বাংলাদেশে জন্ম তথ্য যাচাই – Verification of Birth Details in Bangladesh – 2024

আসসালামু আলাইকুম, আজকের আর্টিকেলটি জন্ম তথ্য যাচাই করবেন কিভাবে তা নিয়ে আলোচনা করা হবে। আজকে আমরা যে পদ্ধতি দেখাবে আপনি খুব সহজেই আপনার জন্ম নিবন্ধন যাচাই করে নিতে পারবেন। এগুলো ছাড়াও জন্ম নিবন্ধন যাচাই সম্পর্কে আপনার প্রয়োজনীয় সকল বিষয় গুলো আজকের আর্টিকেল পাবেন যা আপনার জন্য অনেক উপকারি হবে।

আমাদের ওয়েবসাইটে নিয়মিত এ সংক্রান্ত বিভন্ন আর্টিকেল প্রকাশ করা হয়ে থাকে। তাই আমাদের প্রকাশিত আজকের এই আর্টিকেলে একদম সঠিক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা হয়। তাহলে চলুন আর দেরী না করে জন্ম তথ্য যাচাই সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জেনে নেওয়া যাক।

জন্ম তথ্য যাচাই

জন্ম তথ্য যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। বিশেষ করে যারা ১৮ বছরের নিম্নে তাদের জন্য। কেননা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও অন্যান্য সুযোগ সুবিধা জন্ম নিবন্ধনের মাধ্যমেই পাওয়া যায়। এছাড়াও পরবর্তীতে ভোটার আইডি কার্ড করতে হলেও জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন। এটি প্রমাণ করে যে আপনি বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের সকল নাগরিক জন্ম নিবন্ধন করার সুযোগ পেয়ে থাকে। এ নিবন্ধনটিতে ব্যক্তিগত সকল তথ্য উল্লেখ থাকে যেমনঃ নাম, পিতা ও মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি।

বর্তমানে জন্ম তথ্য যাচাই প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনকরণ করা হয়েছে। ফলে যে জন্ম নিবন্ধন আবেদন, সংশোধন, যাচাই ইত্যাদি সকল কিছু অনলাইনের মাধ্যমে করতে হয়। এতে করে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে জন্ম তথ্য যাচাই আবেদন, সংশোধন, যাচাই ইত্যাদি করা সম্ভব।

জন্ম তথ্য যাচাই করা মাধ্যমে খুব সহজে জেনে নেওয়া যায় এটি আসল কি কি না, বা এটি অনলাইন কপি কি না। জন্ম নিবন্ধন কি কারণে যাচাই করার প্রয়োজন হতে পারে সেই সম্পর্কে পরবর্তীতে জানব। তবে এটি যাচাই করার জন্য খুব বেশী তথ্যর প্রয়োজন হয় না। শুধুমাত্র জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ প্রয়োজন জন্ম নিবন্ধন চেক করতে। নিচের ফরমের তথ্য পূরণ করে আপনি সহজে যেকোন জন্ম নিবন্ধন যাচাই করে ফেলতে পারবেন।

https://everify.bdris.gov.bd এই ওয়েবসাইটচিতে গিয়ে আপনি এই ফরমটি পূরণ করে Continue বাটনে ক্লিক করলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে। সেই পেজে গিয়ে জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ দেওয়ার ইনপুট বক্সের নিচে একটি ক্যাপচার বক্স দেখতে পারবেন। ক্যাপচার পূরণ করে সার্চ (Search) বাটনে ক্লিক করলে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বার অনুযায়ী তথ্য দেখতে পারবেন। যদি কোন তথ্য ভুল দিয়ে থাকেন তাহলে সার্চ বাটনে ক্লিক করার পর Record Not Found লেখা আসবে। জন্ম নিবন্ধন সনদটি ডিজিটালকরণ করা না থাকলেও এমনটি আসবে।

এভাবে সহজেই আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি জন্ম নিবন্ধন যাচাই (Jonmo Nibondhon Jachai) করতে পারবে। এছাড়াও আপনি চাইলে Birth and Death Verification ওয়েব পোর্টাল থেকেও জন্ম নিবন্ধন সনদ যাচাই করে নিতে পারবেন। এটি কিভাবে করবেন সেই সম্পর্কে জানাত আগে এ সম্পর্কিত অন্যান্য সকল তথ্য চলুন জেনে নেই।

অনলাইনে জন্ম তথ্য যাচাই

সবচেয়ে সহজ উপায়ে জন্ম তথ্য যাচাই করার জন্য আপনার কাছে 17 অংকের জন্ম সনদ নাম্বার এবং ব্যক্তির জন্ম তারিখ থাকতে হবে। এই  দুটি তথ্য দিয়েই আপনি অনলাইনে জন্ম নিবন্ধনের ওয়েবসাইট  https://everify.bdris.gov.bd/  এ প্রবেশ করে সঠিক তথ্য ইনপুট দিয়ে জন্ম নিবন্ধন চেক করতে পারবেন।

জন্ম তথ্য যাচাই করতে আপনি নিচের ফর্মে জন্ম নিবন্ধন নাম্বার ও আপনার জন্ম তারিখ দিয়ে Search ক্লিক করুন

এবার চলুন প্রতিটি ধাপ কীভাবে সম্পন্ন করবেন তা বিস্তারিতভাবে জেনে নেই।

ধাপঃ১- জন্ম নিবন্ধন ওয়েবসাইটে প্রবেশ

সরাসরি জন্ম ও মৃত্যু নিবন্ধনের অফিসিয়াল ওয়েবসাইট  https://everify.bdris.gov.bd/ এ প্রবেশ করুন। এই ওয়েবসাইটের ডাটাবেজ এ কোন শিশু জন্মগ্রহণ করলে তার জন্ম নিবন্ধন ও কেউ মৃত্যুবরণ করলে তার মৃত্যু নিবন্ধন বিষয়ক অথ্য নথিভুক্ত করা হয়। এই সাইটে প্রবেশের জন্য আপনার মোবাইল বা কম্পিউটারে যথাযথ ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

ধাপঃ২- জন্ম নিবন্ধন নাম্বার লিখুন

জন্ম নিবন্ধন অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি নিচের ছবির মত লেখা স্ক্রিনে দেখতে পাবেন যেখানে উপরের বাক্সে Birth Registration Number বা জন্ম নিবন্ধন নাম্বার লিখতে বলা হবে। এখানে আপনার 17 অংকের জন্ম নিবন্ধন নাম্বারটি ইনপুট দিন। মনে রাখবেন,শুধু মাত্র ১৭ অংকের জন্ম নিবন্ধন নাম্বারই এক্ষেত্রে কাজ করবে। পুরনো ১৬ অংকের জন্ম নিবন্ধন নাম্বার দিলে No Record Found দেখাতে পারে।

ধাপঃ৩- সঠিক জন্ম তারিখ ইনপুট দিন

জন্ম নিবন্ধন চেক করার জন্য এখন আপনাকে যে ব্যক্তির জন্ম সনদের তথ্য যাচাই করতে চাচ্ছেন তার জন্ম তারিখ ইনপুট দিতে হবে। Date of Birth এর নিচে বাক্সে আপনাকে জন্ম তারিখ লিখতে হবে। প্রথমে বাক্সের উপর ক্লিক করে নিন তারপর আপনার সামনে একটি ক্যালেন্ডার এলে সেখান থেকে জন্ম সাল,মাস ও দিন নির্বাচন করুন। এছাড়া বাক্সের ভিতর আপনি টাইপ করে yyyy-mm-dd ফরম্যাটে জন্ম তারিখ ইনপুট দিতে পারেন। অর্থাৎ আপনাকে প্রথমে সাল তারপর জন্মের মাস এবং সবশেষে জন্মের দিনের তারিখ লিখতে হবে। এক্ষেত্রে যদি আপনি কোনো ভুল করেন,তাহলে বাক্সটির পাশে লাল কালিতে expected format yyyy-mm-dd লেখা চলে আসবে।

যদি আপনি ২০০১ সালের জানুয়ারি মাসে 20 তারিখ জন্মগ্রহণ করেন। তাহলে আপনাকে লিখতে হবে 2000-01-20.যদি আপনি বাংলায় লিখেন তাহলে সঠিক ইনপুট হিসেবে কম্পিউটার এটি গ্রহণ করবে না।

ধাপঃ৪- ক্যাপচা পূরণ করুন

জন্ম নিবন্ধন সনদ অনলাইনে যাচাই করার এই ধাপে বাক্সের উপর একটি সহজ যোগ বা বিয়োগ অংক দেখতে পাবেন। আপনাকে যা করতে হবে তা হল অংকটির ফলাফল The answer is লেখার নিচের বাক্সে ইনপুট দিতে হবে। এভাবেই আপনি সিকিউরিটি ক্যাপচা পূরণ করতে পারবেন। তারপর Search বাটনে ক্লিক করলে আপনার সামনে স্ক্রিনে জন্ম নিবন্ধন বিষয়ক তথ্য চলে আসবে। এখন আপনি সবকিছু দেখেশুনে তথ্য যাচাই করে নিতে পারবেন।

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

অনলাইনে জন্ম নিবন্ধন সনদ সংশোধন আবেদন করার আগে অবশ্যই নিশ্চিত হতে হবে আপনার জন্ম নিবন্ধন সনদ অনলাইন করা আছে কিনা।

ধাপ ১: জন্ম নিবন্ধন ওয়েবসাইটে ভিজিট করুন

প্রথমে https://bdris.gov.bd/br/correction এই ওয়েবসাইটে ভিজিট করুন। এরপরে মেন্যু থেকে “জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন” অপশনে ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ্য করুন।

ধাপ ২: নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন তথ্য বের করুন

এরপরে আপনার ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ বসিয়ে দিন। পরবর্তীতে অনুসন্ধান বাটনে ক্লিক করে আপনার নিবন্ধন এর তথ্য যাচাই করুন।

যদি আপনার নিবন্ধন নম্বরটি ১৭ ডিজিটের না হয় সেক্ষেত্রে সবশ্লিষ্ট জন্ম নিবন্ধন অফিস/ উপজেলা কার্যালয় যোগাযোগ করে আপনার জন্ম নিবন্ধন সনদ অনলাইন করতে হবে। অনলাইন সম্পন্ন হলে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার প্রদান করা হবে।

Advertisement

অনুসন্ধান বা Search বাটনে ক্লিক করার পর আপনার জন্ম নিবন্ধন সনদের কিছু তথ্য দেখতে পাবেন। এই তথ্যগুলো দেখে আপনার জন্ম নিবন্ধন শিওর হয়ে “নির্বাচন” করুন বাটনে ক্লিক করুন এবং “কনফার্ম” করুন।

ধাপ ৩: নিবন্ধন কার্যালয় বাছাই করুন

এ ধাপে আপনি নিবন্ধন কার্যালয় বাছাই করতে হবে আপনি যেই ইউনিয়ন পরিষদ বা পৌরসভার অধীনে জন্ম নিবন্ধন সনদ করেছেন তার ঠিকানা উল্লেখ করতে হবে। এখান থেকে যথাক্রমে আপনার দেশ, বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন বা উপজেলা সিলেক্ট করে পৌরসভা/ ইউনিয়ন সিলেক্ট করে অফিস যাচাই করুন। এরপর “পরবর্তী” বাটনে ক্লিক করুন।

ধাপ ৪: সংশোধনের তথ্য বাছাই করুন

এ ধাপে জন্ম নিবন্ধন সনদের যে তথ্যগুলো সংশোধন করতে চান তা ফরমে সংযোজন করে আপনার চাহিত শুদ্ধ তথ্যটি লিখুন। এভাবে করে আপনি যতগুলো তথ্য সংশোধন করতে চান সেগুলো সিলেক্ট করে চাহিত শুদ্ধ তথ্যটি বসিয়ে দিন। নিচের ছবিটির দিকে লক্ষ্য করুন।

ধাপ ৫: সংশোধিত তথ্য ও সংশোধনের কারণ দিন

নিচের ছবিতে লক্ষ্য করুন আমি এখানে ৩টি তথ্য সংশোধনের জন্য আবেদন করছি। আবেদনের কারণ হিসেবে ”ভুলভাবে লিপিবদ্ধ হয়েছে” এটি সিলেক্ট করতে হবে। জন্ম নিবন্ধন সনদের জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে ক্যালেন্ডার থেকে জন্ম তারিখ সিলেক্ট করুন।

ধাপ ৬: ঠিকানা লিখুন

একটু নিচে গিয়ে, আপনার জন্ম নিবন্ধন সনদের তথ্য অনুযায়ী জন্মস্থান, স্থায়ী ও বর্তমান ঠিকানার জেলা-উপজেলা সিলেক্ট করুন। নিচের ছবিটির দিকে লক্ষ্য করুন।

ধাপ ৭: প্রমাণপত্র আপলোড ও অনলাইনে সংশোধন আবেদন জমা

সকল তথ্য পূরণ শেষে আবেদনকারীর তথ্য তথা সংশোধনের জন্য যে আবেদন করেছে তার তথ্য সিলেক্ট করতে হবে। যদি আবেদনকারী আপনি নিজে হন সেক্ষেত্রে “নিজ” সিলেক্ট করুন। এভাবে জন্ম নিবন্ধন ব্যক্তির পিতা-মাতা হলে পিতা-মাতা ইত্যাদি সিলেক্ট করুন। 

আপন বাবা মা না হয়ে আইনগত অভিভাবক হলে অভিভাবক সিলেক্ট করুন। তবে নিজ/ পিতা বা মাতা ছাড়া অন্য কেউ আবেদন করলে তাদের জন্ম নিবন্ধন নম্বর ও ভোটার আইডি নম্বর দিতে হবে।

এরপর সবুজ সংযোজন বাটনে ক্লিক করে প্রয়োজনীয় ডকুমেন্টস এর স্ক্যান কপি আপলোড করুন। অথবা আপনার মোবাইল থেকে তোলা ছবি আপলোড করতে পারেন তবে ছবিগুলো ক্লিয়ার স্পষ্ট এবং যথেষ্ট আলোতে হতে হবে। ছবির লেখাগুলো অবশ্যই স্পষ্টভাবে বোঝাতে হবে।

তারপর পেমেন্ট অপশনে “ফি আদায়” সিলেক্ট করুন। পুনরায় তথ্যগুলো চেক করে সাবমিট বাটনে ক্লিক করে আপনার আবেদনটি জমা দিন।

ধাপ ৮: জন্ম নিবন্ধন সংশোধন আবেদন পত্র প্রিন্ট

আবেদন জমার পর, আপনি একটি অ্যাপ্লিকেশন আইডি ও রেফারেন্স নম্বর পাবেন এগুলো সংগ্রহ করে রাখবেন। এরপর সংশোধন ফরম ডাউনলোড ও প্রিন্ট করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ সিটি কর্পোরেশন অফিসে জমা দিন।

শেষ কথা

ডিজিটাল বাংলাদেশে বর্তমানে বেশিরভাগ গুরুত্বপূর্ন সনদ ডিজিটাল করে নেয়ার উপরেই জোর দেওয়া হচ্ছে। জন্ম সনদও এর ব্যতিক্রম নয় । আজকের আর্টিকেলটি মূলত জন্ম তথ্য যাচাই ও অনলাইনে জন্ম তথ্য যাচাই এবং অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম সকল কিছু বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে । আসা করি আজকের আর্টিকেলটি দ্বারা সকলের উপকার হয়েছে । আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না । ধন্যবাদ

মোবাইলে জন্ম তথ্য যাচাই

অনলাইন জন্ম নিবন্ধন যাচাইজন্ম নিবন্ধন যাচাই করার জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট everify.bdris.gov.bd ভিজিট করে আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার এবং আপনার জন্ম তারিখ লিখে ফরম পূরণ করুন। তারপর, নিরাপত্তা ক্যাপচা উত্তর দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করুন।

জন্ম তথ্য যাচাই অনলাইন চেক apps

জন্ম নিবন্ধন আবেদন যাচাই কি?

আপনি যে আবেদনটি করেছেন সেটা কোন অবস্থাতে রয়েছে এই বিষয়টা জানার নামই হচ্ছে আবেদনের অবস্থা। এক কথায় বলতে গেলে আবেদনের স্থিতি বুঝার মাধ্যমকেই আবেদনের অবস্থা বলা হয়।

কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

কোড নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে প্রথমে ভিজিট করুন https://everify.bdris.gov.bd ওয়েবসাইট। এখানে আপনার জন্ম নিবন্ধন ১৭ ডিজিটের কোড নম্বর লিখুন এবং জন্ম তারিখ লিখুন। ক্যাপচার উত্তর লিখে Search বাটনে ক্লিক করে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।

নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

দুঃখজনক হলেও সত্য, জন্ম নিবন্ধন অধিদপ্তর এর ওয়েবসাইটে এরকম কোন ব্যবস্থা করা নেই যার মাধ্যমে আপনি শুধুমাত্র নাম দেয়ার মাধ্যমে জন্ম নিবন্ধন যাচাই করে নিতে পারবেন।

জন্ম নিবন্ধন সংশোধন

বাংলাদেশী প্রবাসী যারা ইতিমধ্যে ইস্তাম্বুলস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করেছেন তারা তাদের জন্ম নিবন্ধন সনদ সংশোধনের জন্য আবেদন করতে পারবেন

everify.bdris.gov.bd search

জন্ম নিবন্ধন যাচাই https://everify.bdris.gov.bd ওয়েবসাইট

If You Want To Read English Article Then Visit This Website: Thanks

If You Like This Article Then You Can Share This On Your Social Media Handel

Leave a Reply