সর্বকালের সেরা ফুটবলার কে ? ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা প্লেয়ারের তালিকা ( ১৯৩০-২০২৩ )

 বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল।  সর্বকালের সেরা ফুটবলার কে আজকে আমরা ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ( ১৯৩০-২০২৩ ) ১০ জন প্লেয়ার সম্পর্কে জানবো। দেখেনিন এই লিস্টে আপার পছন্দের কোন কোন খেলোয়াড় রয়েছে ।

সর্বকালের সেরা ফুটবলার কে ?

বিশ্বে সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। পৃথিবিতে যতো ধরনের খেলা আছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় খেলা হলো ফুটবল । পৃথিবিতে প্রায় ২০০ টি দেশের ফুটবলাররা বিশ্বকাপে খেলার প্রতিযোগিতা করে চলছে। ২০০ টি দেশ বিশ্বকাপে খেলার জন্য প্রতিযোগিতা করলেও তার মধ্যে মাত্র ৩২ টি দল.

বিশ্বকাপে খেলার জন্য অংশগ্রহন করতে পারেন। জনপ্রিয় ফুটবল খেলা দেখার আগ্রহ তেমন সর্বকালের সেরা খেলোয়ার সম্পর্কে জানার ও আগ্রহ সবার তাই সর্বকালের সেরা ১০ জন খেলোয়ার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন ।

১ . পেলে


সর্বকালের সেরা ফুটবলার কে তা হলো পেলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার ।যাকে তার ভক্তরা ফুটবলের সম্রাট বলে থাকেন । ব্রাজিলের হয়ে তিনি ১৯৫৮,১৯৬২,১৯৬৬,১৯৭০ সালের ফুটবল বিশ্বকাপে অংশ গ্রহন করেন।

ব্রাজিলের মিডফিল্ডে আ্যটাকিং প্লেয়ার হিসেবে খেলতেন। তিনি জন্মগ্রহন করেন ২৩শে অক্টোবর,১৯৪০ সালে মারা মৃত্যু বরন করেন ২৯ ডিসেম্বর ২০২২। পেলে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং বিশ্বকাপজয়ী।

পেলে তিনবার ফিফা বিশ্বকাপ জয় করে ইতিহাসে সেরা ফুটবলারের তালিকায় নাম লিখিয়েছেন। পেলে তাঁর খেলার দক্ষতা দিয়ে বিশ্বের সকল সাপোর্টারদের মনে তারকা হয়ে আছেন। 
পেলে একুশ বছরের ফুটবল কেরিয়ারে (১৩৬৩) ম্যাচে মাঠে নেমেছৈন গোল করেছেন ইতিহাসের সর্বোচ্চ মোট (১২৮২) তিনি নিজ দেশ ব্রাজিল জাতীয় দলের পক্ষে ৯২ ম্যাচে ৭৭ গোল করেছেন। তিনি বিশ্বে একমাত্র খেলোয়ার যিনি তিনটি বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছেন (১৯৫৮) (১৯৬২) (১৯৭০) সালে

২ . লিওনেল মেসি


 সর্বকালের সেরা ফুটবলার কে তার দ্বিতীয় স্থানে রয়েছেন লিওনাল আন্দ্রেস লিও মেসি। লিওনাল আন্দ্রেস লিও মেসি জন্ম ২৪ জুন ১৯৮৭ সালে তিনি আর্জেন্টােইন ফুটবলার । লিওনাল মেসি টানা চারবারসহ সর্বমোট সাত বার ব্যালন ডিঅর অর্জন করেছেন যেটি ফুটবল ইতিহাসের সর্বোচ্চ এখন পর্যন্ত যা কেউ করতে পারেনি । এর পাশাপাশি তিনি ইরোপীয় সোনালী জুতো ছয়বার জয়ের কৃতিত্ব অর্জন করেন।

তিনি পেশাদার ফুটবল জীবনের পুরোটাই কাটিয়েছেন বার্সেলোনায় । ১০ টি লা লিগা , ৪ টি ইয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ৬ টি কোপা দেল রেসহ সর্বমোট ৩৩ টি শিরোপা জয় করেছেন যেটা বার্সেলোনার ইতিহাসে যে কোন খেলোয়ারের পক্ষে সর্বচ্চ । মেসির দখলে রয়েছে লা লীগার সর্বচ্চ (৪৪০) গোল এবং ইউরোপ ও লা লিগা লীগের এক মৌসুমে সর্বচ্চ ৫০ গোলের কৃতিত্ব ।

ইউরোপ এক মৌসুমে সর্বোচ্চ গোল ৭৩ তার দখলে। এক পঞ্জিকাবর্ষ গোল ৯১ সেটাও মেসির দখলে । এক ক্লাসিকোর ইতিহাসে সর্বচ্চে গোল (২৬) এবং লা লিগা (৩৪) ও চেম্পিয়নস লিগে সর্বচ্চ (৮) বার হ্যাট্রিকের কৃতিত্ব তার দখলে । মেসি লা লিগা (১৮৩) এবং কোপা আমেরিকার (১২) ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক । ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তিনি ৭০০ অধিক গোলের মালিক ।  

৩ . দিয়াগো ম্যারাডোনা


 সর্বকালের সেরা ফুটবলার কে তার তৃতীয় স্থানে রয়েছেন ম্যারাডোনা । ফুটবল ইতিহাসে এক অন্যতম উজ্জ্বল নক্ষত্রের নাম ম্যারাডোনা। ম্যারাডোনা  জন্মগ্রহন করেন ৩০শে অক্টোবর ১৯৬০ সালে। ম্যারাডোনা আর্জেন্টিনার ক্লাবের হয়ে মাত্র ১৬ বছর বয়সে প্রফেশনালি খেলতে শুরু করেন।

ম্যারাডোনাকে তার ভক্তরা আর্জেন্টিনারা গড অব ফুটবলার মনে করেন। শুরু থেকেই ম্যারাডোনর পায়ের শৈল্পিক গুণ নিয়ে বিশ্বের মন জয় করে নেন। তাঁর ব্যাক্তিজীবন নিয়ে বারবার তিনি বিতর্কে সমূক্ষীন হয়েছেন , তবুও তাঁর ভক্তরা তার খেলার জাদুতে মজেছেন।

১৯৮৬ সালের বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ম্যারাডোনা হাত দিয়ে গোল দিয়ে জয়ের শিরোপা এনে দেয় আর্জেন্টিনাকে । দুর্ভাগ্যক্রমে, এই তারকার জীবনপ্রদীপ নিভে যায় ২৫ নভেম্বর, ২০২০ সালে।

৪ . ক্রিশ্চিয়ানো রোনালদো 


সর্বকালের সেরা ফুটবলার কে তার চতুর্থ স্থানে রয়েছে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্রিশ্চিয়ানো রোনালদো ১০০ টি আন্তর্জাতিক গোল করা দ্বিতীয় পুরুষ এবং প্রথম ইউরোপিয়ান । ক্রিশ্চিয়ানো রোনালদোকে স্টাইলিশ ফুটবলার বলা হয়ে থাকে রোনালদই ইউরোপীয়ানতের মধ্যে রেকর্ড সংখ্যক গোল স্কোরার ।

ক্রিশ্চিয়ানো রোনালদো তার ক্যারিয়ারের পুরো সময়টা ইউরোপে রাজত্ব করে যাচ্ছেন । ক্রিশ্চিয়ানো রোনালদো ৫ টি ব্যালন ডিঅর এবং চারটি গোল্ডেন শু যা ইউরোপীয় খেলোয়াড় হিসেবে অন্যতম রেকর্ড। ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল জাতীয় দল ও  প্রিমীয়ার লীগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ফরওয়ার্ড হিসেবে খেলেন। ক্রিশ্চিয়ানো রোনালদো কর্মজীবনে এখন পর‌যন্ত ৩২ টি প্রধান সারির শিরোপা জয় করেছেন যেগুলো তাকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে পরিচয় দিয়েছে ।

৫. জিনেদিন জিনাদ 


সর্বকালের সেরা ফুটবলার কে তার পঞ্চম স্থানে রয়েছে জিনেদিন জিনাদ তিনি বর্তমানেরিয়াল মাদ্রিদের কোচের দোয়িত্বে রয়েছেন । জিনেদিন জিনাদ ১৯৯৮, ২০০০, ২০০৩ সালে ফিফা প্লেয়ার অফ দ্যা ইয়ার নির্বাচিত হন। জিনেদিন জিনাদ ১৯৯৮ সালে ব্যালন ডিঅর জেতেন। জিনেদিন জিনাদ ১৯৯৬ সালে জিদান ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে জোগ দেন । ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে তিনি দুটি সিরিয়ে টাইটেল জিতিয়েছেন ।জিনেদিন জিনাদকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ সাইনিং করানোর জন্য উঠেপরে লাগেন।

৬ .জোহান করুইফ 


সর্বকালের সেরা ফুটবলার কে তার ষষ্ঠ স্থানে রয়েছে জোহান করুইফ ।নেদারল্যান্ডসের এই ফুটবলারকে নতুন করে পরিচয় করানোর কোনও প্রয়োজন পড়ে না। জোহান করুইফ সর্বোমোট তিনবার ১৯৭১,১৯৭৩ এবং ১৯৭৪ সালে ইউরোপ সেরা ফুটবল ব্যালন ডিঅর এ ভূষিত হন।  

৭ . ফ্রান্ৎ‌স বেকেনবাউয়ার


 সর্বকালের সেরা ফুটবলার কে তার সপ্তম স্থানে রয়েছে জার্মানির সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড় ফ্রান্ৎ‌স বেকেনবাউয়ার ।  ফুটবলের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার মনে করা হয়। বেকেনবাউয়ার একজন বহুমুখী খেলোয়াড়, যিনি মিডফিল্ডার হিসেবে শুরু করলেও খ্যাতি ছড়িয়েছেন ডিফেন্ডার হিসেবে। তাকে আধুনিক সুইপার বা লিবেরোর মূল ভূমিকার উদ্ভাবক হিসেবে গণ্য করা হয়।


৮ . মিশেল ফ্রঁসোয়া প্লাতিনি 


সর্বকালের সেরা ফুটবলার কে তার অষ্টম স্থানে রয়েছে মিশেল ফ্রঁসোয়া প্লাতিনি (ফরাসি (Michel François Platini ) জন্মগ্রহন করেন ২১শে জুন ১৯৫৫ সালে । মিশেল ফ্রঁসোয়া প্লাতিনি হলেন একজন সাবেক ফরাসি ফুটবল খেলোয়াড়, ম্যানেজার। ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল এসোসিয়েশন (উয়েফার) প্রেসিডেন্ট হন ২০০৭ সাল থেকে ।মিশেল ফ্রঁসোয়া প্লাতিনি খেলোয়াড়ি জীবনে তিনি ফরাসি জাতীয় ফুটবল দল ছাড়াও ইউরোপ ও লাতিন আমেরিকার অনেক ক্লাবে খেলেছেন। 

৯ . আলফ্রেডো ডি স্টেফানো 

সর্বকালের সেরা ফুটবলার কে তার নবম স্থানে রয়েছে আলফ্রেডো ডি স্টেফানো ।তিনি মাদ্রিদের জার্সিতে কাটানো ১১ বছরে ৩৯৬ ম্যাচে ৩০৭ গোল করেন রিয়াল মাদ্রিদের হয়ে ৮টি জয়করেন ।১৯৫৪,১৯৫৬,১৯৫৭,১৯৫৮,১৯৫৮ রেকর্ড টানা ৫ ইউরোপিয়ান কাপ জয়ের স্বাদ পান। এছাড়া ২৮২ ম্যাচে তিনি করেছিলেন ২১৮ গোল। এবং টানা ৪ মৌসুম লিগের সর্বোচ্চ গোলদাতাও হন। তার খেলা পাঁচটি ইউরোপিয়ান কাপের ফাইনালেই করেছিলেন মোট ৮ গোল। আলফ্রেডো ডি স্টেফানো ১৯৫৭ ও ১৯৫৯ সালে র সেরা খেলোয়ার হিসেবে ব্যালন ডি’অর জিতেন । ১৯৮৯ সালে অর্থাৎ ৩২ বছর আগে ইতহাসের প্রথম ও একমাত্র খেলোয়ার হিসেবে সুপার ব্যালন ডি’অর অর্জন করেন।


১০ . আন্দ্রেস ইনিয়েস্তা


সর্বকালের সেরা ফুটবলার কে তার দশম স্থানে রয়েছে আন্দ্রেস ইনিয়েস্তা। তিনি স্পেনের ফয়েন্তেলবিয়ায় ১৯৮৪ সালে জন্মগ্রহন করেন । আন্দ্রেস ইনিয়েস্তা চার মৌসুমে ‍ু১৪ ট্রফি এবং ২০১০ সালে শিরোপা অর্জন করেন আন্দ্রেস ইনিয়েস্তা একজন বিশ্বসেরা মিডফিল্ডার । আন্দ্রেস ইনিয়েস্তা মতো একজনকে আসলে শিরোপা আর ব্যক্তিগত অর্জন তিয়ে পরিমাপ করা যায়না । বার্সেলেঅনার ইতিহাসে যতো ধরনের ইতিহাস গড়া যায় তা আন্দ্রেস ইনিয়েস্তা করেছেন। আন্দ্রেস ইনিয়েস্তা সাবনে ফুটবলকে আরো কিছু দিবেন । আন্দ্রেস ইনিয়েস্তা একজনই আর তার তুলনা তিনি নিজেই । 

শেষ কথা

আশা করি, আজকের আর্টিকেলটি দ্বারা আপনাদেরকে জানাতে পেরেছি ফুটবল ইতিহাসের সেরা প্লেয়ার কে এবং সেরা ১০ জনের তালিকায় কে কে রয়েছেন। এই সেরা ১০ জনের মধ্যে যারা বর্তমান সময়ে খেলে চলেছেন আসা করি তাঁরা ফুটবল খেলাটাকে আরও জনপ্রিয় করে তুলবে এবং তাঁরা নিজেরাও আরো জনপ্রিয় হবে। অর্থাৎ সেরাদেরও সেরা হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার অজানা আরো তথ্য জানতে আমাদের সাথই থাকুন।

If You Want To Read English Article Then Visit This Website: Thanks

If You Like This Article Then You Can Share This On Your Social Media Handel

Leave a Reply