ইসলামিক উক্তি ও মহানবী (সাঃ) এর মহামূল্যবান বাণী – 2024

আসসালামু আলাইকুম সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আপনারা প্রায়ই অনেকেই ইন্টারনেটে ইসলামিক বিভিন্ন ধরনের ইসলামিক উক্তি বা বাণী সার্চ করে থাকেন। তাই আপনাদের জন্য আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইসলামিক উক্তি বা বাণী সংযুক্ত করেছি।সম্পূর্ণ নির্ভুল ও গুরুত্বসহকারে আমরা বাছাই করে আপনাদের জন্য বিশেষে উক্তি গুলো নিয়ে এসেছি।

এই ইসলামিক উক্তি বা বাণীগুলো আপনারা সকলে জানতে পারলে আসা করি অবশ্যই আপনাদের হেদায়েত আল্লাহ তায়ালা দান করবেন। অনেকেই আছেন যারা ইসলামিক উক্তি বা বানী গুলো সংগ্রহ করে বিভিন্ন ওয়েবসাইটে পোস্টার কিংবা মানুষকে সতর্ক বার্তা দেওয়ার জন্য পোস্টার লিখে থাকেন। তারা চাইলে আমাদের ওয়েবসাইট করেন বা এগুলো সংগ্রহ করে পোস্টার কিংবা বিভিন্ন লিফলেট লাগিয়ে অসচেতন মানুষকে সচেতন করতে পারেন।

এ সর্ম্পকে আরো পড়ুন।

মহান আল্লাহ তায়ালা দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। কিন্তু বর্তমানে মানুষ যুগের পরিবর্তনের সাথে সাথে তারা তাদের নিজেদের ঈমান নষ্ট করতেছেন। মহান আল্লাহ তায়ালা কেয়ামতের দিনে প্রকৃত মুমিন যারা তাদের কে শুধুমাত্র রহমতের ছায়া প্রদান করবে। বর্তমানে অনেক বাবা মা তার সন্তানকে সঠিক ইসলামিক জ্ঞান না দেওয়ার কারনে সন্তানরা বড় হয়ে পথভ্রষ্ট হয়ে যায়। তারা দুনিয়ার মায়ায় দুনিয়াবি কাজকর্মে পড়ে যায়। এক্ষেত্রে ছোট থাকতে বাবা-মাকে অবশ্যই ইসলামিক জ্ঞান প্রদান করতে হবে।

আমরা যে আপনাদের জন্য আমাদের ওয়েবসাইটে ইসলামিক উক্তি ও বানী সংযুক্ত করেছি। আপনারা চাইলে এগুলো সংগ্রহ করে বিভিন্ন সোশাল মিডিয়ায় পোস্ট করতে পারেন। আপনাদের সন্তানদের পড়ে শোনাতে পারেন। তাতে তার ইসলামিক জ্ঞান টা আরো বাড়বে। তাই নিজে থেকে দেখে নিন ইসলামিক মূল্যবান কিছু উক্তি ও বাণী।

সেরা ইসলামিক উক্তি

ইসলামিক উক্তি
banglarbo.com
মহান আল্লাহ তায়াল ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে,
আল্লাহ্ তায়ালা তোমাকে তার চেয়েও উত্তম কিছু অবশ্যই দান করবেন।
হযরত মোহাম্মদ (সঃ)
অসৎ মানুষ কাউকে কখনো সৎ মনে করে না, সবাইকে সে তার নিজের মতো ভাবে
—- হযরত আলী (রাঃ)
 যে মানুষ তারা নিজে সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না
—- হযরত আলী (রাঃ)
সম্মান হীনমানুষদের সম্মান করা ও সম্মানী মানুষদের অপমান করা একই প্রকার দোষের…
—- হযরত আলী (রাঃ)
 যেটি সত্য না সেটা তোমরা মুখে এনো না ।
তাহলে তোমার সত্য কথাকেও মানুষ অসত্য বলে মনে করবে…..
হযরত আলী (রাঃ)
 বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া তোমরা আর কারো সঙ্গ কামনা করো না।
—- হযরত আলী (রাঃ)
তোমরা কার্পণ্য তা ত্যাগ করো নয়তোবা তোমার আপন মানুষ গুলো তোমার জন্য লজ্জিত হবে
এবং অপর মানুষ তোমাকে ঘৃণা করবে
—- হযরত আলী (রাঃ)
অযাচিত দানই দান, চাহিলে অনেক সময় অনেক মানুষ চক্ষুলজ্জায় ও দান করে,
তবে তাহা কিন্তু দান নহে ।
—- হযরত আলী (রাঃ)
ধন সম্পদ হলো কলহের কার, দুর্যোগের মাধ্যমে কষ্টের উপলক্ষে আর হলো বিপদ আপদের বাহন।
—- হযরত আলী (রাঃ)

মহানবী (সাঃ) এর মহামূল্যবান বাণী

মহানবী (সাঃ) এর মহামূল্যবান বাণী
banglarbo.com
প্রতিটা বান্দার উপর সর্ব শক্তিবান আল্লাহ তায়ালার অধিকার হলো,
বান্দা শুধু এক মাত্র আল্লাহর আনুগত্য ও দাসত্ব করবে এবং তাঁর সাথে কাউকে তুলনা করবে না।
– (সহীহ মুসলিম)
তোমরা ঈমান না এনে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। (তারগীব)
কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারে না,
যতক্ষণ পর্যন্ত তার মন ও মুখের যবান মুসলিম না হয়। – (তারগীব)
সাত বছর বয়স হলেই তোমরা তোমাদের সন্তানদেরকে সালাত আদায় করার আদেশ করো”।
– (আবু দাউদ)
 আল্লাহর পথে ১টি সকাল কিংবা ১টি সন্ধ্যা অতিবাহিত করা গোটা পৃথিবী ও পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। – (সহীহ বুখারী)
যারা আল্লাহর বানীকে বিজয়ী করার জন্যে লড়ে যায় ,
সেই মহান আল্লাহ তায়ালার পথে জিহাদ করে। – (সহীহ বুখারী)
তোমরা সকলে কুরআন কে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো বিপথগামী হবেনা। (মিশকাত)
সৃষ্টি কর্তা তোমাদের চেহারা সুরত ও সম্পদ দেখেনা, তিনি দেখেন অন্তর ও কাজ। (সহীহ মুসলিম)
প্রতিটা ব্যাক্তি তার সকল কাজের সেই ফল পাবে, যেটা সে নিয়ত করবে। (সহীহ বুখারী)
 আমার পরে সবচেয়ে বড় দানশীল সে ব্যাক্তি,
যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করে এবং সেটা সবার কাছে ছড়িয়ে দেয়। (বায়হাকী)

সত্য নিয়ে ইসলামিক উক্তি

আল হাদিস
banglarbo.com
পাপ কাজ গুলো লুকানোর চেষ্টা করে আপনি কোনদিন সফল হতে পারে না।
পাপের কথা স্বীকার করার পর যদি অতঃপর কেউ ত্যাগ করার চেষ্টা করে,
তবে তার কাছে সফলতা লাভ করা সহজ—- হযরত আলী রাঃ ❤️
তোমাদের জন্য নির্দেশ——- বড়দের সম্মান করো ছোটরা তোমাদেরকে সম্মান করবে
এবং ছোটদের সাথে সব সময় সত্য কথা বলবে।
—- হযরত আলী রাঃ.
 আমাদের প্রিয় নরি করিম সাঃ বলেছেন , তোমাদের মধ্যে যখন ৪টি জিনিস থাকবে,
তখন যদি তোমাদের কাছ থেকে দুনিয়ার সবকিছু হারিয়ে যায় তাও কোন সমস্যা নেই।
১/ আমানত রক্ষা করা, ২/ সদা সত্য কথা বলা, ৩/ সুন্দর চরিত্র, ৪/ হালাল রুজি।
– আল হাদিস
তোমরা সন্দেহযুক্ত কাজ কর্ম মর্ম ছেড়ে দেও, যে কাজ কর্মে কোন প্রকার সন্দেহ নেই সেদিকে ফিরে যাও,
নিশ্চয়ই সত্য প্রশান্তির নাম, আর মিথ্যা হলো সন্দেহ অশান্তির নাম। – আল হাদিস
সবচেয়ে সুন্দর ও ভাল চরিত্রের মানুষ ঐ ব্যাক্তি, যে প্রকৃত হিংসা বিদ্বেষ মুক্ত অন্তরের অধিকার এবং সত্য কথার অধিকারী – আল হাদিস 
তোমরা সকলে মিথ্যা থেকে এড়িয়ে থাকো, নিশ্চয়ই মিথ্যা ঈমানের ধংস করে। আল হাদিস
সর্বদা সত্য কথা বলুন, কারণ সত্যতা মানুষকে আলোর পথ দেখায়, আর মিথ্যা মানুষকে ধংস করে।
সত্যবাদীরা ভালো কাজের পথ দেখায়, আর ভালো কাজ বেহেস্তের পথ দেখায়,
তাই সবাই জীবনে সকলেই সত্যবাদীতার সাথেই চলুন!
একটি সত্য কথা দ্বারা একজন মানুষকে পরিবর্তন করা যায়,
কিন্তু কখনো একটি মিথ্যা কথা মানুষকে পরিবর্তন করতে পারে না।

মৃত্যু নিয়ে ইসলামিক উক্তি

মৃত্যু নিয়ে ইসলামিক উক্তি
banglarbo.com
প্রত্যেক প্রাণিকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে । আল্লাহ তায়ালা বলেন – তোমাদের ভালো ও খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি । আর তোমাদেরকে আমারই আছে ফিরে আসতে হবে ।
— সূরা আম্বিয়া, আয়াতঃ ৩৫
মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে অথচ মানুষ এই জীবন নিয়ে চিরকালই তারা গর্ব করে যায় ।
— সমরেশ মজুমদার
 মানুষ প্রতিদিন তার মত কতো মানুষকে মৃত্যুবরণ করতে দেখে,
কিন্তু তারা সব সময় নিজের মৃত্যুর কথাই ভুলে যায় ।  হযরত ওসমান (রাঃ) )
মহান আল্লাহ তায়ালাই তোমাদের জীবন দান করেছেন। আর তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন।
আবার তিনিই তোমাদেরকে পুনরুত্থান করবে। তারপরও মানুষ অতি-অকৃতজ্ঞ ।
সূরা হাজ্জ, আয়াতঃ ৬৬
 যারা মৃত্যুকে অধিক পরিমান স্মরণ করে এবং যারা মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে তারাই মুলত বুদ্ধিমান মানুষ ।–
—(৪২৫৯ নং হাদিস )- সুনানে ইবনে মাজাহ
মানুষ যদি কখনো মৃত ব্যাক্তির আর্তনাদ দেখতে পেত এবংকখনো শুনতে পেত,
তাহলে প্রতিটা মানুষ মৃত ব্যাক্তির জন্য কান্না না করে তারা নিজের জন্য মৃতুর ভংয়ে কান্না করতো ।
— হযরত মোঃ (সাঃ)
আমি আমার রবের সাক্ষাতের আশায় মৃত্যুকে ভালোবাসি।
— আবু দারদা (রা)
তোমরা যেখানেই থাকো না কেনো,মৃত্যু সাধ তোমাকে পেতেই হবে।
যদি তোমরা সুদৃঢ় দূর্গের মধ্যের ও অবস্থান করো তবুও।-[সূরা আন নিসা, আয়াত: ৭৮]
মহান আল্লাহ তায়ালার সাথে সাক্ষাতের আগ পর্যন্ত ইমানদারের কোনো স্বস্তি নেই।
আবদুল্লাহ্ ইবনু মাস-উদ (রা.)
হে প্রশান্ত আত্মা! তুমি তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালার কাছে ফিরে আসো সন্তুষ্ট ও
সন্তোষভাজন হয়ে, অতঃপর তোমরা আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত হও,
আর আমার বানানো জান্নাতে প্ৰবেশ কর।
[সূরা ফাজর ৮৯, আয়াত ২৭-৩০]

কষ্ট নিয়ে ইসলামিক উক্তি

কষ্ট নিয়ে ইসলামিক উক্তি
banglarbo.com
সূরা ইয়াসিন ৫৮ নাম্বার আয়াতে বলা হয়েছে, সালামুন কাওলাম মীর রাব্বীর রাহীম।
এর দ্বারা বুঝানো হয়েছে জিকির করলে জীবনের সকল সমস্যা দূর হয়ে যায়।  –  ( আয়াতঃ৫৮)
একা হয়ে যাওয়া মানে হলো আপনি খারাপ সঙ্গ ত্যাগ করেছেন।  – হযরত উমার (রা)
প্রতিরাতে মহান আল্লাহ তায়ালা রাতের তৃতীয়াংশে প্রথম আসমানে এসে বলেন।
তোমরা আমাকে ডাকে আমি তোমাদের ডাকে সাড়া দিব যা চাইবে এবং তাই দিব।  –  বুখারি-১১৪৫
আপনার চোখে যতই অশ্রু আসুক না কেন তবুও আপনি মানুষকে কখনো হিংসা করো না।
ওহে মানব তোমার সৃষ্টি কর্তা মহান আল্লাহর কাছে তওবা করো,
কেননা আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট একশতবার করে তওবা করি। (মুসলিম ২৭০২)
নিশ্চয়ই মহান রাব্বুল আলামি মানুষের নিকট মারা যাওয়ার আগ পর্যন্ত
তার বান্দার দোয়া গুলো কবুল করতে থাকেন। (তিরমিজি ৩৫৩৭)
তোমার সন্দেহর বিষয় গুলো নিশ্চিত বিষয়ের উপর ছেড়ে দাও
আর মূলত সত্যই হলো প্রশান্তি এবং মিথ্যাটি হলো অশান্তি। (তিরমিজি ২৫১০)
তোমরা সৃষ্টি কর্তা মহান রবকে ভয় কর কেননা যখন তোমরা তোমার রব কে স্মরণ করবে
তখন আর তোমরা একাকী অনুভব করবে না।
শান্তির ধর্ম  ইসলামে সবথেকে বড় গুণাবলী হলো অনর্থক কথা না বলা। (তিরমিজি ২৩২১)

বিশ্বাস নিয়ে ইসলামিক উক্তি

বিশ্বাস নিয়ে ইসলামিক উক্তি
banglarbo.com
বিশ্বাস হলো এমন একটি সম্বল যেটা ‍যদি কোনো ভাবে একবার হারিয়ে যাওযার পর
আর জীবনেও কখনো কেউ আর আগের মতো কখনো বিশ্বাস করবে না। 
মানুষকে খুব তারা তারি বিশ্বাস করা মানে হচ্ছে,
কোন পরিশ্রম ছাড়া অর্জন করা জিনিস যেটা কখনো দীর্ঘস্থায়ী হয় না।
 বিশ্বাস যার মধ্যে রয়েছে বন্ধুত্ব, বিশ্বাসের আছে ভালোবাসা।
প্রধানত মানুষের সব থেকে বড় জিনিসটা হলো বিশ্বস্থতা,
বিশ্বস্ততা হীন মানুষের কোন মানুষের দাম নেই।  
তোমরা যদি জীবনে সফলতা অর্জন করতে চাও তাহলে তোমাদের বিশ্বাস
এবং আস্থা থাকতে হবে তা না হলে তুমি কখেনো সফলতা অর্জন করতে পারবে না।
মহান সৃষ্টি কর্তার উপর বিশ্বাস করে যদি তুমি কোন কিছু ছেড়ে দেবে সৃষ্টিকর্তা
তোমাকে এর থেকেও অনেক বেশি কিছু তোমার জন্য রেখে দিয়েছেন যেটা তুমি কল্পনাও করো নি।
মহান সৃষ্টি কর্তা বলেছেন যাকে কেউ বিশ্বাস করে না তার জীবনের কোন মূল্য নেই
মহান সৃষ্টি কর্তা বার বার বলেছেন তোমাদেরকে যেন মানুষ বিশ্বাস করে এমন কিছু করো
তাহলে তোমরা তোমাদের সব কিছু পেয়ে যাবে।
কখনো যোগ্য মানুষ গন বিশ্বস্ততা প্রমাণ করে না তার আচার-আচরণে,
কথাবার্তা ও ব্যবহারে এবং তার সাথে কিছুদিন কাটালেই বোঝা যায় সে আসলে কতটুকু বিশ্বাসের যোগ্য।
তুমি যদি মানুষকে ভালবাসতে জানো বা মানুষদের বিশ্বাস করতে জানো
তাহলে নিজেকে আগে পরিবর্তন করো তোমাকে আগে বিশ্বস্ত হতে হবে।
তুমি যদি মানুষকে সন্দেহ করো তাহলে মানুষ তোমাকে সন্দেহ করবে। নিজের ভেতরে যে অবিশ্বস্ততা
মানুষ কে বিশ্বাস না করা এটা আগে দূর করুন তাহলে দেখবেন সবকিছুই ভালো লাগবে।

সফলতা নিয়ে ইসলামিক উক্তি

সফলতা নিয়ে ইসলামিক উক্তি
banglarbo.com
ইসলাম ধের্ম বা ইসলামকে রক্ষার্থে ইসলামের বিজয় সফলতা আনতে,
তোমরা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ো।
যে ব্যক্তি আল্লাহর উপর সর্বদা প্রবল বিশ্বাস রাখেন মহান আল্লাগ তাঁর কোনো ইচ্ছা অপূর্ন রাখেন না।
হযরত ওমর র:
প্রতিটা মানুষ তার কাজের সেই ফল পাবে যা সে নিয়ত করে।
হযরত মোহাম্মদ স:
ব্যর্থ হওয়ার অনেক নানা ধরনের উপায় আছে কিন্তু সফলতার মূলমন্ত্র
সেটা তোমাদের নিজের ধর্মকে পালন করা এবং সে অনুযায়ী জীবন যাপন করা বা চলা—— শায়খুল হাদিস
কঠোর পরিশ্রম হলো সফলতার মূল চাবিকাঠি
রাতারাতি সফল হওয়া বা সাফল্য বলতে কিছু নেই।
মনোযোগ দিয়ে কঠোর পরিশ্রম করলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে।
– স্টিভ জবস
অন্যের সাফল্যে দেখে নয়, অন্য মানুষের ভুল থেকে তোমরা শেখার চেষ্টা করো।
বেশিরভাগ মানুষ এ কারনেই ব্যর্থ হয়। অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে।
– জ্যাক মা

FAQ

সত্য নিয়ে ইসলামিক উক্তি

মহান আল্লাহ তায়াল ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে,
আল্লাহ্ তায়ালা তোমাকে তার চেয়েও উত্তম কিছু অবশ্যই দান করবেন।
হযরত মোহাম্মদ (সঃ)

সেরা ইসলামিক উক্তি

তোমরা কার্পণ্য তা ত্যাগ করো নয়তোবা তোমার আপন
মানুষ গুলো তোমার জন্য লজ্জিত হবে
এবং অপর মানুষ তোমাকে ঘৃণা করবে
—- হযরত আলী (রাঃ)

ছোট ছোট ইসলামিক উক্তি

ধন সম্পদ হলো কলহের কার, দুর্যোগের মাধ্যমে কষ্টের উপলক্ষে আর হলো বিপদ আপদের বাহন।
—- হযরত আলী (রাঃ)

মহানবীর বাণী ইসলামিক উক্তি

 আল্লাহর পথে ১টি সকাল কিংবা ১টি সন্ধ্যা অতিবাহিত
করা গোটা পৃথিবী ও পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। – (সহীহ বুখারী)

ইসলামিক মোটিভেশনাল উক্তি

তোমাদের জন্য নির্দেশ——- বড়দের সম্মান করো ছোটরা
তোমাদেরকে সম্মান করবেএবং ছোটদের সাথে সব
সময় সত্য কথা বলবে।—- হযরত আলী রাঃ.

কষ্ট নিয়ে ইসলামিক উক্তি

আপনার চোখে যতই অশ্রু আসুক না কেন তবুও
আপনি মানুষকে কখনো হিংসা করো না।

বিশ্বাস নিয়ে ইসলামিক উক্তি

 বিশ্বাস যার মধ্যে রয়েছে বন্ধুত্ব, বিশ্বাসের আছে ভালোবাসা।
প্রধানত মানুষের সব থেকে বড় জিনিসটা হলো বিশ্বস্থতা,
বিশ্বস্ততা হীন মানুষের কোন মানুষের দাম নেই।

জীবন নিয়ে ইসলামিক উক্তি

ব্যর্থ হওয়ার অনেক নানা ধরনের উপায় আছে কিন্তু সফলতার মূলমন্ত্র
সেটা তোমাদের নিজের ধর্মকে পালন করা এবং সে অনুযায়ী জীবন যাপন করা বা চলা—— শায়খুল হাদিস

FAQ Created By rank Math SEO

If You Want To Read English Article Then Visit This Website: Thanks

If You Like This Article Then You Can Share This On Your Social Media Handel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *