পরিবার বন্ধু বা প্রিয়োজনদের কাছ থেকে শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা পেতে আমাদের কার না ভালো লাগে বলেন ? বিশেষ করে আমরা বাঙালিরা কাছের মানুষদের কাছ থেকে জন্মদিনের বার্তা পেলে আরও বেশি খুশি হই। আপনাদের কথা ভেবে আমরা নিয়ে এসেছি বাছাই করে বেশ কিছু সুন্দর ও আকর্ষণীয় ভালোবাসার মানুষ এবং ভাই ও বোন কে নিয়ে শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও দোয়া।
আপনারা আপনাদের প্রিয়জনদের কে স্পেশাল দিনে ইমপ্রেস করতে আমাদের এই জন্মদিনের বার্তা গুলি ফেসবুকে অথবা Whatsapp এ লিখে তাদের কাছে পাঠাতে পারেন। তাহলে চলুন এবারে দেখে নেওয়া যাক স্পেশাল বাছাই করা জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস গুলি।
Table of Contents
জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
প্রার্থনা করি, তোমার ১২ মাস আনন্দে থাকো, ৫২ সপ্তাহ খুশিতে কাটাও, ৩৬৫ দিন সাফল্যে অর্জন করো, ৮৭৬০ ঘণ্টা তুমি সুস্থ থাকো আর ৫২৬০০ মিনিট তোমার জীবনের সৌভাগ্যে পরিপূর্ণ হোক।’ শুভ জন্মদিন |
আজকের এই বিশেষ দিনে তুমি তোমার মায়ের কোলে আলো হয়ে এসেছিলে, সবার আশা পূর্ণ করে বাবা মায়ের আনন্দের বুক ভরিয়েছিলে, এমনি করেই থাকো তুমি ভুবন ভরে আমাদের মাঝে চিরদিন। শুভ জন্মদিন |
প্রতি বছর ফিরে আসে আজকের এইদিনে তোমার জন্মদিন, হাঁসি খুশি ভরা রঙিন ছোয়া গিফটের আজ দিন। জীবনে তুমি আরো একটি বছর করলে পার। দোয়া করি সব সময় সুস্থ থাকো, ভালো থাকো, তোমার আগমি দিনের জন্য রইলো শুভ কামনা। 🎂🌼শুভ জন্মদিন 🎂 |
আজকের এই শুভ জন্মদিন দিনে,তোমার জীবনের সবকিছু হোক নতুন করে, দোয়া করি তোমার কাছে থাকুক সুখের স্মৃতি, দূরে যাক দুঃখ হয়ে যাক গ্লানি। |
সূর্যের মত তুমি উজ্জ্বল হও, আর সাগরের মতো হও চঞ্চল, তুমি আকাশের মত হও উদার, আর ঢেউয়ের মতো হও উচ্ছল।’ |
আবার আসছে ফিরে তোমার শুভ দিন,নতুন করে আবার সব কিছু হোক রঙিন, তোমার এই শুভ জন্মদিনে, তোমাকে আমার বার বার মনে পরে, আমি যতই থাকি না দূরে। |
হাজার মানুষের ভিড়ের মধ্যে তোমার হোক একটা আলাদা পরিচয়… আর দুঃখ যেন কখনো তোমায় ধরা না দেয়, সবসময় যেন তুমি হাসি খুশি আনন্দে থাকোয়। শুভ জন্মদিন জানায়। |
তুমি তোমার আজকের শুভ জন্মদিনের প্রতিটি মুহূর্ত, তোমার প্রিয়ো মানুষদের সাথে অনেক আনন্দ, উল্লাস ও উচ্ছ্বাসে কাটাও।’ |
জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া
হে আল্লাহর বান্দা,আজকের তোমার জন্মদিনে জানাই তোমাকে হাজারো সুখের অভিবাদন। ভালো থেকো প্রতিটি মূহুর্তেেএটুকুই আশা।তুমি তোমার জন্মদিনে নিও আমার অনন্ত ভালোবাসা। |
আজকের এই দিনটি তোমার জীবনের বিশেষ একটি দিন, আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আল-আমিন তোমাকে, আমাদের মাঝে পাঠিয়েছিলেন। তোমার জন্য শুভ কামনা রইলো সব সময় ভালো থেকো। শুভ জন্মদিন।” |
তুমি একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠো, সর্বদা যেন সত্যের পথে থেকো আর তুমি মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো মনোবল অর্জন করো। মহান সৃষ্টিকর্তা আজকের এই দিনটি যেন তোমার জীবনে শত বার নিয়ে আসে আমীন।” |
আজকের এই সুখের দিনটি তোমার জীবনে বারবার ফিরে আসুক, প্রতিটা মূহুর্ত তোমার জীবনে আনন্দের বার্তা নিয়ে আসুক। তোমার জন্য দোয়া ও শুভ কামনা রইলো তোমাকে জানাই শুভ জন্মদিন শুভেচ্ছা। |
মহান আল্লাহ তায়ালা সমস্ত সৌন্দর্য দিয়ে যেন তোমাকে তার নিজ হাতে গড়েছে, তোমার বাহ্যিক সৌন্দর্যের চেয়েও হাজার গুনে তোমার আত্মিক সৌন্দর্য বেশি হয়। আর বাকিটা জীবন সবসময় সঠিক পথে থেকো, শুভ কামনা রইলো। |
হে সৃষ্টিকর্তার মানব আজ সেই বিশেষ দিন, যেদিন তুমি আমাদের মাঝে এসেছো, তোমাকে জানাই তোমার জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন! |
হাজার হাজার শুকরিয়া ঐ মহান আল্লাহর আল্লাহর কাছে। জিনি তোমাকে আমাদের জীবনে প্রিয়জন হিসেবে পাঠিয়েছেন, মহান আল্লাহ তোমাকে একজন ভালো মানুষ বেচে থাকার তৌফিক দান করেছেন।” |
আরো পড়ুন
কষ্টের স্ট্যাটাস বাংলা | All Emotional Status Bangla 2023
ফেসবুক স্ট্যাটাস বাংলা | All Facebook Status Bangla 2023
সৌদি মেয়েদের ইসলামিক নাম অর্থসহ | All Saudi Girls Islamic Names With Meaning- 2023
সৃষ্টি কর্তা মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের কাছে অনেক অনেক শুকরিয়া, আরো একটি বছর তোমাকে এই সুন্দর ভুবন দেখার তৌফিক দান করেছেন, যতদিন তুমি বেঁচে থাকবে আল্লাহ তোমাকে তার তার পথে চলার তৌফিক দান করুক” আমীন। |
জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু
শুভ প্রিয়ো বন্ধু। শতবার ফিরে আসুক তোমার জীবনে এই আনন্দের দিনটি। শুভ জন্মদিন তোমার জীবন আনন্দে ও সুন্দর কাটুক। তোমার আগামি দিন গুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল বন্ধু। । এই জন্মদিন তোমার মধুময় ও আলোকিত হোক দোয়া রইলো। |
আমার জীবনে আল্লাহর দেয়া শেরা দামি উপহার গুলোর অন্যতম একটি। তোমাকে আমার জীবনে বন্ধু হিসেবে পেয়ে আমি অনেক খুশি তা তুমি ও জানো না। জন্মদিনের ভালোবাসা নিও প্রিয়ো বন্ধু। |
পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পর্ক হল একটি খাঁটি বন্ধুত্বর বন্ধন। যদি ভালো বন্ধু হয় তাহলে সেখানে কোন অশ্রুর ঠাঁই নেই। শুভ জন্মদিন আমার প্রিয় রসিক বন্ধু। এভাবে পাশে থাকিস সারা জীবন। |
বন্ধুত্ব কখনো দিন ক্ষণের হিসাবের খাতায় রাখা যায় না৷ জন্মদিন একটি বিশেষ দিন। যা সবার জীবনে বছরে একবার আসে। তাই আজকের তোমার বিশেষ দিনে ভালোবাসা নাও বন্ধু। শুভ জন্মদিন। |
তুমি বন্ধু দুঃখ দিও কষ্ট দিও ভুলে কিন্ত কখনো ভুলে যেও না। অটুট রেখো আমাদের বন্ধনের বন্ধুত্ব ভেঙে দিও না। বন্ধু আমরা হাতের উপর হাত রেখে করছি আমি পণ, আমাদের বন্ধুত্ব থাকব সারাজীবন। 🥀শুভ জন্মদিন কলিজার বন্ধু🌹 |
পুরোনো স্মৃতি গুলো থেকে শিক্ষা নিয়ে, বাকি দিন গুলো আরো উত্তম ভাবে শুরু করো। শুভ জন্মদিন প্রিয়ো বন্ধু। শান্তিপূর্ণ হোক তোমার আগামী দিনের জীবন। |
আল্লাহ তোমাকে তোমার জীবন কুরআনের আলোকে গড়ার তাওফিক দান করুক আমিন, সব সময় আল্লাহর পথে চলার তৌফিক দান করুন। শুভ জন্মদিন বন্ধু।” |
বেস্ট ফ্রেন্ড এর জন্মদিনের বার্তা
আজকে আমার বেস্ট ফ্রেন্ড এর জন্মদিন। প্রিয় বন্ধুর লিখে ভালোবাসা প্রকাশ করা যায় না। শুভ জন্মদিন কলিজার বন্ধু। আল্লাহর রহমতে আমি তোকে আমার জীবনে একজন ভালো বন্ধু হিসেবে পেয়েছি। তোমাকে আল্লাহ তায়ালা সব সময় সুস্থ রাখুক। তোমার জীবনের সব স্বপ্ন যেন পূরণ হয় তোমর জন্য দোয়া রইলো। শুভ জন্মদিন। |
আজকের দিনটা আমার জীবনে একটি বিশেষ দিন, আজকের দিনে তুই পৃথিবীতে তোর বাবা মায়ের মুখ উজ্জল করে আমাদের মাঝে এসে ছিলে। ধন্যবাদ বেস্ট ফ্রেন্ড সব সময় পাশে থাকার জন্য। সব সময় আমাকে আগলে রেখে সাপোর্টার করার জন্য। তোর জন্মদিন উপলক্ষে তোকে মনের অন্তর থেকে রইলো হাজারো ভালোবাসা। **শুভ জন্মদিন* |
আজকে আমার বেস্ট ফ্রেন্ড এর জন্মদিন, আজকের এই দিনে তোকে উপহার দিলাম , বন্ধু মনের গভির থেকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। ভালো থাকিস সবসময় দোয়া রইলো। শুভ জন্মদিন দোস্ত। |
একটি একটি করে দিন চলে যাচ্ছে আমাদের জীবন থেকে । তবুও আজও আছো তুমি সেই আগের মতোই আমার বন্ধু হয়ে। শুভ জন্মদিন প্রিয় বন্ধু। |
শুভ জন্মদিন দোস্ত। আজকের দিনে তোমার জন্য একটাই কামনা তোমার জীবনের সকল সুখ গুলো আসো, সাফল্য গুলো তোমার দ্বিগুণ হোক। খুব ভালো থাকিস প্রিয়ো বন্ধু। |
আজ তোর জন্মদিন আজ আমি তোমার কাচ থেকে ট্রিট চাই। তোর জন্য রইল অনেক অনেক শুভকামনা। তোর জন্য রইলো প্রাণঢালা অভিনন্দন। অনেক ভালোবাসা রইলো। শুভ জন্মদিন। |
আজকে আমার বেস্ট ফ্রেন্ড এর জন্মদিন। প্রিয় বন্ধুর লিখে ভালোবাসা প্রকাশ করা যায় না। শুভ জন্মদিন কলিজার বন্ধু। আল্লাহর রহমতে আমি তোকে আমার জীবনে একজন ভালো বন্ধু হিসেবে পেয়েছি। তোমাকে আল্লাহ তায়ালা সব সময় সুস্থ রাখুক। তোমার জীবনের সব স্বপ্ন যেন পূরণ হয় তোমর জন্য দোয়া রইলো। শুভ জন্মদিন। |
বন্ধু জন্মদিনের ফানি স্ট্যাটাস
শুভ জন্মদিন বন্ধু। আজ এই বিশেষ দিন উপলক্ষে প্রিয়ো বন্ধু তোমার পকেট পুরো ফাকা করবো আমরা। পালিয়ে লাভ নেই বন্ধু গর্তে ঢুকলেও খুজে তোমাকে খুজে বের করবো। |
শুভ জন্মদিন শয়তানের খালাতো ভাই! তোর মতো শয়তান একটা বন্ধু থাকলে ভালো থাকার জন্য জীবনে আর কোর কিছুর প্রয়োজন নেই! তোকে তোর পয়দা দিবসের শুভেচ্ছা! |
শুভ জন্মদিন বিস্ময়কর অদ্ভুত শয়তান বন্ধুটা! আজ বিশেষ দিন হতে পারে ঠিক যেমন আশ্চর্যজনক শয়তানের রড় ভাই, এবং পাগল হিসাবে তুমি যেমন আছো। |
হারামীদের হারামি বড়ো হারামি তুই! পাগলামির বড়ো একটা পাগল তুই! আমার সবথেকে প্রিয়ো কাছের বন্ধু তুমি! তোকে জানাই পয়দা দিবসের শুভেচ্ছা। |
শুভ জন্মদিন হারামি দোস্ত তোর জীবন হোক সবচেয়ে আনন্দময় হোক। তোর জন্য আমার অনেক অনেক প্রাথনা রয়েছে। তবে এখন এটুকুই বাকিটা খাওয়া-দাওয়ার পরে। |
ধুরু বেটা আমি তো ভাবছিলাম আজ কোনো বড়ো সেলিব্রিটির জন্মদিন। এখন দেখি আমার সেই সেলিব্রিটিটা অপদার্থ বন্ধু। যাইহোক তোর জন্মদিনের রইলো শুভেচ্ছা । |
বন্ধু তোমার জন্মদিন, জীবন হোক উঠুক রঙিন, সুখী থাকো চিরো জীবন। আজ এই তোমার শুভ দিনে আমি চাই তুমি আমাদের হাজার বছর বেচে থাকো। আর তুমি একটা লাল মরিচের মতো একটা বউ পাও। |
প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা
আজকে আমার সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিন, আর সেটা হচ্ছে তুমি জান। যেদিন তুমি আমার জীবনে এসেছ সেদিন থেকে আমার জীবনের আমার প্রতিটি মুহূর্তকে তুমি পাশে থেকে সুন্দর করেছো । আজকে আমার অনেক খুশির দিন কারণ আজকের দিনের কারনেই যে আমি তোমাকে পেয়েছি । শুভ জন্মদিন প্রিয়ো । |
হঠাৎ তোমার আগমন ঘটেছিল আমার জীবনে কোনো এক বসন্তে আমার এই হৃদয় মাঝে, তুমি এখনো আমার মনের গহীনে বাস করো যতো দিন বেচে থাকবো ততোদিন বাস করবে । তোমার প্রতি আমার ভালোবাসাটা সারাজীবন থাকবে প্রিয়, অনেক অনেক ভালোবাসি তোমায়। শুভ জন্মদিন কলিজাটা। |
তমি কি জানো তোমার ঐ চঞ্চলতা বারবার আমাকে তোমার প্রেমে ফেলে, আজ তোমার শুভ জন্মদিন। সারাজীবন ঠিক এভাবেই হাসিখুশি থেকো আর আমাকে পাশে রেখে দিও। হ্যাপি বার্থডে ডিয়ার ভবিষ্যত বউ। |
শুভ জন্মদিন প্রিয় আমার, আজকের এই জন্মদিন আমি তোমার সাথে বারবার পালন করতে চাই। আমি তোমাকে আরও শত শত বার এই জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই, সৃষ্টিকর্তা আমার পাশে যেনো শত শত বছর তোমাকে রাখে । তুমি আমাকে এভাবেই ভালোবাসার বাধনে বেঁধে রাখে। |
তোমার ঐ নিষ্পাপ চোখের চাহনি আমায় বার বার বিমোহিত করে প্রিয়া, তোমার মায়াবী হাসিতে আমি যে মুগ্ধ আমার ভালো থাকার কারন তুমি। জনম জনম ধরে তোমার পানে চেয়ে আমি মুগ্ধ থাকতে চাই ।হ্যাপি বার্থডে পরীটাহ আমার। |
তুমি আমাকে সুন্দর করে বেঁচে থাকার মানে শিখিয়েছো, সৃষ্টিকর্তা হয়তো তোমার জন্যই আমাকে সৃষ্টি করেছেন আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে সারাজীবন বেঁধে রাখতে চাই । শুভ জন্মদিন ডিয়ার, ভালোবাসা নিও সব সময়। |
তোমার ঐ সহজ সরল আচরণ আমাকে বারে বারে যে মুগ্ধ করে, তোমার ভালোবাসা আমায় আমাকে যে উদাসী করেছে। আমি যতদিন বেচে আছি ততদিনই আমি বার বার নতুন করে তোমার প্রেমে পরতে চাই। শুভ জন্মদিন ডেয়ার। |
আমি আজ আমার জীবনের সব থেকে খুশির একটি দিন কারণ এই দিনটির জন্য আমি তোমাকে পেয়েছি। এভাবে তুমি আমাকে তোমার পাশে সারাজীবন রেখে দিও। তোমাকে আমি আমার ভােলোবাসা দিয়ে ভরিয়ে রাখবো সারাজীবন। |
আজকে আমার সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিন, আর সেটা হচ্ছে তুমি জান। যেদিন তুমি আমার জীবনে এসেছ সেদিন থেকে আমার জীবনের আমার প্রতিটি মুহূর্তকে তুমি পাশে থেকে সুন্দর করেছো । আজকে আমার অনেক খুশির দিন কারণ আজকের দিনের কারনেই যে আমি তোমাকে পেয়েছি । শুভ জন্মদিন প্রিয়ো । |
ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা
প্রিয় ভাই, আপনি আমাকে সব সময় সব কাজে উৎসাহ করেন, সব পরিস্থিতিতে পাশে ছিলেন এবং আমাকে সব সময় সঠিক পথ দেখিয়ে ছিলেন। সব সময় আমাকে সঠিক পথে পরিচালিত করার জন্য ধন্যবাদ। শুভ জন্মদিন প্রিয় ভাই। |
শুভ জন্মদিন প্রিয় ভাই আমার। এত বছর ধরে যতগুলো স্বপ্ন দেখেছেন সব গুলো পুরন হোক। আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও আপনার জন্য প্রাণঢালা অভিনন্দন রইলো। |
ভাইয়ের প্রতি ভালোবাসাটা কখেনো জন্মদিনের স্ট্যাটাস দিয়ে প্রকাশ করা যায় না। ভাইয়ের জন্য ভালোবাসা সব সময় অন্তরে থাকে। সুন্দর হোক আপনার আগামী পথ চলা। জীবনে প্রতিটি ধাপে ধাপে আপনার সফলতা আসুক। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো ভাই। শুভ জন্মদিন ভাইয়া। |
ভাইয়া তুমি আমার জীবনে একজন প্রিয় এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি। দোয়া করি আপনার আগামী দিনের পথ চলা গুলো সুন্দর হোক। শুভ জন্মদিন ভাই। |
আল্লাহর কাছে আপনার জন্য সব সময় সুস্থতা সফলতা এবং দীর্ঘ আয়ু কামনা করি। আপনার আগামী দিনগুলো হোক সফল আপনার জীবনের সব স্বপ্ন গুলো পূরণ হোক। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল ভাইয়া। শুভ জন্মদিন ভাই। |
প্রকাশ না করা ভালোবাসার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ভাইয়ের ভালোবাসা। ভাইদের জন্য ভালোবাসাটা অন্তর থেকেই আসে, জন্মদিনের আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন রইলো ভাই। শুভ জন্মদিন ভাইয়া। |
সত্যি ভাই তুমি একজন মহৎ বড় মনের মানুষ। তোমার মত ভাই পাওয়াটা ভাগ্যের ব্যাপার। তোমাকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে হাজারো শ্রদ্ধা ও জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন ভাই। |
সত্যি ভাই তোমার ভালবাসার সাথে অন্য কারো ভালোবাসা কখনো তুলনা করা যায় না। তোমার ভালোবাসা অতুলনীয়। শুভ জন্মদিন প্রিয় ভাই আমার আপনার জন্য দোয়া রইলো। |
সত্যি ভাই তোমার ভালবাসার সাথে অন্য কারো ভালোবাসা কখনো তুলনা করা যায় না। তোমার ভালোবাসা অতুলনীয়। শুভ জন্মদিন প্রিয় ভাই আমার আপনার জন্য দোয়া রইলো। |
বোনের জন্মদিনের শুভেচ্ছা
শুভ জন্মদিন প্রিয়ো বোন আমার। সৃষ্টিকর্তার দেওয়া সেরা উপহার তুমি বোন। তুমি না থাকলে হয়তো বা বুঝতাম না বোন মানে কি। আসলে বোনের মত স্নেহ মাখা মুখ এই পৃথিবিতে হয়না। অনেক ভালোবাসি তোকে বোন শুভ কামনা রইল তোর জন্য । আর বোন তোকে এভাবেই আগলে রাখতে চাই আমার ছায়াতলে। তোর আগামী দিনের পথ চলার জন্য শুভ কামনা রইলো। শুভ জন্মদিন প্রিয় বোন। |
শুভ জন্মদিন প্রিয়ো বোন। আজকের এই দিনে তোর জীবন সুখে শান্তিতে ভরে যাক, সাফল্য এবং গৌরবে তোর জীবন আনন্দ ময় হয়ে যাক এটাই প্রার্থনা করি। শুভ জন্মদিন |
শুভ জন্মদিন কলিজার বোন আমার তুমি এই দুনিয়ার সবচেয়ে ভালো বোন আমার তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার চেয়ে এতো ভালো আমাকে আগে কেউ কখেনো বুঝে নেই, তোমার মত ভালো আমাকে কেউ বাসে না। আজ তোমার এই দিনে তোমাকে জানাই আমি মনের গভির থেকে অনেক অনেক শুভ কামনা। শুভ জন্মদিন বোন। ভালো থেকো সব সময় তোমার জন্য দোয়া রইলো। |
শুভ জন্মদিন বোন আমার। তুমি আমার জীবনের বিশেষ গুরুত্বপূর্ন একজন ব্যক্তি তুমি আমার থেকে বেশ আলাদা হলেও , তুমি হলে আমার হৃদয়ের নিকটতম বোন । তুমিই একমাত্র ব্যক্তি যে আমার সকল কথা বুঝতে পারো, এজন্য তোমাকে অসংখ ধন্যবাদ আপু, শুভ জন্মদিন বোন শুভকামনা রইল তোমার জন্য সব সময়। |
সৃষ্টিকর্তা বোন তোমার সকল ইচ্ছা এবং স্বপ্ন পূরণ করুক আমিন। সুখের রাজ্যেয় সব সময় তোমাকে ভাসিয়ে রাখুক। দোয়া করি তোমার জীবনে সুখের সময় বারবার ফিরে আসুক । শুভ কামনা রইলো প্রিয়ো বোন তোমার জন্য।শুভ জন্মদিন সোনা বোন আমার। |
শুভ জন্মদিন কলিজার বোন আমার তুমি এই দুনিয়ার সবচেয়ে ভালো বোন আমার তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার চেয়ে এতো ভালো আমাকে আগে কেউ কখেনো বুঝে নেই, তোমার মত ভালো আমাকে কেউ বাসে না। আজ তোমার এই দিনে তোমাকে জানাই আমি মনের গভির থেকে অনেক অনেক শুভ কামনা। শুভ জন্মদিন বোন। ভালো থেকো সব সময় তোমার জন্য দোয়া রইলো। |
আমার সবচেয়ে কাছের শত্রু টাকে আমি জানাই জন্মদিনের শুভেচ্ছা। তুইি আমার জীবনের শ্রেষ্ট উপহার দোয়া করি আজকের এই খুশির দিনে সৃষ্টিকর্তা তোর মনের সকল আশা পূর্ণ করুক। আমিন |
আমার ঘরের শত্রুকে ও শয়তান বোনটাকে জানাই তোমার জন্মদিনের শুভেচ্ছা। দোয়া করি তোমার জীবন সব সময় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠুক সুস্থ থাকো সব সময়। |
বোন তুমি আমার জীবনকে করেছো উজ্জ্বল, আমি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো। আমার প্রিয়ো বোনকে জন্মদিনের শুভেচ্ছা। |
শেষ কথা
প্রতিটা মানুষের জীবনে একটা বিশেষ দিন আসে যে দিনটাকে আমরা জন্মদিন বলি। এই শু জন্মদিনে আপনি আপনার প্রিয়জন ও বন্ধুকে কিংবা ভাই ও বোন কে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস পাঠিয়ে তাকে আনন্দিত করতে পারেন।আশা করছি শুভ জন্মদিনের মেসেজ এবং জন্মদিনের স্ট্যাটাস গুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। শুভ জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস গুলো আপনাদের ভালো লাগলে পোস্টটি বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। ধন্যবাদ🌺❤️
FAQ
জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া
আজকের এই বিশেষ দিনে তুমি তোমার মায়ের কোলে আলো হয়ে এসেছিলে,
সবার আশা পূর্ণ করে বাবা মায়ের আনন্দের বুক ভরিয়েছিলে,
এমনি করেই থাকো তুমি ভুবন ভরে আমাদের মাঝে চিরদিন।
শুভ জন্মদিন
জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু
বন্ধুত্ব কখনো দিন ক্ষণের হিসাবের খাতায় রাখা যায় না৷
জন্মদিন একটি বিশেষ দিন। যা সবার জীবনে বছরে একবার আসে।
তাই আজকের তোমার বিশেষ দিনে ভালোবাসা নাও বন্ধু। শুভ জন্মদিন।
আনকমন জন্মদিনের শুভেচ্ছা
আজকের এই দিনটি তোমার জীবনের বিশেষ একটি দিন,
আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আল-আমিন তোমাকে, আমাদের মাঝে পাঠিয়েছিলেন।
তোমার জন্য শুভ কামনা রইলো সব সময় ভালো থেকো।
শুভ জন্মদিন।”
জন্মদিনের শুভেচ্ছা বন্ধু
শুভ জন্মদিন দোস্ত।
আজকের দিনে তোমার জন্য একটাই কামনা তোমার জীবনের সকল সুখ গুলো আসো,
সাফল্য গুলো তোমার দ্বিগুণ হোক। খুব ভালো থাকিস প্রিয়ো বন্ধু।
জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ভাই
আল্লাহর কাছে আপনার জন্য সব সময় সুস্থতা সফলতা এবং দীর্ঘ আয়ু কামনা করি।
আপনার আগামী দিনগুলো হোক সফল আপনার জীবনের সব স্বপ্ন গুলো পূরণ হোক।
অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল ভাইয়া। শুভ জন্মদিন ভাই।
আরো পড়ুন।
ভালোবাসার স্ট্যাটাস বাংলা | All Love Status Bangla 2023
ইসলামিক উক্তি ও মহানবী (সাঃ) এর মহামূল্যবান বাণী 2023
ইসলামিক স্ট্যাটাস-Islamic Status Bangla 2023
বন্ধু নিয়ে স্ট্যাটাস বাংলা | All Bangla Status with Friend 2023
If You Want To Read English Article Then Visit This Website: Thanks