ইসলামিক স্ট্যাটাস-Islamic Status Bangla 2024

আসসালামু আলাইকুম আমার আজকের আর্টকেলে আপনাদের স্বাগতম। ফেসবুক খুললেই আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের ইসলামিক স্ট্যাটাস। যারা ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিতে পছন্দ করে তাদের জন আজকে ইসলামিক স্ট্যাটাস ও ক্যাপশন নিয়ে আলোচনা করা হবে।

ইসলামিক স্ট্যাটাস, ইসলামিক স্ট্যাটাস ফেসবুক, নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস, ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস, নিজের জন্মদিনের ইসলামিক স্ট্যাটাস, আরো রয়েছে কন্যা সন্তান নিয়ে ইসলামিক স্ট্যাটাস নিয়ে আজকের এই পোস্টে বিস্তারিত সাজিয়ে দেওয়া হয়েছে।

মানবজাতিকে ইসলোমের সঠিক পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহ তা’য়ালা যুগে-যুগে নবী-রাসূলদের পাঠিয়েছেন এবং তাদের জন্য বিভন্নি আসমানী কিতাব নাজিল হয়েছে। নবী-রাসূলদের বানী অপরের কাছে শেয়ার করার জন্য ইসলামিক স্ট্যাটাস একটি অপরিহার্য বিষয়।

ইসলামিক স্ট্যাটাস 2024

সফল ( Successful ) তো সেই দিন হবো।
যেদিন পুলসিরাত পাড় করে জান্নাতে যাবো।
প্রথম উপহার হলো আমরা এই পৃথিবিতে মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি।
দিত্বীয় উপহার হলো আমরা শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) উম্মত হতে পেরেছি।
আল্লাহুম্মা ইন্নী আস-আলুকাল আফিয়াহ্।
হে আল্লাহ, ’’আপনার নিকট আমি নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি। আমিন।
জীবনের যাত্রায়,সব সময় আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখুন।
কারণ, কারন মহান আল্লাহ তায়ালাই সর্বোত্তম পরিকল্পনাকারী।
বিশ্বাস হল এমন সেই চাবিকাঠি যা দুনিয়া ও আখিরাতে আশীর্বাদের দরজা খুলে দেয়।
যে সকল মহিলারা স্বামী মারা যাওয়ার পরে তার এতিম সন্তানদের,,,,
পিছনে সারা জীবন কাটিয়ে,,, দেয় তারা জান্নাতি।
হযরত মুহাম্মদ (সঃ)।
হযরত মুহাম্মদ (সঃ বলেছেন , যে ব্যক্তি কুরআন পড়তে চায় কিন্তু সে পড়তে পারছে না,
তারপরেও বারবার সে পড়ার জন্য চেষ্টা করছে ঐ ব্যক্তি পাবে দ্বিগুণ সওয়াব !
-(মুসলিম ১৭৪৭)-

আরো পড়ুন।

বেস্ট ক্যাপশন বাংলা Best Caption Bangla 2023
দুইটি সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন নাহ।
আযানের সময়, আর বৃষ্টি পড়ার সময়।
সুবহানআল্লাহ
যে ব্যক্তি প্রতিদিন -সূরা ওয়াকিয়াহ তেলওয়াত করবে
-তার কখনও রিযিকের অভাব হবে না।
– হযরত মুহাম্মদ (সাঃ)
হযরত মুহাম্মদ (সাঃ) বলেন, যে কোনো মুমিন যদি কোনো ক্ষুধার্ত মুমিন ব্যাক্তিকে খাওয়ায়,
তাকে আল্লাহ তায়ালা জান্নাতের ফল খাওয়াবেন ।
বাইহাকী, শু’আবুল ইমান ৩০৯৮, হাসান

ইসলামিক স্ট্যাটাস ফেসবুক

যাকে ভালোবাসলে কোন লস নেই তিনি হলেন।আমাদের প্রিয় নবী
– হযরত মুহাম্মাদ (সাঃ)
যদি আপনি আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হন।
৭০ হাজার ফেরেশতা চর্তুদিক থেকে আপনাকে রক্ষা করে।
হে আল্লাহ আপনি যখন আমাদেরকে মুসলমান বানিয়েছেন – ঈমানের সাথে মৃত্যু দিয়েন।
🩺 দেহের রোগের সকল ঔষধ ফার্মেসিতে থাকলেও। –
মনের রোগের ঔষধ আল কোরআনে আছে।
সূরা ফাতিহায় এতই বরকত যে।
সূরা ফাতিহা নাজিল হওয়ার সময় শয়তানও কেঁদে-ছিলো।
কখনো কারো সাথে খারাপ আচারন করো না। –
হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে তুমি খুঁজে পাবেন না।
মাটির দেহ নিয়ে তুমি কখনো করিওনা বরাই,
দুচোখ বন্ধ হলে দেখতে পাইবা তোমার পাশে কেউ নাই।
যাকে তুমি আপন ভাবো হবে সে পর,
আপন হবে তোমার নামাজ, রোজা ও অন্ধাকার কবর।
যদি মনে করো, আল্লাহ আপনাকে অপেক্ষা করাচ্ছেন ।
– তাহলে জেনে রাখুন, আপনি যা চেয়েছিলেন তার চেয়েও উত্তম কিছু তিনি দিবেন।
(⁠。⁠◕⁠‿⁠◕⁠。⁠)⁠➜ – ইনশাআল্লাহ

আরো পড়ুন।

সাদামাটা জীবন নিয়ে উক্তি – Best Quotes About Simple Life 2023
শিশুরা যখন কথা বলতে শুরু করবে –
তখন তাদেরকে তোমরা কালেমা শিক্ষা দাও।
– হযরত মোহাম্মদ (সাঃ)

নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস

নতুন বছরের জন্য দোয়া। নতুন বছরে কি দোয়া পড়তে হয় ?

নতুন বছরের জন্য দোয়াবাংলা উচ্চারনবাংলা অর্থ
اللَّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالأَمْنِ ، وَالإِيمَانِ ، وَالسَّلا مَةِ – وَالإِسْلامِ ، وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ ، وَجَوَار مِنَ الشَّيْطَانِআল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল-আমনি, ওয়াল ইমানি, ওয়াস সালামাতি,
ওয়াল ইসলামি, ওয়া রিদওয়ানিম মিনার রহমানি, ওয়া ঝওয়ারিম মিনাশ শায়তানি
হে আল্লাহ! আমাদের ঈমান ও ইসলামকে নিরাপদ করুন। আমাদের সুরক্ষা দিন। দয়াময় আল্লাহ্‌র কল্যাণ দান করুন। শয়তানের কুমন্ত্রণা মোকাবেলায় আমাদের সাহায্য করুন।
ﻳَﺎ ﻣُﻘَﻠِّﺐَ ﺍﻟْﻘُﻠُﻮْﺏِ ﻭَ ﺍْﻻَﺑْﺼَﺎﺭِ ﻳَﺎ ﻣُﺪَﺑِّﺮَ ﺍﻟَّﻴْﻞِ ﻭَ ﺍﻟﻨَّﻬَﺎﺭ — ﻳَﺎ ﻣُﺤَﻮِّﻝَ ﺍﻟْﺤَﻮْﻝِ ﻭَ ﺍْﻻَﺣْﻮَﺍﻝ ﺣَﻮِّﻝْ ﺣَﺎ ﻟَﻨَﺎ ﺍِﻟﻰ ﺍَﺣْﺴَﻦَ ﺍﻟْﺤَﺎﻝِইয়া মুকাল্লিবাল কুলুবি ওআল আবছারি ইয়া মুদাব্বিরাল লাইলি ওয়ান্নাহার;
ইয়া মুহাওয়্যিলাল হাওলি ওয়াল আহ্‌ওয়ালি হাওয়্যিল হালানা ইলা আহসানাল হালি
হে অন্তর ও দৃষ্টিসমূহের পরিবর্তনকারী! হে রাত ও দিনের আবর্তনকারী! হে সময় ও অবস্থা পরিবর্তনকারী আল্লাহ্‌! সব সময় আপনি আমাদের অবস্থা ও অবস্থান ভালো বা কল্যাণের দিকে উন্নীত করুন।’
২০২৩ সালে আমাদের সবার শেষ ইচ্ছা হোক আল্লাহর কাছে—
হে আল্লাহ ২০২৩ সালের আমাদের সব গুনাহ গুলো আপনি মাফ করে দেন এবং ২০২৪ সালে আপনি আপনার নেক বান্দা হিসেবে কবুল করে নিয়েন।
আপনি কি জানেন আপনি সেরা? হ্যাঁ। আপনি আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহর কাছে নিঃসন্দেহে সেরা। যদি আপনি আপনার কথার মধ্যে ইংশাআল্লাহ্‌, আলহামদুলিল্লাহ্‌ বজায় রাখেন। – আপনাদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।
বিপদের সময় দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেলেও আপনার জন্য আল্লাহর দরজা সব সময় খোলা থাকে তাই নতুন বছর শুরু হতেই আল্লাহর কাছে আপনি আপনার জীবনের সব গুনাহ মাফ চেয়ে নতুন বছর শুরু করুন ।
নতুন বছর হলো আমাদের সকলের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা তাই এই নতুন অধ্যায়টি আপনি ভালো করে পড়ুন এবং আপনার সকল সুযোগ গুলো কে কাজে লাগিয়ে জীবনে সফলতা অর্জন করতে হবে।
পূর্ণতা এবং ব্যর্থতায় সব সময় আলহামদুলিল্লাহ্‌ – শুকরিয়া। এবং আগামীর লক্ষে সব সময় ইংশাআল্লাহ্‌। – সবাইকে নতুন বছরের শুভেচ্ছা
যেই দিন গুলো যায় সেই দিন জন্য আলহামদুলিল্লাহ্‌। যেই দিন গুলো আসে সেই দিনের জন্য হাজারো শুকরিয়া। যেই দিন আসবে সেই দিন ইংশাআল্লাহ্‌। তবেই মহান আল্লাহ্‌ তায়ালা আমাদেরকে সকল বিষয়ে বরকত দিবেন। সবাইকে আমার পক্ষ থেকে নতুন বছরে সালাম এবং শুভেচ্ছা।
নবরূপে সাজো তুমি, সাঁজাও তোমার মনটা নতুন কোন রঙে , মুছে ফেলো মন থেকে সকল দুঃখ বেদনার স্মৃতি ।এবং নব ছন্দে তুমি এগিয়ে চলো, শুভ ইংরেজি নববর্ষ ২০২৪।
নতুন দিনের নতুন সাজ নিয়ে এল আমাদের জন্য ২০২৪ সাল, সবার জন্য রইল আমার পক্ষ থেকে শুভকামনা ও মনের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা।
২০২৪ উপলক্ষে আল্লাহর পক্ষ থেকে আমাদের সবার জীবনে একটি খুশির সংবাদ আসুক। আমরা সকলে যেন সব সময় খুশিতে মেতে থাকতে পারি এবং অতীতের সব কষ্টগুলোকে ভুলে নতুন ভাবে বাঁচতে পারি।

ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস

মানুষ যদি কখনো মৃত ব্যাক্তির আর্তনাদ দেখতে আর শুনতে পেত,
তাহলে কোন মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে সে নিজের জন্য কান্না করত।- হযরত মুহাম্মদ (সাঃ)
একদিন সবার সাদা কাপড় পড়ে, যেতে হবে ঐ অন্ধকার কবরে ।
তোমার সব কিছু পড়ে রবে এই দুদিনের দুনিয়াতে, তুমি একটু ভাবো মরন কালে তোমার সাথে কে যাবে ?
তাই সকলে মহান আল্লাহকে ভয় করো ।

আরো পড়ুন।

জীবন নিয়ে উক্তি-Best Bangla Quotes About Life 2023
ধৈর্য্য রাখুন,দুনিয়ার সবাই আপনাকে ঠকালেও কখনো মহান আল্লাহপাক কোনদিনও আপনাকে ঠকাবেন না !!
ইন-শা-আল্লাহ।
আপনার মোনাজাতের এক ফোটা চোখের পানি কোন একদিন আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে !!
ইন-শা-আল্লাহ।
 রাত যখন গভীর হয় –
কেউ ডুবে থাকে পাপের হরে, আর কেউবা ডুবে তাহাজ্জুদে অশ্রু ঝরায় পূর্বের গুনাহ মাফে।
আপনি আল্লাহর কাছে সেজদায় মাথানত করুন !
আল্লাহ আপনাকে কখেনো কোনদিন এই পৃথিবীর কারো কাছে মাথা নত হতে দেবে না
আপনি নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না।
কারণ মহান আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না।
এই দুনিয়ার সবথেকে কঠিন কাজ যো তা হলো নিজেকে সংশোধন করা।
আর সবথেকে- সহজ কাজ হলো অন্যের সমলোচনা করা।
আপনি যদি কখনো হতাশ হন দুই রাকাত নফল নামাজ পড়ে নিবেন। হতাশা কেটে যাবে ইনশাআল্লাহ ।
তোমরা মায়ের সাথে কখনো উচ্চস্বরে- কথা বলো না
কারন ‘ মা ‘ তোমাকে কথা বলতে শিখিয়েছেন !

নিজের জন্মদিনের ইসলামিক স্ট্যাটাস

সৃষ্টিকর্তার এই পৃথিবীতে আসার জন্য আমাদের সবাইকে এই পৃথিবীর অপরূপ সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিয়েছেন।মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি আমার জন্মদিনে আপনারা যারা আমাকে শুভকামনা জানিয়েছেন এবং আমার জন্য দোয়া করেছেন তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা রইল। জন্মদিনের এই বিশেষ দিনটির মধ্য দিয়ে আমরা সকলেই কিন্ত মৃত্যুর দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছি। তাই মৃত্যুর কথা চিন্তা করে আমি যেন আমার জীবনের প্রত্যেকটি ভালো কাজ এবং প্রত্যেকটি ফরজ কাজ গুলো অনেক সুন্দর ভাবে সম্পন্ন করতে পারি তাই সকলে আমার জন্য দোয়া করবেন।
আমার জন্মদিনে আমি যে নিরলস শিক্ষা এবং সব চ্যালেঞ্জ গুলো কাটিয়ে ওঠা ।মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে আমার উপর যে রহমত এবং নেয়ামত ও রিজিকের প্রতিফলিত করেছেন। হে মহান আল্লাহ আপনি আমাকে যে মহান মূল্যবান জীবন দান করেছেন ও মূল্যবান সকল উপহারের জন্য ধন্যবাদ। আমাকে ইসলামিক জন্মদিনের শুভেচ্ছা!”
এই বিশেষ দিনে, আমি আমার মহান আল্লাহর কাছ থেকে নির্দেশনা, প্রজ্ঞা এবং শক্তির জন্য প্রার্থনা করি। মহান আল্লাহ তায়ালা আমাকে আমার উদ্দেশ্য পূরণ করার এবং এই পৃথিবিতে একটি ইতিবাচক পরিবর্তন করার ক্ষমতা দিয়ে আশীর্বাদ করুন ।আমাকে ইসলামিক জন্মদিনের শুভেচ্ছা জানাই!”
আমি আমার জন্মদিন উদযাপন করার সময় সব সময় আমি মনে করি যে জীবন মাত্র একটি ক্ষণস্থায়ী যাত্রা। একত্ববাদী ওই মহান সত্তা,মহান  আল্লাহ আমাকে  এবং আমার সময়কে বিজ্ঞতার সাথে কাজে লাগাতে আর জীবনের প্রতিটা ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা করার ক্ষমতা দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ!”
আজ আমি মহান আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জীবনের প্রতিটা বছর ও যিনি আমাকে সুস্থ ও সুন্দর স্বাস্থ্য দান করেছেন এবং নেয়ামতের জন্য। যেই মহান রব সব সময় আমার উপর তাঁর করুণা ও দয়া বর্ষণ করতে থাকেন এবং আমাকে যেন একটি বিশ্বাস ও ভালবাসা এবং সাফল্যে ভরা খুব সুন্দর জীবন দেন। শুভ জন্মদিন
জন্মদিনে আমি মহান রবের প্রতি জন্য ধন্যবাদ জানাই, যিনি আমাকে সুস্থ জীবন ও স্বাস্থ্য দিয়েছেন। আমি সব সময় তাঁর মহান বাণী অনুসরণ করবো ও আমার জীবনটিকে তাঁর মহিমায় প্রতিষ্ঠিত করতে চাই।” ইনশাআল্লাহ
আমার জন্মদিনেআজকে আমি আমার মহান আল্লাহর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাকে পৃথিবিতে পাঠিয়েছেন আর এই সুন্দর জীবন দান করেছেন। আমি মহান আল্লাহর কাছে একটি শান্তি ও খুশির জন্য প্রার্থনা করবো।”
আমি আমার “জন্মদিনে মহান রবের নিকট মানবিক উন্নতি এবং আত্মিক পরিবর্ধনের আশা করছি। হে মহান রব আপনি আমাকে সঠিক পথে নির্দেশ করুন ও আমাকে সুন্দর আচরণ ও নেক কর্মে অনুপ্রেরণা দিন।”একটি সুন্দর চরিত্রবান হবার তাওফিক দান করুন
আমি আজ আমার অস্তিত্বের উদ্দেশ্য নিয়ে ভাবতেছি এবং আমি আমার জীবন ও কর্মকে ইসলামের শিক্ষার সাথে সামঞ্জস্য করার চেষ্টা করছি। হে মহান আল্লাহ আপনি আমাকে এই জীবনে এবং পরকালে সফলতা দান করুন। শুভ জন্মদিন!”
আমি যখন বছরের পর বছর বড় হচ্ছি, আমি ততো শান্তির ধর্ম ইসলামকে গভীরভাবে বোঝার জন্য চেষ্টা করছি । মহান রবের নির্দেশ অনুযায়ী বেঁচে থাকার ক্ষমতার জন্য মহান রবের কাছে প্রার্থনা করি। হে আল্লাহ আপনি আমাকে জ্ঞান, ধৈর্য এবং অটলতার সাথে অনুগ্রহ করুন। শুভ জন্মদিন!”

কন্যা সন্তান নিয়ে ইসলামিক স্ট্যাটাস

কন্যা সন্তান যে ঘরে আসে তারা তিনটি পুরস্কার নিয়ে দুনিয়াতে আসেন। কন্যা সন্তানের বাবা-মা হওয়া পরম সওয়াব এবং সৌভাগ্যের ব্যাপার।
যে ব্যক্তি দুইজন কন্যা সন্তানকে লালনপালন সহ তাদের দেখাশুনা করল (বিয়ের সময় হলে ভালো ছেলের কাছে তাদের বিবাহ দিল) সে এবং আমি জান্নাতে এরূপ তার একসঙ্গে প্রবেশ করব যেরূপ হাতের এ দুটি আঙুল। তিনি তখন নিজের দুই আঙুল মিলিয়ে দেখালেন। (জামে তিরমিযী, হাদীস ১৯১৪)
নিঃসন্দেহে কন্যা সন্তান হলো বাবাদের জন্য। আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক‌ বিশেষ উপহার।
কন্যা সন্তান আল্লাহ সবাইকে দেন না না যাকে দান করেন সে হলো এই পৃথিবীর ভাগ্যবান পিতা কন্যা সন্তান আল্লাহর দেওয়া এক শ্রেষ্ট উপহার।
যে ঘরে মহান রব কন্যা সন্তান দান করেন, সেখানে সর্বদাই সৌভাগ্য বিরাজ করে। একজন কন্যা সন্তান তার পিতার হৃদয়ে সব সময় বাস করে এবং মায়ের সত্যিকারের একজন বন্ধু হয়ে ওঠে।
আল্লাহ যখন বান্দার উপর বেশী খুশি হন তখন তাকে কন্যা সন্তান দান করেন…. আলহামদুলিল্লাহ।
যে ব্যক্তিকে আল্লাহ তায়ালা কন্যা সন্তান লালন পালনের দায়িত্ব দিয়েছেন। সে ব্যাক্তি ধৈর্যের সঙ্গে তা সম্পাদন করেছে, ”সেই কন্যা সন্তান তার জন্য জাহান্নাম থেকে আড়াল হবে। (জামে তিরমিযী, হাদীস ১৯১৩)
হযরত মুহাম্মদ (সা.) আরো বলেছেন, ‘যে ব্যক্তির ৩ টি কন্যা সন্তান হবে, এবং সে তাদেরকে সকল কে ইসলামের এলেম-কালাম, আদব-কায়দা শিক্ষা দিবে।তাদেরকে খুব যত্নের সঙ্গে প্রতিপালন করবে ও তাদের ওপর অনুগ্রহ ও দয়া করবে! সে ব্যক্তির ওপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে।’
হযরত মুহাম্মদ (সা.) ইরশাদ করেন যে ব্যাক্তির গৃহে কন্যা সন্তান জন্ম গ্রহন করল, অতঃপর সে তার কন্যা সন্তানকে কষ্টও দেয়নি, তার ওপরে অসন্তুষ্ট ও হয়নি। সে ব্যাক্তি পুত্র সন্তানকে প্রাধান্য দেয়নি, তাহলে তার ওই কন্যা সন্তানের কারণে মহান আল্লাহ তায়ালা তাকে বেহেশতে প্রবেশ করাবেন।’ (মুসনাদে আহমদ, ১:২২৩)
হজরত আয়শা (রা.) থেকে বর্ণিত হয়েছে, হযরত মুহাম্মদ (সা.) ইরশাদ করেন, ‘ওই স্ত্রী স্বামীর জন্য অধিক বরকতময়, যার বিয়ের দেন-মোহরের পরিমান কম হয় এবং যার প্রথম সন্তান হয় মেয়ে।

FAQ

ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস

মাটির দেহ নিয়ে তুমি কখনো করিওনা বরাই,
দুচোখ বন্ধ হলে দেখতে পাইবা তোমার পাশে কেউ নাই।
যাকে তুমি আপন ভাবো হবে সে পর,
আপন হবে তোমার নামাজ, রোজা ও অন্ধাকার কবর।

ইসলামিক ছোট স্ট্যাটাস

হে আল্লাহ আপনি যখন আমাদেরকে মুসলমান বানিয়েছেন – ঈমানের সাথে মৃত্যু দিয়েন।

ইসলামিক স্ট্যাটাস ফেসবুক

যদি মনে করো, আল্লাহ আপনাকে অপেক্ষা করাচ্ছেন ।
– তাহলে জেনে রাখুন, আপনি যা চেয়েছিলেন তার চেয়েও উত্তম কিছু তিনি দিবেন।
(⁠。⁠◕⁠‿⁠◕⁠。⁠)⁠➜ – ইনশাআল্লাহ

ইসলামিক স্ট্যাটাস বাংলা 2023

আপনি কি জানেন আপনি সেরা? হ্যাঁ। আপনি আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহর কাছে নিঃসন্দেহে সেরা। যদি আপনি আপনার কথার মধ্যে ইংশাআল্লাহ্‌, আলহামদুলিল্লাহ্‌ বজায় রাখেন। – আপনাদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।

ইসলামিক স্ট্যাটাস ক্যাপশন

ধৈর্য্য রাখুন,দুনিয়ার সবাই আপনাকে ঠকালেও কখনো মহান আল্লাহপাক কোনদিনও আপনাকে ঠকাবেন না !!
ইন-শা-আল্লাহ।

ইসলামিক স্ট্যাটাস স্টাইলিশ

🩺 দেহের রোগের সকল ঔষধ ফার্মেসিতে থাকলেও। –
মনের রোগের ঔষধ আল কোরআনে আছে।

নতুন ইসলামিক স্ট্যাটাস

দুইটি সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন নাহ।
আযানের সময়, আর বৃষ্টি পড়ার সময়।
সুবহানআল্লাহ

If You Want To Read English Article Then Visit This Website: Thanks

If You Like This Article Then You Can Share This On Your Social Media Hande

আরো পড়ুন

Leave a Reply