আসসালামু আলাইকুম, ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল কার তা নিয়ে যে আপনাদের মনে বিভ্রান্তী রয়েছে তা দূর করতেই আজকের এই আর্টিকেলটি লেখা যাতে করে আপনারা সঠিক তথ্য জানতে পারেন।
ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল কার এবং জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল কার এবং বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোল করেন কে তা নিয়ে আজকে আলোচনা করা হবে। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোল দাতা এবং ফুটবল সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন । ফুটবল প্রেমিদের অনেক ধরনের প্রশ্ন রয়েছে সে গুলো জানতে আমাদের সাথেই থাকুন ।
Table of Contents
ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল কার ?
ফুটবল ইতিহাসের সব ধরনের ম্যাচ ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের মালিক ক্রিস্টায়ানো রোনাল্ডাে। পর্তুগীজ এই তারকার ক্রিস্টায়ানো রোনাল্ডাে ক্লাব ও জাতীয় দলের হয়ে এখন পরযন্ত মোট ১১৭১ টি ম্যাচ খেলে ৮৪১ টি গোল করেছেন যা ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ড ।
ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোল করার এই তালিকায় দ্বিতীয় স্থানে আছের ফুটবলের সুপার স্টার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি । লিওনাল মেসি এখন পরযন্ত ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বোমোট ১০৫৯ ম্যাচ খেলে তার গোলের সংখ্যা মোট ৮২৪ টি ।
ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোল দাতার মধ্যে ১০ জনের তালিকায় রয়েছেন । দুজন ব্রাজিলের (পেলে ও রোমারিও) হাঙ্গেরির রয়েছে দুজন (ফেরেনৎস দেয়াক ও ফেরেন্তস পুশকাস ) এছাড়াও পর্তুগাল, আর্জেন্টিনা, জার্মানি, পােল্যান্ড, অস্ট্রিয়া, সুইডেনের রেয়েছে একজন করে ফুটবলার।
ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল কারার তালিকা২০২৩
জাতীয় দলের হয়ে ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল কার?
আন্তর্জাতিক ম্যাচে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল করার তালিকায় প্রথম অবস্থানে রয়েছে পর্তুগাল সুপারস্টার ক্রিস্টায়ানো রোনাল্ডাে। ক্রিস্টায়ানো রোনাল্ডাে এখন পরযন্ত েজাতীয় দলের হয়ে ২০০টি ম্যাচ খেলে মোট গোল করেছেন ১২৩ টি যা জাতীয় দলের হয়ে ইতিহাসের সর্বোচ্চ । ক্রিস্টায়ানো রোনাল্ডাের প্রতেক আন্তর্জাতিক ম্যাচে গোল করার সম্ভাবনার অনুপাত ৬১.৫% ।
জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোল করার তালিকার দিত্বীয় অবস্থানে রয়েছেন ইরানের স্টাইকার আলি দাই । তিনি জাতীয় দলের হয়ে মোট ১৪৯ টি ম্যাচে ১০৯ টি গোল করেছেন । আলি দাই জাতীয় দলের হয়ে প্রত্যেক ম্যাচে গোল করার সম্ভাবনা ৭৩.১৬% ।
জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোল করার তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি । মেসি মোট ১৭৫ টি ম্যাচ কেলে গোল করেছেন ১০৩ । লিওনেল মেসি জাতীয় দলের হয়ে প্রতিটা ম্যাচের গোল করার সম্ভবনা ৫৮.৮৬।
জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল করার তালিকা ২০২৩
বিশ্বকাপ ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল কার – ২০২৩ ?
৯৩ বছরের বিশ্বকাপ ইতিহাসে (১৯৯০-২০২৩) মোট ২২ টি বিশ্বকাপ আসরে সর্বোচ্চ গোলের মালিক জার্মানি স্টাইকার মিরোস্লাভ ক্লোসা । তিনি ২০০২ থেকে ২০১৪ মোট ৪ টি বিশ্বকাপ অংশগ্রহন করে । মোট ২৪ টি ম্যাচ খেলেন ২৪ ম্যাচে মোট গোল করেন ১৬ টি যা বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোল । মিরোস্লাভ ক্লোসা তার বিশ্বকাপের প্রতিটা ম্যাচে গোল করার সম্ভাবনা ছিল ৬৬.৬৭% ।
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় দ্বিতীয় নাম্বারে রয়েছেন ব্রাজিলের রোনালদো নাজারিও যাকে নাম্বার নাইন বলা হয় । রোনালদো ১৯৯৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত মোট চারটি বিশ্বকাপে অংশ গ্রহন করেন । ৪ টা বিশ্বকাপে অংশ গ্রহন করে মোট ১৯ টি ম্যাচে গোল করেছেন ১৫ টি । রোনালদো নাজারিও তার বিশ্বকাপে প্রতিটা ম্যাচে নাম্বার নাইনের গোল করার সম্ভাবনা ছিল ৭৮.৯৫%
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় তৃতীয় নাম্বারে রয়েছেন জার্মানি ফুটবলার গের্ড ম্যুলার । পশ্চিম জার্মানির হয়ে ১৯৭০ ফিফা বিশ্বকাপে ১০ টি গোল করে তিনি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা নাম্বারে নাম লেখান । গের্ড ম্যুলার বিশ্বকাপে ১৪ গোল করে ৩২ বছর ধরে সর্বেকালের সর্বাধিক গোল করার রেকর্ড তার দখলে ছিলো ।
বিশ্বকাপে সর্বােচ্চ গোলদাতার তালিকা ২০২৩
বিশ্বকাপ ফুটবলের উল্লেখযোগ্য যত রেকর্ড এবং ইতিহাস
২০২২ সালের বিশ্বকাপ আসর নিয়ে মোট ২২ বার ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়। এর আগে ৯০ বছরে মোট ২১ বার অনুষ্ঠিত হয়।আফ্রিকা, ইউরোপ মহাদেশে ঘুরে ২০ বছর পরে আবারো একবার এশিয়ার মাটিতে ফিরলো দ্যা গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ । সুদীর্ঘ ২২ আসরে ঘটছে অসংখ্য ঘটনাবলি ও রেকর্ড সমূহ এবং রচিত হয়েছে অগনিত ইতিহাস।জানা অজানা এসব রেকর্ড ও এক গুচ্ছ ইতিহাস নিয়ে সাজানো হলো–
- ব্রাজিল একমাত্র দল যারা এখন পর্যন্ত সব গুলো বিশ্বকাপে অংশগ্রহন করেছে মোট ২২ বার।
- এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার চেম্পিয়ন হওয়ার রেকর্ড ব্রাজিলের মোট ৫ বার।(১৯৫৮ – ১৯৬২ – ১৯৭০ – ১৯৯৪ এবং ২০০২)।
- সবচেয়ে বেশি রানার্স আপ হওয়ার রেকর্ড জার্মানির মোট ৪ বার।(১৯৬৬ – ১৯৮২ – ১৯৮৬ – ২০০২)
- সর্বাধিক চারবার তৃতীয় হয়েছে জার্মানি মোট ৪ বার (১৯৩৪ – ১৯৭০ – ২০০৬ – ২০১০
- সর্বাধিক বিশ্বকাপ ম্যাচ জয়ের রেকর্ড তাও ব্রাজিল দলের মোট ৭৩ টি ম্যাচ।
- সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ হেরেছে মেক্সিকো মোট ২৬ ম্যাচ।
- সর্বাধিক গোলের ম্যাচে অস্ট্রিয়া ৭ – ৫ সুইজারল্যান্ড (১৯৫৪ বিশ্বকাপ)
- সবথেকে বড় জয়ের রেকর্ড হলো – হাঙ্গেরির ১০-১ এল সালভাদরকে গোলে হারিয়ে (১৯৮২ বিশ্বকাপ)
- সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড জার্মানির প্লেয়ার লোথার ম্যাথিউসের মোট ২৫ টি ম্যাচ।
- ২০০২ কোরিয়া জাপান বিশ্বকাপে সর্বোচ্চ ২০টি ভেন্যুতে খেলা হয়েছিল।
- আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপ জয়ের রেকর্ড রয়েছে মোট ৬টি দেশের। ১/উরুগুয়ে (১৯৩০) ২/ইতালি (১৯৩৪) – /ইংল্যান্ড (১৯৬৬) ৪/পশ্চিম জার্মানি (১৯৭৪) ৫/আর্জেন্টিনা (১৯৭৮) ৬/ফ্রান্স (১৯৯৮)।
- ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ট্রফি জয়ের রেকর্ড রয়েছে শুধু মাত্র ব্রাজিল এবং ইতালির।
- এখন পর্যন্ত বিশ্বকাপে ফাইনাল ম্যাচ মীমাংসিত হয়েছে পেনাল্টি শুট আউটের মাধ্যমে – ১৯৯৪ – ২০০৬ ও ২০২২ সালের বিশ্বকাপ।
- ভিটোরিও পোজ্জো যিনি একমাত্র কোচ একাধিকবার বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করেছেন। ইতালির হয়ে ১৯৩৪ আর ১৯৩৮ বিশ্বকাপ জয় করেন এই ইতালিয়ান।
- বিশ্বে মাত্র তিনজন প্লেয়ার এবং কোচ হিসেবে বিশ্বকাপ ট্রফি জয়ের বিরল কৃতিত্ব অর্জন করেছেন। ১/মারিও জাগালো (ব্রাজিল) ২/ফ্রেঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি) ৩/দিদিয়ের দেশম (ফ্রান্স)।
- এখন পর্যন্ত মোট পাঁচবার বিশ্বকাপের ফাইনাল অতিরিক্ত টাইমে গড়িয়েছে। ১৯৩৪ – ১৯৬৬ – ১৯৭৮ – ২০১০ – ২০১৪ সালে।
রেকর্ড
রিয়াল মাদ্রিদীর ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো। মাত্র ৯ মৌসুম খেলেই লা লিগায় রেকর্ড ৩৩টি হ্যাটট্রিক তাঁর। এতেই লা লিগায় দ্রুততম দেড় শ, দুই শ ও তিন শ গোলের রেকর্ডটি এখন রোনালদোর দখলে। একমাত্র খেলোয়াড় হিসেবে টানা ৬ মৌসুমে কমপক্ষে ৫০ গোল তাঁর।
টানা ৭ পঞ্জীকাবর্ষে ৫০ গোল করার রেকর্ডটিও শুধুই রোনালদোর। মেসির সঙ্গে যুগ্মভাবে ফিফার বর্ষসেরা দলে এগারোবার জায়গা পেয়েছেন, তবে বিশ্বে রোনালদো একমাত্র খেলোয়াড় যিনি দুটি ক্যাটাগরিতে ফিফার দলে নাম লিখিয়েছেন যা এখন পর্যন্ত কেউ পারে নাই ।
ইউরোপিয়ান ফুটবলে রোনালদোর আধিপত্য আরও ভয়ংকর। মোট ১২বার উয়েফার বর্ষসেরা দলে জায়গা পেয়েছেন রোনালদো। নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসি যা করতে পেরেছেন মাত্র ৯ বার। এর পেছনে চ্যাম্পিয়নস লিগে রোনালদোর অর্জনই ভূমিকা রেখেছে। ইউনাইটেড ও রিয়ালের হয়ে চারবার চ্যাম্পিয়নস লিগ জেতার পথে প্রথম খেলোয়াড় হিসেবে এ প্রতিযোগিতায় ১০০ গোল করেছেন। কোনো নির্দিষ্ট ক্লাবের হয়ে ১০০ গোল করা প্রথম ফুটবলারও রোনালদো। গ্রুপ পর্বের সব ম্যাচে গোল করার রেকর্ড শুধুই তাঁর।
ব্যক্তিগত জীবনে চার সন্তানের জনক রোনালদো। সাত বছরের রোনালদো জুনিয়র ২০১৭ সালের জুনে এক বোন ও এক ভাই পেয়েছে সঙ্গী হিসেবে। আর বছরের শেষভাগে বান্ধবী জর্জিনা রদ্রিগেজের গর্ভে রোনালদোর দ্বিতীয় কন্যার জন্ম হয়েছে।
শেষ কথা
সুপ্রিয় পাঠকবৃন্দ আজকের আর্টিকেল দ্বারা ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল কার তা সম্পর্কে জানকে পেরেছি এবং জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল কার এবং বিশ্বকাপে কে সর্বোচ্চ গোলের মালিক। আসা করি এসব কিছু সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে পেরেছেন। এ আরিটকেলে ফুটবল ইতিহাসের টোটাল ২২ টি আসরের যে সকল রেকর্ড বা ঘটনা হয়েছে তা সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।
FAQ
ফুটবলে সবচেয়ে বেশি হ্যাটট্রিক কার
পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্তিয়ানো রোনালদো মোট ৬১ টি
পৃথিবীতে সবচেয়ে বেশি গোল কার
পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্তিয়ানো রোনালদো ১,১৮১ টি পেশাদার খেলায় অংশগ্রহণ করেছেন এবং তার ক্লাব ও দেশের হয়ে ৮৫১ টি গোল করেছেন। তিনি ১০০টি আন্তর্জাতিক গোল করা দ্বিতীয় পুরুষ ফুটবলার এবং প্রথম ইউরোপীয়।
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কে
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মিরোস্লোভার ক্লোজে টুর্নামেন্টের ইতিহাসেও সর্বোচ্চ গোলদাতা। ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪ চারটি বিশ্বকাপে ২৪ ম্যাচে ১৬ টি গোল করেছেন ক্লোজে।
ফুটবলে সবচেয়ে বেশি গোল কার
২০২৩ ২০২৩ সালে সর্বোচ্চ গোল করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো
ফুটবলে সবচেয়ে বেশি গোল কার
২০২২ .২০২২ সালে সর্বোচ্চ গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে এ বছর ক্লাব ও দেশের হয়ে ৫৫ ম্যাচে করেছেন ৫৫ গোলগ।
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল কার
পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্তিয়ানো রোনালদো ১২৩ টি
ফুটবলে সবচেয়ে বেশি গোল কার
২০২১ *২০২১.*২০২১ সালে সর্বোচ্চ গোলের মালিক মেসি
জাতীয় দলের সবচেয়ে বেশি গোল কার
জাতীয় দলের হয়ে এখন পর্য পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেন র্ক্রিস্তিয়ানো রোনালদো ১২৩ টি
আরো পড়ুন
Bangla Islamic Quotes About Life – জীবন সম্পর্কে বাংলা ইসলামিক উক্তি – 2024
ভোটার তথ্য বাংলাদেশ – Voter Information Bangladesh – 2023
সর্বকালের সেরা ফুটবলার কে ? ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা প্লেয়ারের তালিকা ( ১৯৩০-২০২৩ )
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি – What is Information and Communication Technology?
বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী-World Cup Football 2022 Schedule
Bangla Stylis Facebook Bio – বাংলা স্টাইলিশ ফেসবুক বায়ো – 2023
If You Want To Read English Article Then Visit This Website: Thanks
If You Like This Article Then You Can Share This On Your Social Media Handel