কম্পিউটার প্রোগ্রামিং কি ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি ? কম্পিউটার প্রোগ্রামিং কিভাবে শিখবেন ?

আজকের দিনে আমরা মোবাইল এবং কম্পিউটারের মধ্যে যে সকল গেমস, ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যার চালিয়ে থাকি তা সমস্ত কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে তৈরি করা হয়েছে। এবং একজন নির্দিষ্ট প্রোগ্রামার বা ডেভলপারের দ্বারা নির্দিষ্ট জিনিসটি তৈরি করা হয়ে থাকে।

তবে এখনো অনেক মানুষের আছে যাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তেমন কোন ধারণা নেই। এজন্য আজকে আমরা এই আর্টিকেলের মাধ্যমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যেমন – কম্পিউটার প্রোগ্রামিং কি ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি ? কম্পিউটার প্রোগ্রামিং কিভাবে শিখবেন ? আপনি যদি এসব বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।

💠কম্পিউটার প্রোগ্রামিং কি ?

কম্পিউটার প্রোগ্রামিং মধ্যে compiled cod থাকে যেটি কম্পিউটার অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হয়। কম্পিউটার কে জানান দেওয়া যে কোন কোন কাজটি কিভাবে করবে সেটাই হলো প্রোগামিং। কম্পিউটার নিজ নিজ থেকে ভাবতে পারে না নিজ থেকে কাজ ও করতে পারে না । প্রদত্ত কমান্ড অনুসরন করে মূলত শুধুমাত্র কম্পিউটার কাজ করতে পারে । 

অর্থাৎ কম্পিউটারকে যেভাবে নির্দেশ দেওয়া হয় কম্পিউটার সেভাবে কাজ করে।সহজ ভাষায় বিশেষ কাজ করার জন্য যে কম্পিউটারের নির্দেশ বা প্রোগাম গুলো তৈরি করা হয় সেটাই মূলত কম্পিউটার প্রোগ্রামিং

💠কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি  (What Is Programming Language) ?

কম্পিউটারের প্রোগ্রামিং ভাষাহলো নির্দেশাবলীর একটি সেট যেটি কম্পিউটার নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়। সহজ ভাষা প্রোগ্রামিং ভাষা হল এক ধরনের লিখিত ভাষা যে কম্পিউটারকে নির্দেশ দেওয়া কম্পিউটার কি কাজ করবে। অর্থাৎ প্রোগ্রামিং ভাষা কম্পিউটার এবং প্রোগ্রামার এর মধ্যে যোগাযোগ তৈরি করার মাধ্যম। 

আর প্রোগ্রামিং ভাষা গুলো প্রধানত ব্যবহার করা হয়  ওয়েবসাইট ডিজাইন, অপারেটিং সিস্টেম বিকাশ,  অ্যাপলিকেশন তৈরি, মহাকাশযান নিয়ন্ত্রণ এবং ডেটা বিশ্লেষণ করার ক্ষেত্রে। 

C, C ++, Java, Python এইসব প্রোগ্রামিং ভাষার উদাহরণ।প্রধানত এইসকল ভাষার মাধ্যমে কোডিং করে কম্পিউটার প্রোগ্রাম তৈরি করা হয়।

 💠৭ টি সেরা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 

প্রোগ্রামিং হলো খুব একটি জনপ্রিয় পেশা। প্রোগ্রমিং এর জন্য অনেক ধরনের প্রোগ্রমিং ল্যাঙ্গুয়েজ রয়েছে আর এক একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক এক ধরণের কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। নিচে ৬

 টি সেরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর নাম দেওয়া হলো :-

  • Python
  • HTML
  • css 
  •  java
  • JavaScript
  •  C++
  •  Golang
  • PHP

Python

Python হলো বর্তমান বিশ্বের সবথেকে জনপ্রিয় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ । যেটি প্রথম প্রকাশ করেন ১৯৯১ সালে গুইডো ভ্যান রস্যিউম নামের এক ব্যাক্তি। পাইথন ল্যাঙ্গুয়েজটি অতি ফ্লেক্সিবল হওয়ার ফলে বিশ্বজুড়ে রয়েছে প্রচুর  চাহিদা।

কম্পিউটার বিজ্ঞানের এমন কোন কাজ নেই যেটা Python 

ব্যবহার করে করা যায় না । ওয়েবডেভেলপমেন্ট থেকে শুরু করে সফটওয়্যার,নিউরাল নেটওয়ার্ক,  অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সাইন্স, ম্যাশিন লার্নিং সহ প্রায় সকল কাজ পাইথনই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করা সম্ভব। তাই  বিশ্বজুড়ে পাইথন প্রোগ্রামারের প্রচুর চাহিদা রয়েছে ।

HTML

HTML এর পূর্ন রূপ হলো (Hyper Text Markup Language.). HTML প্রথমে রিসার্চ এর কাজে ব্যবহার শুরু হলেও , তার পর থেকে ওয়েবসাইট এর কাজেও ব্যবহার হয়। HTML হচ্ছ মার্কআপ ভাষা আপনি যে কোন প্রোগ্রামিং ভাষাই ব্যবহার করেন না কেনো আপনাকে মার্কআপ ভাষা ব্যবহার করতেই হবে। 

WWW = (World Wide Web) ডকুমেন্টের বিভিন্ন ধরনের উপকরন তৈরি করা ব্রাউজার গুলোতে তথ্য প্রদর্শন করা বা ওয়েব পেইজে তথ্য উপস্থাপন করা ক্ষেত্রে HTML ল্যাংগুয়েজটি বেশি ব্যববহার করা হয়। HTML ল্যাংগুয়েজ  প্রোগ্রামাররা ওয়েব পেইজ লেখা অডিও, ভিডিও, স্থির চিত্র এনিমেশন এগুলো সুন্দর ভাবে উপস্থাপন করে। C++ এর মতো এটি কোন ভিজুয়াল বেসিক প্রোগ্রমিং ভাষা নয় এটি মূলত  Script  ল্যাংগুয়েজ।

CSS

সিএসএস(CSS) পুর্ণরুপ হলো ক্যাসকেডিং স্টাইল শীটস (ইংরেজি: Cascading Style Sheets, সংক্ষেপে সিএসএস) হল একটি স্টাইল শীট ভাষা যা এইচটিএমএলের মত মার্কআপ ভাষায় লিখিত ডকুমেন্ট কীভাবে উপস্থাপিত হবে তা বর্ণনা করতে ব্যবহৃত হয়। এইচটিএমএল ও জাভাস্ক্রিপ্টের সাথে সিএসএস হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ভিত্তি প্রযুক্তি।

✅java  

 java বিশ্বের জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাগুলোর মধ্যে একটি অন্যতম।java প্রোগ্রামিং জনপ্রিয়তার কারণ হলো নিরাপত্তা, বহনযোগ্যতা,ওয়েব প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রতি পরিপূর্ণ সাপোর্ট দেওয়া। 
java প্রোগ্রামিং নকশা করেন জেমস গসলিং এটি ১৯৯৫ সালে সর্বপ্রথম রিলিজ হয়। অনেক শক্তিশালী পাশাপাশি সুরক্ষিত হলো  java প্রোগ্রামিং এর বিশেষ্যত্ব। এন্ড্রয়েড এপ্লিকেশন ডেভোলপমেন্টে java প্রোগ্রামিং এর সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। java প্রোগ্রামিংয়ের উপর সারা বিশ্ব জুড়ে প্রচুর জব অপর্চুনিটি রয়েছে। java প্রোগ্রামিং করে বর্তমানে একজনের বাৎসরিক বেতন এক লক্ষ পনের হাজার ইউএস ডলার।

JAVASCRIPT 

ব্রেন্ডান আইক JavaScript ল্যাংঙ্গুয়েজটি নকশা করেছিলেন।১৯৯৫ সাথে প্রথমবার রিলিজ করা হয়। JavaScript একটি জনপ্রিয় একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। জাভা ।জাভা স্ক্রিপ্ট মূলত একটি অবজেক্ট অরিয়েন্টেড ডায়নামিক বা হাই লেভেলের ইন্টারপ্রোটেড প্রোগামিং ল্যাঙ্গুয়েজ আর এটি মূলত ওয়েব ডেভেলপমেন্টর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডায়নমিক ওয়েবসাইট বা ওয়েব এপ্লিকেশন সেক্টরে জাভাস্ক্রিপ্ট প্রোগামের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। তার মূল কারন বর্তমানে জাভাস্ক্রিপ্ট ছাড়া করল্পনা করা যায় না ।
বর্তমানে একজন প্রোফেশনাল দক্ষ জাভাস্ক্রিপ্ট প্রোগামের বছরে বেতন এক লক্ষ বার হাজার ইউএস ডলার

C++

যুক্তরাষ্ট্রের এটিএন্ডটি বেল ল্যাবরেটরিতে ১৯৮০সালে Bjarne stoustrup c++ প্রোগামিং ল্যাঙ্গুয়েজ টি ডেভোলপ করেন। c++ এর বৈশিষ্ট্য গুলো এটি ফাস্ট ল্যাঙ্গুয়েজ এবং অতন্ত পাওয়ারফুল প্রোগামিং ল্যাঙ্গুয়েজ। c++ একটি জনপ্রিয় ও অনেক ব্যবহৃত প্রোগামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগামিং ভাষা হলো c++ এবং এটিকে হলো c প্রোগামিং ল্যাঙ্গুয়েজ এর আপডেট ভার্সন।
বিশ্বব্যাপী c++ প্রোগামিং ল্যাঙ্গুয়েজ টির প্রচুর চাহিদা ও ব্যবহার রয়েছে। সিস্টেম সফটওয়্যার তৈরি করা থেকে শুরু করে এম্বেডেড সফটওয়্যার, ডিভাইস ড্রাইভার ক্লায়েন্ট অ্যাপলিকেশন সফটওয়্যার, বিনোদন সফটওয়্যার যেমন ভিডিও গেমের ক্ষেত্রে c++ ব্যবহৃত হচ্ছে।

GOLANG

Go হচ্ছে একটি ওপেনসোর্স প্রোগামিং ল্যাঙ্গুয়েজ যেটি ২০০৯ সালের শেষের দিকে প্রথম  প্রকাশ করা হয়। গুগলের তৈরি একটি প্রোগামিং ভাষা বা ল্যাঙ্গুয়েজ হচ্ছে Go । Go নামটি বেশি জনপ্রিয় থাকায় এর এর ওয়েবসাইটে ঠিকনা দেওয়া হয় GOLANG.org প্রোগামিং ল্যাঙ্গুয়েজটি ওয়েবভিত্তিক সফটওয়্যার তৈরির ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহায় হয়।
GOLANG  প্রোগামিং ল্যাঙ্গুয়েজটি এমনকি গুগল নিজেও অনেক ক্ষেত্রে ব্যবহার করেছে। অন্য যে প্রোগামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে তার থেকে অনেক বেশি গতি। নতুনদের জন্য এটি শেখা অনেকটা সহজ । বিশ্বজুড়ে বড় বড় কম্পানিতে বর্তমানে GOLANG প্রোগামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হচ্ছে। এজন্যই বিশ্বব্যাপী go প্রোগামিং চাহিদার কোন কমতি নেইGOLANG প্রোগামিং ল্যাঙ্গুয়েজের দুটি ফ্রেমওয়ার্ক হলো revel beego

PHP

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভাষা হলো PHP । এটি মূলত সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ । ১৯৯৪ সালে এটি তৈরি করা হয়েছে । এটি তৈরি করেছেন Rasmus Lerdorf । PHP প্রধানত বেশ কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো হলো ওয়েব ডেভেলপমেন্ট,ডাইনামিক ও এপ্লিকেশন তৈরির জন্য। এখন পর্যন্ত PHP ল্যাঙ্গুয়েজ ব্যাবহার করে বিশ্বে সব থেকে বেশি এপ্লিকেশন তৈরি করা হয়েছে । ফেসবুক ও উইকিপিডিয়া হতে পারে তার মধ্যে সব চেয়ে উৎকৃষ্ট উদাহরণ। বিশ্বে PHP ল্যাঙ্গুয়েজের প্রচুর চাহিদা রয়েছে। দক্ষিণ এশিয়ার PHP বেস অনেক কম্পানি আছে তাই এশিয়ার বিভিন্ন দেশে PHP প্রোগ্রামের অনেক চাহিদা রয়েছে। যাদের ওয়েব ডেভেলপমেন্ট ও ওয়েব এপ্লিকেশন এর প্রতি আগ্রহ আছে তা এখনই এটি শিখতে পারেন ।

বর্তমানে একজন PHP দক্ষ প্রোগামারের বছরে এক লক্ষ দুইহাজার ইউএস ডলার।

💠কম্পিউটার প্রোগ্রামিং কিভাবে শিখবেন ? 

অনেকেই আছেন, নতুন বর্তমানে ছাত্র ছাত্রী তাদের মধ্য থেকে কম্পিউটার প্রোগ্রামিং শেখার আগ্রহ রয়েছে। বিষয় হলো কিছুতেই বুঝতে পারছেন না কিভাবে শুরুটা করবেন। তাই আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা।

কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংঙ্গুয়েজ শিখতে ইচ্ছুক হলে নিচের স্টেপ গুলো ফলো করতে হবে।

স্টেপ ১প্রথমে নির্দিষ্ট ল্যাংঙ্গুয়েজটি সিলক্ট করে নিতে হবে. 

স্টেপ ২.  সর্ব প্রথম সহজ ল্যাংঙ্গুয়েজ দিয়ে শুরু করুন

স্টেপ ৩বিভিন্ন ওয়েব সােইট বা ইউটুব থেকে দক্ষতা অর্জন করুন

স্টেপ ৪প্রাকটিস েএর জন্য প্রয়োজনি সফটওয়্যার ইন্সেটল করে রাখা

স্টেপ ৫প্রতিদিন নিয়ম মেনে প্রাকটিস করুন

স্টেপ ৬প্রথমে আপনার কম্পিউটারে প্রোগ্রাম তেরি করার চেষ্টা করবেন

স্টেপ ৭সঠিক Institute থেকে কোর্স করতে হবে

এভাবে নিয়মিত কাজ করলে আপনি খুব সহজে প্রোগ্রামিং ল্যাংঙ্গুয়েজটি শিখে নিতে পারেন।

শেষ কথা

আশা করছি আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনি কম্পিউটার প্রোগ্রামিং কি ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে শিখবেন তা বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি আপনি একজন দক্ষ প্রোগ্রামার হতে চান তাহলে আপনিও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন। বর্তমানে বিভিন্ন ধরনের নতুন নতুন প্রোগ্রাম তৈরি করা হচ্ছে এবং এর জন্য একজন প্রোগ্রামার বা ডেভলপারের চাহিদা দিন দিন বেড়েই চলেছে।আজকের আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ভালো থাকবেন।

FAQ

CSS কি ?

ক্যাসকেডিং স্টাইল শীটস (ইংরেজি: Cascading Style Sheets, সংক্ষেপে সিএসএস) হল একটি স্টাইল শীট ভাষা যা এইচটিএমএলের মত মার্কআপ ভাষায় লিখিত ডকুমেন্ট কীভাবে উপস্থাপিত হবে তা বর্ণনা করতে ব্যবহৃত হয়। এইচটিএমএল ও জাভাস্ক্রিপ্টের সাথে সিএসএস হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ভিত্তি প্রযুক্তি।

HTML কি ?

হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ (অথবা এইচটিএমএল, ইংরেজি: Hyper Text Markup Language) হলো একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর মার্ক আপ ট্যাগ সমূহ ব্যবহার করে ওয়েবপেজ এর বেসিক কাঠামো তৈরি করা হয়।

৭ টি সেরা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ

টি সেরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর নাম দেওয়া হলো :-
Python
HTML
css 
 java
JavaScript
 C++
 Golang
PHP

পি এল সি এর চারটি প্রধান উপাদান কি কি?

একটি PLC এর প্রধান উপাদানগুলি একটি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট (CPU), পাওয়ার সাপ্লাই, প্রোগ্রামিং ডিভাইস এবং ইনপুট এবং আউটপুট (I/O) মডিউল নিয়ে গঠিত। সিপিইউ হল পিএলসি-র মস্তিষ্ক এবং প্রোগ্রাম করা ক্রিয়াকলাপগুলি বহন করে। এই ক্রিয়াকলাপগুলি বা আউটপুটগুলি সংযুক্ত ইনপুটগুলি থেকে প্রদত্ত সংকেত এবং ডেটার উপর ভিত্তি করে সম্পাদিত হয়

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কী বোঝায়?

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কী বোঝায়?
সংজ্ঞা কাজ (Function): প্রোগ্রামিং ভাষা হচ্ছে এক ধরনের ভাষা যা দিয়ে কম্পিউটার প্রোগ্রাম লেখা যায়, এবং এই প্রোগ্রামগুলোর সাহায্যে কম্পিউটারকে কোন গণনামূলক কাজ করার নির্দেশ দেয়া যায়, এবং সম্ভব হলে কম্পিউটারের বাইরের যন্ত্রাংশ যেমন প্রিন্টার, রোবট, ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়।

If You Want To Read English Article Then Visit This Website: Thanks

If You Like This Article Then You Can Share This On Your Social Media Handel

2 thoughts on “কম্পিউটার প্রোগ্রামিং কি ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি ? কম্পিউটার প্রোগ্রামিং কিভাবে শিখবেন ?”

Leave a Reply