আজকে ব্লগে আমরা ভালোবাসার স্ট্যাটাস নিয়ে আলোচনা করবো। আমরা আমাদের পছন্দের বা ভালোবাসার মানুষটির সামনে নিজের ভালোবাসা প্রকাশ করার জন্য আমরা নানান ধরনের উপায় খুঁজে বের করে থাকি। কিন্তু কখনও কখনও আমাদের মনে হয়, কেবল আমি তোমাকে ভালবাসি বলার সাথে আমাদের আরো সুন্দর করে কিছু কথা প্রিয়ো মানুষটাকে বলা উচিত। এমন ভাবে আমাদের বলা উচিত যাতে ভালোবাসার মানুষটি আমাদের অনুভুতি, ভালোবাসা সবকিছুই যেনো বুজতে পারে। তাই তো আমরা আমাদের ভালোবাসার মানুষটির জন্য সুন্দর সুন্দর ভালোবাসার স্ট্যাটাস খুজি।
ভালোবাসা কে বলা হয় মহাশক্তি, যা অসম্ভব কে সম্ভব করতে পারে। আবার ভালোবাসা সফল না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। ভালোবাসা এমন একটি অনুভূতি যা আমাদেরকে আনন্দও সুখের পরিপূর্ণতা দিতে পারে। ভালোবাসা আমাদেরকে অন্যদের জন্য যত্নশীল, সহানুভূতিশীল এবং সমর্থনমূলক হতে উৎসাহিত করে। ভালোবাসা আমাদেরকে অন্যদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে সাহায্য করে এবং একটি মনের মতো জীবনসঙ্গী খুঁজে পেতে পারে। তাই তো আমরা ভালোবাসার মানুষটিকে ভালোবাসার স্ট্যাটাস দিয়ে তাকে খুশি করে থাকি।
ঠিক এই কারণেই আপনি আর প্রতি কতটা যত্নশীল আপনি তাকে কতোটুকু ভালোবাসেন তা তাকে অনুভব করানোর জন্য নতুন উপায় খুঁজে বের করতে হয়। সেজন্যই আজকে আমরা আপনাদের জন্য ভালোবাসার স্ট্যাটাস,নিয়েে আজকের ব্লগটি সাজিয়েছি চলুন তাহলে দেখে আসি।
Table of Contents
ভালোবাসার স্ট্যাটাস ২০২৩
হৃদয়ের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে! ভালবাসি বলতে- গিয়ে ফিরে, ফিরে আসি! কি করে বুঝাবো তারে- আমি কতটা ভালোবাসি!! |
প্রেম ভালবাসা হল এক ধরনের আপেক্ষিক বিষয়। কারন প্রেম ভালোবাসা কারো জীবনের জন্য তা স্বর্গ সুখ বয়ে আনে, এবং কাউকে দুখের সাগরে ভাসিয়ে দেয়। |
তোমায় আমি বলতে চাই, তুমি ছাড়া আমার প্রিয় আর কেহ নাই! আমি শুধু ভালবাসি তোমায় আমি, জনম, জনম ধরে ভালবাসতে চাই! |
ভালোবাসার শুরু আছে শেষ নেই, হয়তো কোন এক দিন ভালোবাসার মানুষটা হারিয়ে যাবে, তবে ভালোবাসা কখনো হারায় না, বরং ভালোবাসা সব সময় মনের গভীরেই থেকে যায়। |
স্বপ্ন দিয়ে আকি আমি তোমায় নিয়ে সুখের সীমানা, হৃদয় দিয়ে খুজি আমি তোমার মনেরই ঠিকান। ছায়ার মত থাকবো আমি সারাক্ষন শুধু তোমারি পাশে, যদি বলো ভালো বাসো তুমি আমায়। |
ভালোবাসা হলো মূলত রংধনুর মত, রংধনু যেমন সাতটি রঙ ছাড়া পরিপূর্ন হয় না, তেমনি বিশ্বাস,রাগ, অভিমান, কষ্ট,আবেগ ছাড়া, ভালোবাসাও পরিপূর্ন হয়না। |
মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে, ও গো তোমায় নিয়ে হারিয়ে যাব আমি ঐ দূর আকাশের নীলে। তোমারি জন্যিআমারি মনে অফুরন্ত আশা,সারা জীবন পেতে চাই শুধু তোমারই ভালোবাসা। |
এক জীবনে শেষ হবে না আমারই ভালোবাসা, হাজার জনম চাইগো তোমায় আমারি পাশে এইতো আমার মনের আশা। ওগো তোমায় পেয়ে ধন্য আমি ধন্য যে আমার প্রান, তোমার তরে গেয়ে যাবো সারাটি জীবন ভালোবাসারি গান। |
আরো পড়ুন
ইসলামিক উক্তি ও মহানবী (সাঃ) এর মহামূল্যবান বাণী 2023
স্বর্গ সুখে সুখী হলাম ওগো তোমায় পেয়ে কাছে, দিন রজনী তোমায় ভেবে আমি যে পুলকিত হই,একলা বসে, একলা মনে ওগো তোমার সনে আমি যে মনের কথা কই। |
মন যে আমার পাগলা হাওয়া ছুটে বেড়ায় শুধু, ওগো তোমার কাছে বাঁধা আছি তুমি আমায় করেছো কি জাদু। এমন প্রেমের বাঁধন দিতে কজনি বা পারে বলো, তুমি যে আমার প্রেমের রসিক প্রেমের জালে বাধো। |
ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস
••✧✿”ডিয়ার”হার্টবির্ট “তাহ্✿✧•• 🌺”❛❛”তোর”ლবুকের”ლ”বা”ლ পাশের”ლ❛যায়গাটা”🌿🍂 ✧✿”আমার”ლনামে”” তুই❛লিখে”দিসლ ~🌺❛❛ কছম দিলাম 🌿🍂 ✧✿” ”আমার”ლপুরোজীবনটাহ্ლলিখে”দিবো❛””ლতোরই নামে✿✧ |
🌼প্রিয়⊰💏 🥰❥তোমার ༅༎মন༅༎ খারাপের ༅༎ কারন ༅༎হতে༅༎ চাইনা༅༎!🌻💚 ❥༊━হঠাৎ༅༎ মনে পড়া ༅༎ঠোঁটের কোনে༅༎মুচকি ༅༎হাসির___🌸💙 ღকারন ༅༎হতে ༅༎চাই༅༎🌻💚 |
🌺🦋 প্রি্ঁয়্ঁ 🦋🤩 🦋༄”!যদি কেউ হাজার কষ্ট পাওয়ার পরেও.!😘 🤗🦋সে যদি বলে আমি তোমাকে ভালোবাসি😎❤࿐ღ᭄🦋🥰 🦋༺!! তবে ভেবে নিও পৃথিবীর সেরা❣ 🌺🦋 ভাগ্যবান মানুষদের—√ ~🥀 মধ্যে তুমিও একজন !!🌹🌺___ |
═❥হাঁসি༊জিঁনিঁসঁটা༊সঁত্যিঁ༊খুঁবঁ❥অঁদ্ভুঁতঁ❥🖤 ❥হাঁজাঁরঁটাঁ༊কঁষ্টঁ༊লুঁকাঁনোঁরঁ❥🌸🥀 ═❥জঁন্যঁ༊এঁকঁটিঁ༊মিঁথ্যাঁ༊হাঁসিঁ”❥┼যথেষ্ট─❤️🥀 |
༉༆’আমি ༊ছন্নছাড়া ༊বদমেজাজি༉༎🦋 🌼༊ এটা ༊আমি ༊মানি༉༎!!🌸 ༉༆’তুমি ༊মায়ার ༊বাঁধনে ༊আগলে ༊রেখো༉༎!!🌺🍁 ༊আমি ༊ভালোবাসতে ༊জানি༉༎!!🥰🤍 |
︵❝།།💚🌺𝐈𝐭’𝐬 𝐦𝐲 𝐁𝐞𝐬𝐭 𝐅𝐞𝐞𝐥𝐢𝐧𝐠𝐬 ☺️ლ 🌼🦋”খুব!বেশি!নয়!আমি! অল্পতে’ই!অনেক খুশি”💚🌻 ༅🙂🌸” আর প্রকৃত ভাবে আমি আপনাকে অনেক ভালোবাসি”🌺🖤☺️🥀🌹💥 |
🌻 💗🥰▓ ⋆⃝⋆⃝🍁ভাঁলােঁবাঁসঁলেঁ ○☆ এঁমঁনঁ ভাঁবেঁ বাঁসোঁ ⋆⃝🍁 🦋🌺🦋 যাঁদি কখনৈা ছেঁড়েঁ যাঁওঁয়াঁরঁ কঁথাঁ মাঁথাঁয়ঁ ও আঁসে🥀🌹💥 ┇💝 ⋆⋆⃝⋆⃝🍁যেন রুঁহুঁ কেঁপেঁ উঁঠঁবেঁ🥰🥰🥰 🌹🌹 |
___ღ۵-🦋🌺🦋 সেই মানুষটাকে জীবনে রেখে দাও🌸🥀..|| যেই মানুষটা হাজারো ব্যস্ততার মধ্যেও তোমাকে মনে রাখে🤗..|| 🌻.প্রিয় সারাজীবন এইভাবে পাশে থেকো🥰 |
🦋🍒🦋<(𝗧𝐡𝐢𝐬 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐥𝐢𝐧𝐞!😽🦋. -༅༎ -༎• প্রিয় মানুষ তো সেই__😊 🌸🖤যে বকা দিবে,শাসন করবে,আবার চোখে পানি আসার আগেই ভালেবাসা দিয়ে ভুলিয়ে দেবে__༎•🌺🤗 ︵🦋🍒 |
︵❛❛༎💚︵ 🌺🦋🦋🌺-যে তােমার রাগ অভিমান আলাদা করে বুঝবে”😊 -সে তােমাকে দিনশেষে একবার হলেও খুজবে!”🥰🥀🌹︵❛❛༎💚🌺 |
রোমান্টিক ভালোবাসার স্ট্যাটাস
ঐ নীল আকাশে হাজারো তারার মেলা, মধ্য রাতে হলো চাদের খেলা। শিশির জলে সকাল ভেজা, ভালোবেসে দেখো আমার প্রেমে কতোই না মজা। |
মাঝে মাঝে মনে হয়, তুমি আমার সব। তোমাকে না দেখিলে হয় কষ্ট অনুভব । স্বপ্ন বুনি রাশি রাশি, তোমায় নিয়ে দিবানিশি |
স্বপ্নের রানী ,রূপের রানী কোথায় তুমি যাও? ওগো প্রিয়ো তোমার সঙ্গী করে, আমাকেও নিয়ে যাও. কি অপরুপ সুন্দর হাসি, যেন মায়া ভরা, তোমাকে পেলে সত্যি আমি হয়ে যাবো দিশেহারা। |
স্বপ্ন দিয়ে আকিঁ আমি তোমায় নিয়ে সুখেই সীমানা, হ্রদয় দিয়ে খুজি আমি ওেগো তোমারই মনের ঠিকানা। |
ভালোবাসি তোমায় এই অন্তরজুড়ে, তুমি ছাড়া বলতো থাকি কি করে। |
আরো পড়ুন
ইসলামিক স্ট্যাটাস-Islamic Status Bangla 2023
কথায় আছে জোনাকি হলো রাতের বাতি, আর স্বপ্ন হলো ঘুমের সাথী। মনটা হলো মায়াবী পাখি, বন্ধু তুম হলে আমার সুখ দুখের সাথী। |
আকাশ সুন্দর ছিলো চন্দ্র তারায়, বাগান সুন্দর ছিলো ফুলে। আমি সুন্দর ওগো তোমার প্রেমে, তমি যদি কখনৈা না যাও ভুলে। |
মন যে আমার পাগলা হাওয়া ছুটে বেড়ায় সারাক্ষন, তোমার কাছে বাঁধা আছি তুমি আমায় করেছো কি জাদু। এমন প্রেমের বাঁধন দিতে কজনই বা পারে বলো, তুমি যে আমার প্রেমের রসিক প্রেমের সাগরের জলে। |
এতো ভালোবাসো আমায় তা ভেবে মরি, কি দিয়ে তা শোধ করিবো তোমার ভালোবাসা তরি। কল্প নাতের নও রাজা তমি তো আসল মনের রাজা, তুমি আমার মনের রাজা আমি তোমার রানি । |
খুব নিশিতে কষ্ট হলে, তুমি মাথা রেখো আমার কোলে, তবুও যদি তোমার কষ্ট থাকে চোখ রেখো তুমি আমারি চোখে। কষ্ট রেখোনা বুকের মাঝে আমি আছি তোমার পাশে। |
অপেক্ষা নিয়ে ভালোবাসার স্ট্যাটাস
অপেক্ষায় আছি, সারা জীবন অপেক্ষায় থাকবো, যত দিন বেঁচে আছি তোমাকে মনে রাখবো, যত কষ্ট হোক সব মেনে নিবো তবুও আমি সারাটি জীবন তোমায় ভালোবেসে যাবো। |
তোমারই অপেক্ষায় আজো বসে আছি, কখন তুমি এসে জড়িয়ে ধরে বলবে. আজো ভালোবাসি তোমায়। |
তোমার অপেক্ষা থাকতে থাকতে . হয়তো একদিন,,, মৃত্যু এসে থমকে দিবে।। |
জানিনা কোথায় আছো, কেমন আছো, শুধু যেদিকেই তাকাই,আমি শুধু তোমাকেই দেখতে পাই. জানি তুমি আর আসবে না ফিরে,, তবুও তোমার অপেক্ষায় আজও পথ চেয়ে থাকি💔 |
এ সর্ম্পকে আরো পড়ুন।
ভালোবাসার স্ট্যাটাস ২০২৩ – ভালোবাসার রোমান্টিক কথা
অপেক্ষা আমি তোমার জন্য অনেক করেছি, তবে শূন্য হাতে ফেরাটা হয়তো আমার জন্য নিয়তি শ্রেয় মনে করেছে🌼 তবুও আমি আমার জীবনের শেষ পর্যন্ত তোমার অপেক্ষায় থাকবো। ফেলে আসা পথ গুলো ভুলোনা প্রিয়, আজও আমি দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়।। |
জীবন কখনো কারো জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মধ্যে থেমে যায় প্রিযো মানুষটার অপেক্ষায় । |
যদি কখনো আমার কথা মনে পরে, তাহলে কোন কিছু না ভেবে ফিরে এসো। আমি আজও তোমার পথ চেয়ে তোমার অপেক্ষায় বসে আঠি আছি। |
আমি হাজারো ব্যস্ততার মাঝে প্রিয়োতমা তোমাকে খুজে পাই আজও আমি তোমার অপেক্ষায় আছি তোমারই পথ চেয়ে। |
দিনশেষে তুমি আমার হবে, এই বিশ্বাস টা পেলে, আমি কখনই ছেড়ে যাবো না। আমি সারাটি জীবন তোমার অপেক্ষায় থাকবো। |
অবহেলা নিয়ে ভালোবাসার স্ট্যাটাস
অবহেলা খুব ভয়ঙ্কর একটা জিনিস যা একটা জীবিত মানুষেকে তিলে তিলে শেষ করে দেয়। |
সত্যি কারো অবহেলা সহ্য করার মতো নয়! আর সেটা যদি হয় ভলোবাসার মানুষটি! তাহলে তো বেচে থাকার ইচ্ছাটাই শেষ হয়ে যায়! |
কিছু মানুষ কখনোই বুঝবে না, তাদের ব্যবহার আর তাদের কাছ থেকে পাওয়া অবহেলায় আমরা কি পরিমাণ কান্না করছি! |
আমি মনে করি যারা অবহেলা করে তাদের কাছ থেকে দুরে থাকাই শ্রেয়। |
পৃথিবির সব কিছু সহ্য করা গেলেও ভালোবাসর প্রিয় মানুষটিকে অন্য কারো হয়ে যাওয়াটা কখনো সহ্য করা যায় না। |
কিছু কিছু মানুষ আছে যারা অবহেলা করতে ভালোবাসে, কিন্তু তারা এটা বোঝেনা কাউকে অবহেলা করলে তার ভিতরে কতোটা পরিমান কষ্ট হয়। |
সত্যিই মানুষটির কাছ থেকে অবহেলা সহ্য করা যায় না, আমিও একটা সময় ভালোবাসার মানুষটার অবহেলার পাত্র ছিলাম। |
প্রিয় ভালোবাসার মানুষটির কাছ থেকে পাওয়া একটি অবহেলা, মৃত্যুর যন্ত্রণা থেকে ও অনেক বেশি কষ্ট দায়ক। |
যারা সত্যি কারের তোমাকে ভালোবাসে তারা যে কখনো অবহেলা করতে পাড়ে না, এইটা আসলে তোমার বোঝার ভূল ছিল।। |
আসলে বেঈমান মানুষ গুলো কখনো কিছুই মনে রাখেনা, আর স্বার্থপর মানুষ গুলো কখনো ভালোবাসার মুল্য বুঝেনা, |
দূর থেকে ভালোবাসার স্ট্যাটাস
এতোটা ভালোবেসে কাছে আসার পর ও যদি বিচ্ছেদই হয় শেষ পরিণতি। তাহলে আমার মতে দূর থেকে ভালোবাসাটাই হাজার গুনে শ্রেয়। |
যেহেতু আমি তোমাকে দূর থেকেই ভালোবেসেছি। তাই মনে হয় দুচোখ ভরা সমুদ্র আমার প্রতিদিনের নিত্য সঙ্গী। |
শুনেছি ভালোবাসা নাকি মিলনের মলিন হয়, আর দূরত্বে হয়ে উঠে উজ্জ্বল। তাই আমি তোমাকে দূর থেকেই ভালবেসে যাবো। |
দূরত্ব নাকি ভালোবাসার সম্পর্ক গুলোতে বেশি গুরুত্ব বয়ে আনে। তাই আমি আমার প্রিয়ো মানুষ গুলোকে দূর থেকে ভালবাসি। |
আমি যে তোমাকে দূর থেকে ভালোবাসি তাতে আমাকে কখনো কাপুরুষ ভেবো না। আমি যে মহাপুরুষ হবার জন্য সংকল্প করেছি। |
কাউকে দূর থেকে ভালোবাসার মাঝেও এক ধরনের অদ্ভুদ রকমের শান্তি রয়েছে। যেখানে কামনার স্থান অতি ক্ষীণ কিন্তু হৃদয়ের স্থান রয়েছে অনেক উর্ধ্বে। |
দুটি মনের মাঝে যদি কখনো দূরত্ব চলে আসে, তাহলে ভালোবাসার মাঝে ফাটল ধরতে শুরু করে। তাই আমি দূর থেকে ভালোবাসাটাকেই নেতিবাচক মনে করি। |
অনেক সময় ক্ষুদ্র দুরত্ব সম্পর্ক গুলোকে আরো বেশি ঘনিষ্ঠ হয়ে উঠে। তাইতো দূর থেকে ভালবাসার মাঝেও এক ধরনের আকর্ষন অনুভূত লক্ষ করা যায়। |
দূর থেকে ভালোবাসার মধ্যে আসলে কোন গন্তব্য নেই, চাওয়া নেই, এমনকি পাওয়ারও কোন ধরনের আশা নেই। শুধু মাত্র ভালবাসার বিশালতার অস্তিত্ব আছে। |
আমি যে দূর থেকেই তোমাকে সব সময় ভালোবেসেছিলাম। পলকে পলকে তুমি আরো জোজন জোজন দূরত্বে চলে গেলে। |
স্বামী স্ত্রীর ভালোবাসার স্ট্যাটাস
যে স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজ আদায় করার জন্য উঠিয়ে দিয়ে। মসজিদে পাঠায় সেই স্ত্রী অতি উত্তম। সেই স্ত্রীর প্রতি আল্লাহর পক্ষ থেকে সব সময় আল্লাহর রহমত নাযিল হয়। |
আমার জীবনের সব সুখ শুধু আমার স্ত্রীকে ঘিরে, তাইতো আমি বুঝতে পারি সুখের আনন্দ কতখানি এই পৃথিবীর বুকে। আপনারাও আপনার স্ত্রীকে ভালোববাসুন |
যদি তুমি কখনো আমার জীবনে না আসতে, আমার পৃথিবীটা হতে পারতো এক মরুভূমি, ভালোবাসাটা কি তা আমি বুঝতে পেরেছি তোমার কাছ থেকে। |
আমার জীবন ধন্য ও গো তোমারই জন্য, তোমাকে পেয়ে আমি হলাম যে ধন্য, বুকের ভিতরে আছো তুমি থাকবে তুমি শুধু ভালোবাসার জন্য। |
এ সর্ম্পকে আরো পড়ুন।
ভালোবাসার স্ট্যাটাস ক্যাপশন ভালোবাসা নিয়ে valobashar
যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট ধরে জড়িয়ে ধরে থাকে, তাঁর কর্মজীবনে বিপদের আশংকা অনেক কমতে থাকে। |
আপনি আপনার স্ত্রীকে যথেষ্ট পরিমাণে সময় দিন, এবং স্ত্রীকে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করুন। তা না হলে আপনার সংসার আপনার যুদ্ধক্ষেত্র মনে হবে। |
প্রতিদিন একবার হলেও স্ত্রীকে, ভালোবাসি কথাটা বলুন দেখবেন সকল দুশ্চিন্তা সব দূর হয়ে যাবে। |
স্ত্রী রাগ করলে মুখে আওয়াজ দিয়ে ডাকবেন না, চামচের আওয়াজ করে ডেকে এক কাপ চা হাতে দিন । |
মেয়েদের মনে ভালোবাসা আর অভিমান দুটই একটু সব সময় বেশি থাকে। তাই কখনো অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখো না। তাই প্রতিটা স্বামীর উচিৎ স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙে দেওয়া। |
শেষ কথা
প্রিয় বন্ধুরা আজকের বাছাই করা ভালোবাসার স্ট্যাটাস গুলো আশা করছি আপনাদের খুব পছন্দ হয়েছে।ভালোবাসার স্ট্যাটাস গুলো কপি পেস্ট করে আপনি আপনার ইচ্ছে মতো সকল সোশাল মিডিয়ায় ব্যবহার করতে পারবেন অথবা যে কাউকে পাঠাতে পারেন।
আর হ্যাঁ বন্ধুরা পোস্টটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়ো বন্ধুদের কাছে শেয়ার করবেন যেন তারাও যেন তাদের প্রিয়ো মানুষকে পাঠাতে পারে।
ভালোবাসার স্ট্যাটাস নিয়ে আপনাদের কোন প্রকার প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে এ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম সুন্দর সুন্দর আমাদের ওয়েবসােইটে আরো পোস্ট রয়েছে সেগুলো পড়তে আগ্রহি হলে এখানে ক্লিক করুন।
ধন্যবাদ.
FAQ
সত্যিকারের ভালোবাসা নিয়ে স্ট্যাটাস
মেয়েদের মনে ভালোবাসা আর অভিমান দুটই একটু সব সময় বেশি থাকে।
তাই কখনো অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখো না।
তাই প্রতিটা স্বামীর উচিৎ স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙে দেওয়া।
ভালোবাসার রোমান্টিক স্ট্যাটাস
দুটি মনের মাঝে যদি কখনো দূরত্ব চলে আসে,
তাহলে ভালোবাসার মাঝে ফাটল ধরতে শুরু করে।
তাই আমি দূর থেকে ভালোবাসাটাকেই নেতিবাচক মনে করি।
ভালোবাসার ক্যাপশন বাংলা
জানিনা কোথায় আছো, কেমন আছো,
শুধু যেদিকেই তাকাই,আমি শুধু তোমাকেই দেখতে পাই.
জানি তুমি আর আসবে না ফিরে,, তবুও তোমার অপেক্ষায় আজও পথ চেয়ে থাকি💔
ভালোবাসার স্ট্যাটাস ২০২৩
কিছু কিছু মানুষ আছে যারা অবহেলা করতে ভালোবাসে,
কিন্তু তারা এটা বোঝেনা কাউকে অবহেলা করলে তার ভিতরে কতোটা পরিমান কষ্ট হয়।
দুই লাইনের রোমান্টিক স্ট্যাটাস
আমি হাজারো ব্যস্ততার মাঝে প্রিয়োতমা তোমাকে খুজে পাই
আজও আমি তোমার অপেক্ষায় আছি তোমারই পথ চেয়ে।
রোমান্টিক স্ট্যাটাস ক্যাপশন
স্বপ্নের রানী ,রূপের রানী কোথায় তুমি যাও?
ওগো প্রিয়ো তোমার সঙ্গী করে, আমাকেও নিয়ে যাও.
কি অপরুপ সুন্দর হাসি, যেন মায়া ভরা, তোমাকে পেলে সত্যি আমি হয়ে যাবো দিশেহারা।
ভালোবাসার ফেসবুক ক্যাপশন
••✧✿”ডিয়ার”হার্টবির্ট “তাহ্✿✧••
🌺”❛❛”তোর”ლবুকের”ლ”বা”ლ পাশের”ლ❛যায়গাটা”🌿🍂
✧✿”আমার”ლনামে”” তুই❛লিখে”দিসლ
~🌺❛❛ কছম দিলাম 🌿🍂
✧✿” ”আমার”ლপুরোজীবনটাহ্ლলিখে”দিবো❛””ლতোরই নামে✿✧
দারুন লেখা, এরকম লেখা আরও চাই
অনেক ভালো লাগলো ভালোবাসার স্ট্যাটাস গুলো
I really like your blog.. very nice colors & theme. Did you create this website yourself or ddid youu hijre someone
tto do it for you? Plz answer back as I’m looking
to construct mmy own blog aand would like to know where
u got this from. thank you https://odessaforum.biz.ua/
I really like yor blog.. very nice colors & theme.
Did you create this website yourself orr
ddid you hire skmeone to ddo it for you? Plz answer back as
I’m looking to construct myy oown blog and
would like to know where u got this from.
thank you https://odessaforum.biz.ua/