100+ বাছাই করা প্রকৃতি নিয়ে ক্যাপশন ও উক্তি – 2024

আজকের আর্টিকেলটি দ্বারা সবুজ শ্যামল সুন্দর প্রকৃতি নিয়ে ক্যাপশন তা আলোচনা করা হবে। সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সম্ভারে সমৃদ্ধ আমাদের বাংলাদেশ। পৃথিবীতে যত সুন্দর্য রযেছে সবই যেন ঈশ্বর প্রকৃতির মধ্যে ঢেলে দিয়েছেন। মনে হয় যেন বিচিত্ৰবেশী  এই প্রকৃতি যেন তার সৌন্দর্যে মিশে যেতে হাতছানি দিয়ে ডাকছে আমাদের।

প্রকৃতির সেই অমোঘ টান আমরা সত্যি কি উপেক্ষা করতে পারি ? প্রকৃতিপ্রেমে উদ্বেলিত আমার মন তাই সারাক্ষন ছুটে চলে দিকশূন্য পুরে অসীমের টানে। যখন আমরা প্রকৃতির মাঝে হারিয়ে যাই তখন আমাদের মাঝে অন্য রকম একটি ভালো লাগা কাজ করে ? আবার যখন আমাদের অনেক মন খারাপ থাকে আমরা তখন যদি প্রকৃতির মাঝে হারিয়ে যাই তখন আমাদের মনটা অনেক ভালো হয়ে যায়।

প্রকৃতি হচ্ছে মহান আল্লাহ তায়ালা বিশেষ একটি নিয়ামত। যে নিয়ামতের কারণে আমরা সবসময় হাসিখুশি এবং সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করতে পারি। প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কথা বলতে গিয়ে শব্দের মাধ্যেমে বুঝাতে পারবো না, কারণ প্রাকৃতির অনগুঁয়ে সৌন্দর্য কেবল বর্ণনা করা যায় না, তা অনুভব করা প্রয়োজন। এই সৌন্দর্য আমাদের আত্মার শান্তি এবং সান্ত্বনা তৈরি করে, আমাদের সম্পর্ক প্রাকৃতির সাথে আরও নিকট করে।

প্রকৃতি নিয়ে ক্যাপশন

প্রকৃতি নিয়ে ক্যাপশন
প্রকৃতি নিয়ে ক্যাপশন
আমি সৃষ্টিকে ভালোবাসি, কারন তা স্রষ্টার সৃষ্টি!
আমি প্রকৃতির মাঝে হারাই, কারন তা স্রষ্টার দৃষ্টি!
প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে চাই!
জীবনকে আমি প্রকৃতির রূপ ও গন্ধে মাতিয়ে নিতে চাই।
যেদিন থেকে প্রকৃতির সান্নিধ্যে আসতে শুরু করলাম,
সেদিন থেকেই নিজেকে জানতে শুরু করলাম।
আমি একজন প্রকৃতি প্রেমী মানুষ!!! প্রকৃতি আমাকে খুব করে টানে।
তাই সুযোগ পেলেই বেড়িয়ে পড়ি প্রকৃতি টানে।
 প্রকৃতির দিকে শুধু অবাকচোখে চেয়ে থাকতে খুব আনন্দ!
কেনোনা প্রকৃতি তার বিশেষ এক রুপ নিয়ে ব্যস্ত।
প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই!
আবার নতুন করে নিজেকে ফিরে পাওয়ার জন্য।
যখন অন্তরে আপন মানুষ কষ্টের অনল জ্বালায়,
তখন দুদণ্ড শান্তির খোঁজে প্রকৃতির মাঝে হারাই।

সবুজ প্রকৃতি নিয়ে ক্যাপশন

সবুজ প্রকৃতি নিয়ে ক্যাপশন
সবুজ প্রকৃতি নিয়ে ক্যাপশন
প্রকৃতির প্রতিটি ফুল যেন একটি অপরূপ সৌন্দর্যময়।
সবুজ শ্যামল এই প্রকৃতি হচ্ছে সৃষ্টিকর্তার সবথেকে সৌন্দর্যতম মহিমা।
সবুজ শ্যামল এই বনে এক ঝাঁক পাখিগুলো উড়ে যায়
তাদের মনের আনন্দের খোরাক মেটানোর জন্য।
কত সুন্দর এই সবুজ শ্যামল প্রকৃতি, মূলত
এই প্রকৃতির অস্তিত্বের কারণেই এই পৃথিবী এত ঝলমলে সুন্দর।
তুমি যদি একবার প্রকৃতির মাঝে হারিয়ে যাও
তবে তুমি খুঁজে পাবে নিজেকে নতুন এক অনন্য উচ্চতায়।
প্রকৃতি প্রেমী মানুষ আমি প্রকৃতি আমাকে সব সময় কাছে টেনে নেয়
এবং আমি ও প্রকৃতির কাছে চলে যাই।

পাহাড় প্রকৃতি নিয়ে ক্যাপশন

পাহাড় প্রকৃতি নিয়ে ক্যাপশন
 আমার আসলে পাহাড় অনেক ভালো লাগে।
কারণআমি খুব গোপনে পাহাড়ের মত উচ্চতায় পৌঁছে যায় নিরবে নিভৃতে।
 ওই পাহাড়ের চূড়ায় শুভ্র মেঘ জানে।
পাহাড়ের বুকে কত অভিমান জমে আছে।
আপনি পাহাড় ভ্রমণ করলে বইয়ের বাইরে ও জীবনে অনেক কিছু শিক্ষা পাবেন।
পাহাড়ের গম্ভীরতা আপনাকে ভাবতে শেখাবে।
কোন একটি পাহাড় তোমার আমার অভিসারের সাক্ষী হয়েছিল।
প্রকৃতির মাঝে ডুবে গিয়েছিলাম আমরা।
মানুষ হয়তো আরও বিশাল।
কারণ কিছু কিছু মানুষের কাছে পাহাড়সমতূল্ল ভালবাসাটাও তাদের তুচ্ছ মনে হয়।
ভোরে পাখিদের সাথী হয়ে পাহাড়েড় উচুতে দাঁড়িয়ে সূর্যকে আলিঙ্গন করা।
আপনার জীবনের সবচেয়ে সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে।
নিজেকে আমি পাহাড়ের মতই শক্তিশালী গড়ে তুলছি।
তবুও মাঝে মধ্যে দুঃখের ঝরনা বয়ে যায় হৃদয়ের ভেতরে।

প্রকৃতি নিয়ে ক্যাপশন বাংলা

প্রকৃতি নিয়ে ক্যাপশন বাংলা
প্রকৃতি নিয়ে ক্যাপশন বাংলা
আপনি যদি প্রকৃতিকে সত্যিই ভালোবাসেন,
তাহলে আপনি সবখানে সৌন্দর্য খুঁজে পাবেন।
আমি প্রকৃতির মাঝে গেলে আমি সুস্থ হয়ে উঠি ও
আমি আমার জ্ঞানকে সুশৃঙ্খল করে তুলি।
প্রকৃতি মূলত এমন একটি অসীম ক্ষেত্র
যার কেন্দ্রটি সর্বত্র এবং পরিধিটি কোন যায়গায় সীমাবদ্ধ নেই।
আপনি যদি প্রকৃতিকে সত্যি ভালোবাসেন তাহলে সবকিছুকেই আপনার ভালো লাগবে।
প্রকৃতির মাঝে আপনি যত বেশি সময় ব্যয় করবেন তত বেশি আপনি প্রকৃতিকে বুঝতে পারবেন।
মাঝে মাঝে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হবে,
তাহলে জীবনের আসল স্বাদ পাওয়া যাবে।
প্রকৃতির সৌন্দর্য হলো এমন এক উপহার,
যা প্রশংসা ও কৃতজ্ঞতা বাড়ায়।

গ্রামের প্রকৃতি নিয়ে ক্যাপশন

একটি শিশুকে প্রকৃত ভাবে গড়ে তুলতে প্রয়োজন একটি সুন্দর মনোরম গ্রাম।
— হিলারি ক্লিন্টন
গ্রামে এখনো মানুষ একে অপরের যত্ন নেয়।
— ইয়োকো অনো
গ্রামের সৌন্দর্য যাকে মুগ্ধ করতে পারেনি
অন্য কোন কিছুই তাকে কখনো মুগ্ধ করতে পারবেনা।
— গিনা বেল্লামান
গ্রামে আপনি পাবেন শান্ত মনরম পরিবেশ,
শ্রুতিমধুর হাওয়া এবং নিজের কথার প্রতিধ্বনি।
সোনা দিয়ে তৈরী এ গ্রাম মায়া-মমতায় ঘেরা!
সবুজ ঘাসেতে ভরা মাঠ-ঘাট দেখতে লাগে বেশ,
গ্রাম-বাংলার রূপ যে কভু দেখা হয়না শেষ!
প্রতিটি গ্রামের নিজস্ব জীবন শক্তি রয়েছে।
— লেনার ডেফোরিন
কোনরকম উপলব্ধি না করেই একটি ছোট্ট গ্রামে হারিয়ে যাওয়া সম্ভব।
— তাহির শাহ

বিকেলের প্রকৃতি নিয়ে ক্যাপশন

তোমার বসন্ত ছদ্মনামে, সময় পুরোচ্ছে রোজ আমার
মেঘলা পাহাড়ে নামছে বিকেল মনরম বসন্তের রোদ ।
তোমার গ্রীস্মের বিকেলে এক টুকরো রোদে
কালবৈশাখী হওয়ার আমার ইচ্ছাটা আর পূরণ হলো না।
ছেঁড়া ঘুড়ি আর রঙিন বল এইটুকু ছিল সম্বল
আরো ছিল রোদ্দুরে পাওয়া বিকেলবেলা।
আমি তোমার বিকেলের আকাশ হবো লাল গোধূলি মাখা
আমি তোমার হাসিতে রং ছড়াবো মুগ্ধ মোহ আঁকা ।
শেষ বিকেলের আলোয় এসো না আর ফিরে,
তোমায় না হয় খুঁজে নিবো আমার মিথ্যা কল্পনার ভিড়ে ।
চলনা একটু বিকেল বিকেল বেরিয়ে পড়ি দুজনে
পাতা হাতে লাইনে দাঁড়াই কোন একটি ফুচকার দোকানের সাবনে ।
বিকেল তুমি তো এক সাজানো ছায়ার খেলা, বেলাশেষের নিশ্চুপ এক কলতান
বিকেল তুমি নীল খামের চিঠি, কোন এক হতাশ পথিকের ফিরে আসার গান ।

শীতের প্রকৃতি নিয়ে ক্যাপশন

শীতের প্রকৃতি নিয়ে ক্যাপশন
হেমন্তকে অতিক্রম করে সমস্ত প্রকৃতিতে শীত
যখন সাময়িক ভাবে অধিকার বিস্তার করে;
তখন শীতকে মানুষ বরণ করে নেয়।
হিমস্নাতা শীত প্রকৃতিক মনরম সৌন্দর্যে রঙে রসে উজ্জ্বল।
নবান্নের ঘ্রাণ শেষ হতে না হতে দোরগোড়ায়
এসে উপস্থিত হয় আমাদের সকলের প্রিয় শীতকাল।
শীত যেন এক উদাসী বাউল
হাতে নিয়ে একতারা, বাজায় বৈরাগ্যের সুর।
নিরানন্দের আবরণকে ফেলে
শীতের সকাল কথা বলে এক প্রাণচঞ্চল নতুন জীবনের।
শীতের সকাল যখন তার কুয়াশার অবগুণ্ঠন
আস্তে আস্তে খুলতে থাকে তখন যেন তার বৈরাগ্য ধূসর অঙ্গ থেকে
শুভ্র সমুজ্জ্বল ত্যাগের সুষমা ছড়িয়ে পড়ে গোটা প্রকৃতিতে।
প্রকৃতির সে এক উদাসী বিষণ্ন চেহারা;
সর্বাঙ্গে ধূসর পাণ্ডুরতার আবেশ
শীতের সকালের কম্বলের আরাম ছেড়ে উঠতে আর মন চায় না
চোখে যেন লেগে থাকে ঘুমের রেশ।

নদী ও প্রকৃতি নিয়ে ক্যাপশন

 শব্দবিহীন গভীর নদী ডেউ বয়ে যায় যেমন নীরবে,
দুঃখ কারো তেমনভাবে রয়ে যায় হাসির আড়ালে!
আমাকে সব সময় নদীর অপরূপ সৌন্দর্য তার কাছে টানে।
আমি নদীর কাছে গেলে কল্পনায় হারিয়ে যাই!
বাতাসে দুলে আর স্রোতের কুলে কুলে শব্দ নদী আমাকে আকর্ষন করে!
জীবনটা অনেকটা নদীর স্রোতের মতো! কখনো কারো জন্য থামে না..!!
শুধু বাঁধা পেলে দিক বদলায়।
 স্রোতে হারানো নদীর কাছে বৃথা জোয়ারের আশা!
তবুও কথায় আছে আশায় বাঁচে চাষা।
নদীর জল ছিলো না, নদীর কূল ছিলো না, ছিলো শুধু ঢেউ
আমার একটা নদী ছিল, জানলো নাতো কেউ।
 নদীও স্বপ্ন দেখে আনন্দের রঙ মেখে!
মিশে যাওয়ার ব্যাকুলতা নিয়ে সমুদ্র অবগাহন!

শেষ কথা

আজকের আর্টিকেলটি ছিল অপরূপ সুন্দর শ্যামল প্রকৃতি নিয়ে। প্রকৃতি হচ্ছে আল্লাহতালার বড় একটি নিয়ামত। যে নিয়ামতের কারণে আমরা সবসময় হাসিখুশি এবং সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করতে পারি। প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কথা বলতে গিয়ে শব্দের মাধ্যেমে বুঝাতে পারবো না, কারণ প্রাকৃতির অনগুঁয়ে সৌন্দর্য কেবল বর্ণনা করা যায় না, তা অনুভব করা প্রয়োজন। আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Frequently Asked Question

গ্রামের প্রকৃতি নিয়ে ক্যাপশন

সোনা দিয়ে তৈরী এ গ্রাম মায়া-মমতায় ঘেরা!
সবুজ ঘাসেতে ভরা মাঠ-ঘাট দেখতে লাগে বেশ,
গ্রাম-বাংলার রূপ যে কভু দেখা হয়না শেষ!

গ্রামের সৌন্দর্য যাকে মুগ্ধ করতে পারেনি
অন্য কোন কিছুই তাকে কখনো মুগ্ধ করতে পারবেনা।
— গিনা বেল্লামান

সবুজ প্রকৃতি নিয়ে ক্যাপশন

সবুজ শ্যামল এই বনে এক ঝাঁক পাখিগুলো উড়ে যায়
তাদের মনের আনন্দের খোরাক মেটানোর জন্য।

তুমি যদি একবার প্রকৃতির মাঝে হারিয়ে যাও
তবে তুমি খুঁজে পাবে নিজেকে নতুন এক অনন্য উচ্চতায়।

কত সুন্দর এই সবুজ শ্যামল প্রকৃতি, মূলত
এই প্রকৃতির অস্তিত্বের কারণেই এই পৃথিবী এত ঝলমলে সুন্দর।

প্রকৃতি নিয়ে ছোট ক্যাপশন

প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে চাই!
জীবনকে আমি প্রকৃতির রূপ ও গন্ধে মাতিয়ে নিতে চাই।

আমি একজন প্রকৃতি প্রেমী মানুষ!!! প্রকৃতি আমাকে খুব করে টানে।
তাই সুযোগ পেলেই বেড়িয়ে পড়ি প্রকৃতি টানে।

 প্রকৃতির দিকে শুধু অবাকচোখে চেয়ে থাকতে খুব আনন্দ!
কেনোনা প্রকৃতি তার বিশেষ এক রুপ নিয়ে ব্যস্ত।

পাহাড় প্রকৃতি নিয়ে ক্যাপশন

আপনি পাহাড় ভ্রমণ করলে বইয়ের বাইরে ও জীবনে অনেক কিছু শিক্ষা পাবেন।
পাহাড়ের গম্ভীরতা আপনাকে ভাবতে শেখাবে।

ভোরে পাখিদের সাথী হয়ে পাহাড়েড় উচুতে দাঁড়িয়ে সূর্যকে আলিঙ্গন করা।
আপনার জীবনের সবচেয়ে সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে।

 আমার আসলে পাহাড় অনেক ভালো লাগে।
কারণআমি খুব গোপনে পাহাড়ের মত উচ্চতায় পৌঁছে যায় নিরবে নিভৃতে।

প্রকৃতি নিয়ে ক্যাপশন ইংলিশ

Dol Palash was joined by the cuckoo song in the mukul scent. Dry leaves wither in the wind on the quiet path. Love is in the feeling, its assurance in the season.

Be happy in any gift you girl, Be wild in any vocabulary, Be wild in any color, Be unique in any simile.

Your autumn body is frozen on the other side, nature is really silent and calm, it is your turn to leave today, the other side is calling Niantan, the season is hemant.

প্রকৃতি নিয়ে রোমান্টিক ক্যাপশন

এই আগন্তুক অতিথি হেমন্তের সিক্ত শিশিরে ভেজা প্রত্যেক সকালের সূর্য কে স্বাগত জানায়/ বিকেলের পড়ন্ত সূর্যকে বিদায় জানায়।

ভালোবাসাটাও আজ যেন, রঙ পাল্টায় ঋতু বৈচিত্র্যে, বাঁচানোটা হতাশায় ছুঁলে, নিরুপায়ে পথ খোঁজে স্বাতন্ত্র্যে।

বাংলা গদ্যে বা পদ্যেও এই ঋতুর তেমন কোন বর্ণনা করা নেই। ইংরাজি শব্দকোষে হেমন্তের কোন সঠিক শব্দার্থ নেই।

If You Want To Read English Article Then Visit This Website: Thanks

If You Like This Article Then You Can Share This On Your Social Media Handel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *