100+ পছন্দের ফুল নিয়ে ক্যাপশন বাংলা – Bangla Caption with flowers – 2024

ফুল নিয়ে আমাদের মনে রয়েছে এক তীব্র আবেগ, আমরা আমাদের পছন্দের মানুষকে প্রায় সময়ই ফুল এর সাথে তুলনা করে থাকি। তাই আজকে আমরা আপনাদের সাথে ফুল নিয়ে ক্যাপশন ও বিখ্যাত উক্তি এবং স্ট্যাটাস শেয়ার করবো । ফুল হলো একটি প্রকৃতির আত্মা ।

ফুল ছাড়া প্রকৃতি হলো একপ্রকার প্রেমহীন জীবনের মত। ফুলকে ভালোবাসে না বা অপছন্দ করে এমন মানুষ পৃথিবীতে হয়তো নেই । ফুলের সৌন্দর্য সব সময় মানুষকে বিমোহিত করে। ফুল এবং ভালোবাসা এ দুটি যেন একই সুতোয় গাঁথা।তাই ফুলকে নিয়ে আপনাদের জন্য আজকে আমাদের এই স্পেশাল আয়োজন।দেরি না করে চলুন তাহলে ফুল নিয়ে এই বিশেষ উক্তি ও ক্যাপশন গুলো পড়ে ফেলি ।

ফুল নিয়ে ক্যাপশন

ফুল হলো সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালারে সুন্দরতম সৃষ্টি
যা পৃথিবীকে আরোও অনেক সুন্দর করে তোলে।
 একটি বাগান একটি ফুল, একটি ফুলের তোড়া,
তাহার মাঝে থাকবে তুমি, পাপড়ি দিয়ে মোড়া।
কারো নিকট কোন ফুল আনা হলে, সে যেন তা ফিরিয়ে না দেয় ।
কারণ তা ওজনে হালকা এবং ঘ্রানে উত্তম।
— হযরত মোঃ (সাঃ)- সহিহ মুসলিম ৫৭৭৬
ফুল দেওয়ার মত একজন মানুষ আসুক আমার জীবনে,
মানুষটা ফুলের মতো সুন্দর হোক।
সে ফুলের ন্যায় সুন্দর হয়ে আমার সাথে থেকে যাক সারাজীবন।
ফুলের মৃদু সুবাস চারপাশের সকল সৌন্দর্যকে সর্বদা বিরতি এবং
প্রশংসা করার জন্য একটি অনুস্মারক হয়ে থাকে।
শৈশবকাল থেকেই আমাদের প্রায সকল মানুষ বন্য ফুলের অপরিচ্ছন্ন সৌন্দর্যে ছুঁয়ে গেছে।
ভালবাসা এমন একটি সুন্দর ফুলের মতো, যা আমরা স্পর্শ করতে পারি না,
তবে যার সুবাস বাগানকে আনন্দময় স্থান করে তোলে।
হেলেন কেলার
ফুলের সৌন্দর্য আর পবিত্রতার কোন ক্যাপশন হয় না
ফুলের ক্যাপশন তার নিজের সৌন্দর্য্যই।
ফুল সবসময় শুধু সুগন্ধি ছড়ায় না ফুল মাঝে মধ্যে কিছু সুন্দর মুহূর্ত ও উপহার দেয়।

সরিষা ফুল নিয়ে ক্যাপশন

সরিষা ফুল হলো সুন্দরের প্রতিক আর গোলাপ হলো ভালোবাসার প্রতিক ।
 শীতকালে সৌন্দর্যের প্রতীক হলো সরিষা ফুল।
সরিষা ফুলের জীবন বড়োই করুণ। অধিকাংশ ফুল অগোচরেই ঝ’রে যায়,
আর বাকিগুলো ঝোলে শয়তানের গলায়।
— হুমায়ূন আজাদ 
ঘুম হতে জেগে দেখি শিশির-ঝরা ঘাসে,
সারা রাতে সপন আমার মিঠেল রোদে হাসে।
আমার সাথে করতে খেলা প্রবাদ হওয়া
ভাই সরষে ফুলের পাঁপড়ি নাড়ি ডাকছে মোরে তাই। 
ভালবাসা এমন একটি সুন্দর ফুলের মতো যা আমি স্পর্শ করতে পারি না,
তবে যার সুগন্ধ উদ্যানটিকে কেবল আনন্দময় স্থান করে তোলে। 
সরিষা ফুল হলো মহান সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি,
যা পৃথিবীকে আরো বেশ সুন্দর করে তোলে।
প্রজাপতির মিতালিতে হলো মৌমাছিদের মেলা চোখ জুড়ানোর মত মাঠ
প্রান্তর সরিষা ফুলের হলদে সারাবেলা।
সরিষা ফুলের জীবন বড়োই করুণ। অধিকাংশ ফুল অগোচরেই ঝ’রে যায়,
আর বাকিগুলো ঝোলে শয়তানের গলায়।
— হুমায়ূন আজাদ
সুন্দর প্রবাদ রাশি রাশি হলুদ ফুলে রঙ লেগেছে বেশ দিবানিশি হলদে হাসি হলুদ আমাদের বাংলাদেশ।
ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল , ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল ।
চঞ্চল মৌমাছি গুলো একসাথে গুঞ্জরি গায় , বেণুবনে মর্মরে দক্ষিণবায় ।
— রবীন্দ্রনাথ ঠাকুর

গোলাপ ফুল নিয়ে ক্যাপশন

সাধারণ ভাবে আমরা অভিযোগ করতেই পারি
যে গোলাপ ফুলের বাগানে অনেক কাটা রয়েছে
অথবা এটা ভেবে আমরা উৎফুল্লও হতে পারি যে,
অনেক কাটার মধ্যে গোলাপ ফুল রয়েছে।
— আব্রাহাম লিংকন
 গোলাপ ফুল হচ্ছে অসমাপ্ত ভালোবাসা ও সম্মানের প্রতীক।
যা দিয়ে নিজের প্রিয়জনকে ভালোবাসা জানানো হয়
এবং সম্মানীয় ব্যক্তিদের সম্মান জানানো হয়। 
সৌন্দর্যে ভরা লাল গোলাপের মত তুমি অসাধারণ সুন্দর।
যা তোমার দিকে তাকালেই সেই সৌন্দর্য আমাকে প্রতিটি ক্ষণ মুগ্ধ করে তোলে। 
ভালোবাসা হলো সেই গোলাপ যা আমাদের মনে চিরদিনই ফুটে থাকে।
জীবন হলো একটি গোলাপের মতো।
যাতে কাটা থাকলেও সৌন্দর্যের একটুকুও কমতি করে না।
— সংগৃহীত
সবথেকে সূক্ষ্ম কাটাগুলো অনেক সময় নাজুক গোলাপের সৃষ্টি করে থাকে।
গোলাপ ফুল সুভাসে স্নিগ্ধ, তোমায় দেখে আমি মুগ্ধ।
মিষ্টি আলোয় ঝিকিমিকি সবুজ ঘাসে, স্নিগ্ধ হাওয়ায় ফুলের কলি হাসে।

শিউলি ফুল নিয়ে ক্যাপশন

শিশির ভেজা সবুজ ঘাসে খালি পায়ে শিউলি ফুল কুড়ানোতে এক আলাদা অদ্ভুত সুখ রয়েছে।
শরত কালের শিশির ভেজা সবুজ ঘাসে,
ওই যে দেখো কমলা রঙের নলাকার বোঁটায় সাদা পাপড়ির অজস্র শিউলি ফুল পড়ে আছে।
শিউলি ফুলের মালা দোলে শারদ রাতের ঐ বুকেতে
এমন রাতে ও একলা জাগি আমার সাথে জাগার প্রিয়ো সাথি কই।
শিউলি তলায় ভোর বেলা
কুসুম কুড়ায় পল্লী-বালা
শেফালি পুলকে ঝরে পড়ে মুখে
খোঁপাতে চিবুকে আবেশে-উতলা
খোঁপাতে চিবুকে আবেশে-উতলা।
শিউলির ডালে কুঁড়ি ভরে এলো
টগর ফুটিল মেলা
মালতীলতায় খোঁজ নিয়ে যায়
মৌমাছি দুই বেলা।
শিউলি ফুল যেন আমাদের প্রকৃতিতে শরৎ ঋতুর এক মহান উপহার।
শিউলি ফুল ছাড়া শরৎ কাল যেমন নিষ্প্রাণ,
তেমনিই শারদীয় উৎসবও কেমন যেন অসম্পূর্ণ।

জবা ফুল নিয়ে ক্যাপশন

 অপরূপ সৌন্দর্যের প্রতীক হলো একটি জবা ফুল যা কখনোই সাধারণ নয় অসাধারণ।
প্রিয়ো তুমিও কিন্তু আমার কাছে সাধারণ ছিলে না তুমি অসাধারণ এই ছিলে সবসময়।
জবা ফুলকে আমরা গোলাপের মতো কখনো মূল্যায়ন করি না!
কিন্তু নারীর নীল শাড়ির সাথে খোপায় গোঁজা একটি জবা ফুলের সৌন্দর্য কখনোই ফেলনার যোগ্য নয়।
বৃষ্টি ভেজা জবা আর বৃষ্টি ভেজা এই তুমি,
দুজনের সৌন্দর্যের যেনো কখনো কোনো তুলনা দেওয়ার মতো নয়। দুজনেই অপরূপা।
 তুমি আর তোমার মন অনেকটা জবা ফুলের মতই।
সৌন্দর্য্য নিয়ে তোমাদের নেই কোনো অহংকার, তোমরা টি অতুলনীয়।
ভালোবাসার প্রথম দিনে তোমার আমার ভালোবাসার সূচনা
জবার অপরূপ সৌন্দর্য দিয়ে শুরু হয়েছিল।
তাইতো এখন এই ফুলটি এতটা কাছের হয়ে গেলো।
গোলাপের মতো জবা ও একটি ভালবাসার প্রতীক।
ভালোবাসাকে নির্দেশ করার মতো জবা একটি চমৎকার ফুল এটি।
জবা ফুল, তোমার রঙ কেমন লাল!
আকাশকে যেন তুমি হার মানিয়েছ!

সূর্যমুখী ফুল নিয়ে ক্যাপশন

সামনে সবাই সদাহাস্য সূর্যমুখী, অথচ আঁখিকোণে চেরাপুঞ্জির মেঘ,
মন জলবায়ু হলেও মুখমণ্ডলে পূর্বাভাস নিষেধ।
আমরা যদি সূর্যমুখী ফুলের অলৌকিক বিষয় পরিষ্কারভাবে দেখতে পেতাম
তাহলে হয়ত আমাদের পুরো জীবনটাই বদলে যেত।
আমরা শৈশবকাল থেকেই প্রায় সূর্যমুখী ফুলের অপরিচ্ছন্ন সৌন্দর্যে ছুঁয়ে আছি ।
দূরে থেকে তোমাকে আমি সূর্যমুখী ফুলের মত দেখি,
ফুলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে।
গোলাপ কখনো সূর্যমুখী ফুল হতে পারে না এবং
একটি সূর্যমুখী ফুল কখনই গোলাপ ফুল হতে পারে না।
প্রতিটা ফুলই তাদের নিজস্ব উপায়ে সুন্দর, এটি নারীর মতো।
গােলাপ তুমি সূর্যমুখীর মতাে “হাসতে” জানাে না।।
সে শুরু থেকেই হাসতে থাকে..” আর তুমি হাসলেই! তােমার আর অস্তিত্বই নেই।

বাগান বিলাস ফুল নিয়ে ক্যাপশন

একটি সমাজ মহান রূপ ধারণ করেতে পারে
যখন সেই সমাজের বৃদ্ধ মানুষ বাগান তৈরি পরিচর্যা করতে শুরু করেন,
একটি বাগান একটি মহান শিক্ষকের সমসাময়িক।
এটি মানুষকে ধৈর্য্য এবং সতর্কতার শিক্ষা প্রদান করে ;
এটি শিল্প এবং মিতব্যয়ি হতে শেখায়; সর্বোপরি এটি সম্পূর্ণ বিশ্বাস করতে শেখায়।
আপনি যেই দিন থেকে একটি ফুলের বাগান তৈরি করা ও পরিচর্যা করা শুরু করবেন,
আপনার নব জীবনের সূত্রপাত হলো সেই দিন থেকেই।
যাদের বাড়িতে একটি লাইব্রেরি ও একটা ফুলের বাগান থাকে, তিনি এক কথা স্বয়ংসম্পূর্ণ।
বাড়ির সৌন্দর্য ধরে রাখতে প্রতিটি মানুষের উচিত তার বাড়িতে ফুলগাছ লাগানো।
বাগিচায় বুলবুলি ফুল শাখাতে দিসনে আজই দোল
আজো তোর ফুল কলিদের ঘুম টুটেনি হলো তন্দ্রাতে বিলোল।
যাঁরা বাগান বানাতে ভালোবাসেন তাঁরা স্বাভাবিক ভাবেই চির সবুজ হয়ে থাকেন
যা তাঁদেরকে মানসিকভাবে কখনোই বৃদ্ধ হতে দেয় না
কারণ সেই মানুষটির সবমসময়ই কিছু না কিছু স্বপ্ন ও আশা অপূর্ণ অবস্হায় থাকে।
কেবলমাত্র দূরে দাঁড়িয়ে বিষ্ময় প্রকাশ করলে
অথবা ছায়ায় বিশ্রাম করে আরাম নিয়ে কখনো বাগান তৈরি করা যায় না।
এর জন্য অনেক কঠোর অধ্যাবসায় এবং পরিশ্রম করতে হয়।

শেষ কথা

প্রিয় বন্ধুরা আশা করি আজকের আর্টিকেলটিতে ফুল নিয়ে ক্যাপশন ও উক্তি এবং স্ট্যাটাস গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগলো। আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য বাছাই করে সবচেয়ে সুন্দর আর সেরা ফুল নিয়ে ক্যাপশন ও উক্তি গুলোেআপনাদের মাঝে তুলে ধরতে। আজকের এই আর্টিকেলটির মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্ব্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেনা ।

আমাদের এই ব্লগ ওয়েবসাইটে নানা রকমের ক্যাপশন স্ট্যাটাস ও উক্তি রয়েছে আর বিভিন্ন ধরনের আর্টিকেল রয়েছে সে গুলো দেখে আসতে পারেন। আরো নতুন নতুন কবিতা ও ক্যাপশন আর ছন্দ পেতে আমাদের সাথেই থাকুন । সকলে ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া। ধন্যবাদ.

FAQ

ফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন

১। মনকে ফুলের মত পবিত্র করুন, জীবনে সুগন্ধের অভাব হবে না ।
২। ফুল হলো সৃষ্টিকর্তার সুন্দরতম সৃষ্টি, যা পৃথিবীকে আরো সুন্দর করে তোলে।
৩। ফুল হলো সুন্দরের প্রতিক আর গোলাপ হলো ভালোবাসার প্রতিক ।
৪। ফুলকে ভালোবেসে ফেলে দিওনা মানুষকে ভালোবেসে ভুলে যেও না ।

ফুল নিয়ে স্ট্যাটাস

1. ফুল তোমার দেহে জল রঙের ঢেউ, ফুল তোমার সৃষ্টিকর্তা এ গ্রহের বাইরের কেউ..!! ফুল তুমিই শুধু তোমার তুলনা, ফুল তোমায় ছুঁয়ে দিলে রাগ করো না।
2. নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল।। ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল।।
3. ফুলকে ভালোবাসলে সুভাষ পাওয়া যায়! কিন্তু মানুষকে ভালোবাসলে,, চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না।
4. ফুলের মাঝে দেখি তোমার হাসি!! তুমি হাসো ফুলের মাঝে, তাই ফুল ভালোবাসি।

ফুল নিয়ে ক্যাপশন ইংলিশ

Flowers are waves of water color in your body, flowers are your creator someone from outside this planet..!! Flower you are only your comparison, don’t get angry if flower touch you.
Eyes full of water go your heart full of flowers. I am anxious thinking that I will not take flowers or tears.
If you love flowers, you will be blessed! But if you love people, there is nothing but tears.
I see your smile among the flowers!! You smile among flowers, so I love flowers.

ফুল নিয়ে ছোট ক্যাপশন

১। একটি ফুল🌹 যা আনন্দ বিকিরণ করে এবং যেখানেই জন্মায় সেখানেই সুখ ছড়িয়ে দেয়।🌸
২। এই ফল প্রকৃতির সৃজনশীলতা এবং শৈল্পিকতার শক্তির একটি প্রমাণ।

৩। এই ফুলের মৃদু সুবাস আমাদের চারপাশের সৌন্দর্যকে সর্বদা বিরতি এবং প্রশংসা করার জন্য একটি অনুস্মারক।
৪। এই ফুলের পাপড়িগুলি একটি ক্যানভাসের মতো, রঙের প্রতিটি স্ট্রোক নিজেই একটি মাস্টারপিস।

ফুল নিয়ে কবিতা

ফুল বৃত্তান্ত
উৎসব মানেই চতুর্দিকে ফুলের ছড়াছড়ি
সৌন্দর্যতে খাদ হবে না ভীষণ কড়াকড়ি,
শোকের দিনেও ফুলের ডালি সাজিয়ে রাখা চাই
ফুল ছাড়া কোথাও যেন যাওয়ার উপায় নাই।

ফুল নিয়ে ক্যাপশন কবিতা

১। মনকে ফুলের মত পবিত্র করুন, জীবনে সুগন্ধের অভাব হবে না ।
২। ফুল হলো সৃষ্টিকর্তার সুন্দরতম সৃষ্টি, যা পৃথিবীকে আরো সুন্দর করে তোলে।
৩। ফুল হলো সুন্দরের প্রতিক আর গোলাপ হলো ভালোবাসার প্রতিক ।
৪। ফুলকে ভালোবেসে ফেলে দিওনা মানুষকে ভালোবেসে ভুলে যেও না ।

If You Want To Read English Article Then Visit This Website: Thanks

If You Like This Article Then You Can Share This On Your Social Media Handel

1 thought on “100+ পছন্দের ফুল নিয়ে ক্যাপশন বাংলা – Bangla Caption with flowers – 2024”

Leave a Reply