জিত হবে
এবং অপরে আপনাকে ঘৃণা করবে ”
—- হযরত আলী (রাঃ)
ধনসম্পদ হচ্ছে কলহের কারণ,
দুর্যোগের মাধ্যমে কষ্টের উপলক্ষে এবং বিপদ আপদের বাহন
—- হযরত আলী (রাঃ)
আপনার যে জিনিস ভাললাগে তাই জগৎকে দান কর,
বিনিময়ে আপনি অনেক ভালো জিনিস লাভ করবেন ”
—- হযরত আলী (রাঃ)
  বুদ্ধিমানেরা প্রথমে অন্তর দিয়ে অনুভব করে,
তারপর সে তার সম্বন্ধে মন্তব্য করে।
আর নির্বোধ মানুষ গন প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। ”
—- হযরত আলী (রাঃ)

Islamic Quotes on Life – জীবনের ইসলামিক উক্তি

দুনিয়ার জীবন, খেলাধুলা ও তামাশা ছাড়া আর কিছুই না ।
— সূরা আনয়াম – ৩২
জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা।
চিরকাল বিশ্রাম করার জন্য তো আমাদের কবর পড়েই আছে ।
– হযরত আলী (রাঃ)
অসৎ লোক কখনো কাউকে সৎ মনে করেনা,
সকল মানুষকে সে নিজের মত ভাবে।
– হজরত আলী (রাঃ)
সে ব্যক্তি মুমিন না সে ব্যাক্তি নিজে তৃপ্তি সহকারে আহার করে,
অথচ তার প্রতিবেশী গন অনাহারে থাকে॥
”- আল হাদিস।
যে নিজের আত্ম মর্যাদা বোঝেনা অন্য মানুষ ও তার মর্যাদা দেয় না !
– হযরত আলী (রাঃ)
আল্লাহর তায়ালার ভয়ে আপনি যা কিছু ছেড়ে দিবেন,
আল্লাহ্ তায়ালা আপনাকে তার থেকে উত্তম কিছু অবশ্যই দান করবেন।
__বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)
নিচু মানুষদের প্রধান হাতিয়ার হচ্ছে তাদের অশ্লীল বাক্য।
– হযরত আলী (রা)
পূর্ণ অর্জন অপেক্ষায়, পাপ বর্জন করা শ্রেষ্ঠতর।
– হজরত আলী (রাঃ)

Islamic Quotes in Bangla – বাংলায় ইসলামিক উক্তি

এই পৃথিবী কোন দিন কোন খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবেনা।যে ব্যাক্তিগন খারাপ মানুষের খারাপ কাজ কর্ম দেখেও বাধা দেয় না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে॥
সে ব্যক্তি কখনো মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে ভক্ষন করে, 
অথচ তার অনেক প্রতিবেশী অনাহারে থাকে॥”
—- আল হাদিস।

GP Internet Offer 2025 Grameenphone New offers

আমি মহান আল্লাহ তায়ালাকে সবথেকে বেশি ভয় পাই।
তারপর আমি সেই মানুষকে ভয় পাই যে মানুষ আল্লাহকে মোটেই ভয় পায়না।
—- শেখ সাদী
চটি ঘটনারেআগে মানুষ পাচটি জিনিসকে অনেক মূল্যবান মনে করবে।
 আপনার বৃদ্ধ বয়সের পূর্বে আপনার যৌবনকে, 
ব্যাধির পূর্বে আপনার স্বাস্থ্যকে, দরিদ্রতার পূর্বে আপনার সচ্ছলতাকে,
 কর্মব্যস্ততার পূর্বে আপনার অবসরকে এবং মৃত্যুর পুর্বে জীবনকে।
—- আল হাদিস
অসৎ মানুষদের ধনদৌলত পৃথীবিতে এক সময় সৃষ্ট জীবের বিপদ আপদের কারণ হয়ে দাঁড়ায়।
—- হযরত আলী (রঃ)
যা আপনি নিজে করেন না বা আপনি করতে পারো না, তা অন্যকে কখনো উপদেশ দিবেন ”
—- হযরত আলী (রাঃ)
উহাই শ্রেষ্ঠ দান যেটা হৃদয় থেকৈ উৎসারিত হয় এবং
রসনা থেকে ক্ষরিত হইয়া ব্যথিতের ব্যথা দূর করে ”
—- আল হাদিস

Best islamic Quotes – সেরা ইসলামিক উক্তি

মহান আল্লাহ তায়ালার ভয়ে আপনি যা কিছু ছেড়ে দিবে,
আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই আপনাকে দান করবেন
—- আল হাদিস
যে ব্যক্তি মানুষদের কে দয়া করে না,
আল্লাহপাক তার উপর রহমত বর্ষণ করেন না।
– আল হাদিস
আমি আল্লাহ তায়ালাকে সবথেকৈ বেশি ভয় পাই।
তারপর আমি সেই মানুষকে ভয় পাই যে ব্যাক্তি আল্লাহকে মোটেই ভয় পায় না।
– শেখ সাদী (রহঃ)
অযাচিত দানই দান।
চাহিলে অনেক সময় চক্ষুলজ্জায় লোকে দান করে, কিন্তু তা দান নহে।
– হযরত আলী (রাঃ)
হীনব্যক্তিদের কে সম্মান করা আর সম্মানীয় ব্যক্তিদের অপমান করা একই ধরনের দোষের।
– হযরত আলী (রাঃ)
কল্যাণপ্রাপ্ত তো সেই সকল ব্যক্তিগন যার নিজের পাপসমূহ তাকে
অন্য ব্যাক্তিদের পাপের দিকে অঙ্গুলি নির্দেশ থেকে বিরত রাখে।
– হযরত আলী (রাঃ)
আপনার দ্বারা যদি কোন নেক কাজ সাধিত হয় তাহলে মহান আল্লাহ তাআলার প্রশংসা করুন,
এবং যখন অসফল হবেন তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন।- হযরত আলী (রাঃ)

Short Islamic Quotes – সংক্ষিপ্ত ইসলামিক উক্তি

 কথা বলা যদি রূপা হয়,
তবে নীরব থাকা হচ্ছে সোনা।
– [লুকমান (আ:)]
আপনার করা পাপ গুলো কখনই আল্লাহর দয়া থেকে বড় নয়।
– ড. বিলাল ফিলিপ্স

Online income (অনলাইন ইনকাম) The best 10 ways of online income

রোজাদার ব্যাক্তির মুখের দুর্গন্ধ মহান আল্লাহ তায়ালার কাছে মেশকের চেয়েও বেশী ঘ্রানযুক্ত।
– আল হাদিস
মনে রাখবেন, আপনার শত্রুর শত্রু আপনার বন্ধু,
আর আপনার শত্রুর বন্ধু আপনার শত্রু।
– হযরত আলী (রাঃ)
অযাচিত দানই হলো আসল দান। চাহিলে অনেক সময় চক্ষুলজ্জায় জন্য ও লোকে দান করে,
কিন্তু তা কখনো দান নহে।
– হযরত আলী (রাঃ)
বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া তোমরা অন্যকারো সঙ্গ কামনা করো না।
– হযরত আলী (রাঃ)
যে নারী নিজে সতর্কতা অবলম্বন করে না,
দেহরক্ষী কখনো তাকে বাঁচাতে পারে না।
– হযরত আলী (রাঃ)

Heart Touching Islamic Quotes – হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক উক্তি

নিশ্চয়ই মহান আল্লাহপাক তাঁকে নিরবে ডেকে যাওয়া বান্দাদের কখনো হতাশ করেন না।
-[ড. বিলাল ফিলিপ্স]
 যখন তোমরা কোরআন তিলাওয়াত করেন তখন মনে করবেন,
আপনি মহান আল্লাহর তায়ালার সাথে কথোপকথন করছেন
এবং তিনি সরাসরি আপনাকে বলছেন।
– [ইমাম ইবনুল কায়্যিম (রহ)]
আপনি নিজেকে সব সময় দুশ্চিন্তামুক্ত রাখতে সব সময় আল্লাহর উপর ভরসা করুন।
কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর হবে তা কেবল একমাত্র তিনিই ভালো জানেন।
 – [ড. বিলাল ফিলিপ্স]
দ্বীন আর দুনিয়া একসাথে অর্জন করতে হলে কুরআন ও সুন্নাহ্ ছাড়া আর অন্য কোন পথ নেই।
যদিও আপনার মনে হবে দুনিয়া অপূর্ণই থেকে যাচ্ছে।  
– [ড. বিলাল ফিলিপ্স]
নারী-পুরুষ তাদের জৈবিক ভালোবাসাকে কখনো প্রমোট করতে হয় না।
এই ভালোবাসা এমনিতেই (সৃষ্টিগতভাবে) প্রমোটেড।
এটাকে সবার বরং কন্ট্রোল করতে হয়।
– [ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)]
লোকের প্রশংসায় আনন্দিত হতে এবং
লোকের নিন্দায় দুঃখিত হতে আপনার অন্তরকে প্রশ্রয় দেবেন না।
– [ইমাম আবু হামিদ আল-গাজ্জালী (রা হিমাহুল্লাহ)]
আল্লাহকে ভয় করো,
যে ব্যাক্তি তাকে ভয় করে সে ব্যাক্তি কখনো একাকীত্ব অনুভব করে না।
– [উমার ইবনুল খাত্তাব (রাদিয়াল্লাহু আনহু)]
পৃথিবিতে এই ব্যক্তিই অভিশপ্ত যে মরে যায়
অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়।
— [আবু বকর (রাদিয়াল্লাহু আনহু)]

শেষ কথা

আজকের আর্টিকেলটি ছিল মূলত আপনাদের পছন্দের ইসলামিক উক্তি নিয়ে আসা করি আপনাদের সকলের ভালো লাগছে। যারা এই ধরনের উক্তিগুলো অনলাইনে অনুসন্ধান করেন তাদের জন্য আমাদের এই ওয়েবসাইটে অনেক ধনের উক্তি বা স্ট্যাটাস এবং ক্যােপশন রয়েছে আপনারা চাইলে সে গুলো দেখে আসতে পারেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ ।

আরো পড়ুন

সব ধরণের ইসলামিক স্ট্যাটাস বাংলা – All Kinds of Islamic Status Bangla – 2025

সমায়ের বহমানতায় নিজের জীবন নিয়ে উক্তি – Sayings about your life in the greatness of the times – 2025

সব ধরণের স্ট্যাটাস সমাহার- All types of status collection – 2025

If You Want To Read English Article Then Visit This Website: Thanks

If You Like This Article Then You Can Share This On Your Social Media Handel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  1. My brother suggested I might like this website He was totally right This post actually made my day You cannt imagine just how much time I had spent for this information Thanks

  2. The history of command coins, and why they are so valued by collectors.
    Where to buy collectible command coins, and how to avoid fakes.
    make custom challenge coins [url=https://command-coins.com]https://command-coins.com[/url] .